1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানের জয় ছিনিয়ে নিলেন মিরাজ-আফিফ

২৩ ফেব্রুয়ারি ২০২২

৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প লিখলেন আফিফ ও মিরাজ৷ তাদের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় পেলো তামিম ইকবালের দল৷

প্লেয়ার অব দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ৷ আফগানিস্তানের ২১৫ পেরিয়ে গেছে ৭ বল বাকি থাকতে৷

আফিফ আর মিরাজের ব্যাটে দুর্দান্ত জয়

নতুন বলে কাঁপিয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকি৷ চার উইকেট নিয়ে চালকের আসনে বসিয়েছিলেন আফগানিস্তানকে৷ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর বাজে দুই আউটে বাংলাদেশের বিপদ বেড়েছিল আরো৷ মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারানোয় মনে হচ্ছিল জয় অনেক দূরের ঠিকানা৷

ক‍্যারিয়ার সেরা ইনিংস খেলা দুই ব‍্যাটসম‍্যান গড়েছেন রেকর্ড জুটি৷ বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়৷

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এটি বাংলাদেশের নবম জয়৷ আফগানদের প্রথম হার৷   

চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া আফিফ অপরাজিত থাকেন ৯৩ রানে৷ তার ১১৫ বলের অসাধারণ ইনিংস গড়া ১১ চার ও এক ছক্কায়৷ বল হাতে আলো ছড়ানো মিরাজ ৯ চারে ১২০ বলে করেন ৮১ রান৷

ফারুকি শেষ পর্যন্ত ৫৪ রানে নেন ৪ উইকেট।  পুরান বলে আর ততটা কার্যকর ছিলেন না তিনি৷ সে সময় তাকে অনায়াসে খেলেছেন আফিফ ও মিরাজ৷

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.১ ওভারে ২১৫ (গুরবাজ ৭, ইব্রাহিম ১৯, রহমত ৩৪, শাহিদি ২৮, নাজিবউল্লাহ , নবি ১৭, রশিদ ০, মুজিব ০, ইয়ামিন ৫, ফারুকি ০; মুস্তাফিজ ৯.১-০-৩৫-৩, তাসকিন ১০-০-৫৫-২, সাকিব ৯-১-৫০-২, শরিফুল ১০-১-৩৮-২, মিরাজ ১০-৩-২৮-০, মাহমুদউল্লাহ ১-০-৪-১)

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২১৯/৪ (তামিম ৮, লিটন ১, সাকিব ১০, মুশফিক ৩, ইয়াসির ০, মাহমুদউল্লাহ ৮, আফিফ ৯৩*, মিরাজ ৮১*; ফারুকি ১০-১-৫৪-৪, মুজিব ১০-০-৩২-১, ইয়ামিন ৫-০-৩৫-০, রশিদ ১০-১-৩০-১, নবি ১০-১-৩২-০, গুলবাদিন ৩.৫-০-২৫-০)

প্লেয়ার অব দ্য ম্যাচ : মেহেদী হাসান মিরাজ

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ