1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অং লি করবেন ‘ক্লিওপ্যাট্রা’

অরুণ শঙ্কর চৌধুরী (এএফপি)২১ জানুয়ারি ২০১৩

অস্কার-জয়ী চিত্রপরিচালক অং লি, যাঁর ‘লাইফ অফ পাই’ এখন বাজার মাত করছে, তিনি বলেছেন যে, তিনি নাকি প্রাচীন মিশরের সুন্দরীশ্রেষ্ঠা রানি ক্লিওপ্যাট্রাকে নিয়ে একটি ছবি করার প্রস্তাব পেয়েছেন৷

Actress Angelina Jolie poses as she arrives at the 18th annual Screen Actors Guild Awards in Los Angeles, California January 29, 2012. REUTERS/Mario Anzuoni (UNITED STATES-Tags: ENTERTAINMENT) (SAGAWARDS-ARRIVALS)
ছবি: Reuters

ক্লিওপ্যাট্রাকে নিয়ে ছবি? মিশরের রানি ক্লিওপ্যাট্রা তো আর নেফারতিতি নন যে, বার্লিনের মিউজিয়ামে তাঁর আবক্ষ মূর্তি রাখা থাকবে৷ কাজেই ক্লিওপ্যাট্রাকে দেখতে কেমন ছিল, তা ভাবতে গেলে কবিকল্পনা আর হলিউডের ছবিই সম্বল৷ এক্ষেত্রে কোনকালের সেই ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা' ছবির এলিজাবেথ টেলরকে মনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক, যিনি তাঁর আমলে হলিউড অভিনেত্রীদের মধ্যে সুন্দরীশ্রেষ্ঠা বলে গণ্য হতেন৷

ক্লিওপ্যাট্রা ছবিতে লিজ টেলরছবি: AP

শেক্সপীয়ারের নাটককে ভিত্তি করে তৈরি হয়েছিল সে ছবি৷ লিজ টেলরের সঙ্গে মার্ক অ্যান্টনির ভূমিকায় ছিলেন রিচার্ড বার্টন স্বয়ং৷ রূপোলি পর্দায় দু'জনের প্রেমটাও জমেছিল অনুরূপ৷ শেষ দৃশ্যে মার্ক অ্যান্টনি স্বহস্তে মরতে চলেছেন৷ ক্লিওপ্যাট্রাকে বললেন: ‘টেক মাই ব্রেথ অ্যাওয়ে', তুমি আমার শ্বাস কেড়ে নাও৷ ক্লিওপ্যাট্রা তাই করলেন: একটি শেষ চুম্বনে অ্যান্টনির জীবন শেষ হয়ে গেল৷

এবার সোনি এন্টারটেইনমেন্ট জুলিয়াস সিজারের প্রেয়সী তথা মার্ক অ্যান্টনির প্রেমিকা সেই ক্লিওপ্যাট্রাকে নিয়ে নতুন ক্ল্যাসিক তৈরি করতে চলেছে, এবং তার নায়িকার খোঁজ করতে গিয়ে – রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, ‘মরব নাকো নিপুণিকা, চতুরিকার শোকে৷ তারা সবাই অন্য নামে আছেন মর্তলোকে৷' নতুন ক্লিওপ্যাট্রা ছবির ক্ষেত্রে সেই নামটি হল হাল আমলের সুন্দরীশ্রেষ্ঠা অ্যাঞ্জেলিনা জোলির৷

জোলি স্বয়ং নাকি অং লিকে টেলিফোন করে অনুরোধ করেছেন ছবিটি পরিচালনা করার৷ ‘অ্যাকিলিস'-এ ব্র্যাঞ্জেলিনা জুটির ব্র্যাড পিটকে যাঁদের মনে আছে, তাঁরা ভাববেন: সেকালের রিচার্ড বার্টনের মতো মার্ক অ্যান্টনির ভূমিকায় এবার জোলির স্বামী ব্র্যাড পিটকে রাখলে কেমন হয়? যদিও সেরকম কোনো কথা এযাবৎ শোনা যায়নি৷

নতুন ক্লিওপ্যাট্রা অ্যাঞ্জেলিনা জোলিছবি: dapd

তাইওয়ানি-মার্কিন চিত্রপরিচালক অং লি, যার থ্রি-ডি ‘লাইফ অফ পাই' ১১টি অস্কারের মনোনয়ন পেয়েছে, তিনি জোলির টেলিফোন পাবার পর বলেছেন: ‘‘আমারা পরষ্পরকে খুই অ্যাডমায়ার করি....প্রোজেক্টটাও খুব আকর্ষণীয়৷ এটা একটা বড় বাজেটের ছবি, কাজেই আমি ব্যাপারটা ভেবে দেখছি৷....তবে এটা একটা বিরল সুযোগও বটে৷ কাজেই আমি সম্ভবত প্রস্তাবে সম্মত হব৷''

মুশকিল একটাই: ক্লিওপ্যাট্রাকে থ্রি-ডি অ্যাকশনে দেখে মার্ক অ্যান্টনি না আবার ঘাবড়ে যান!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ