দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ এবং জনগণকে তথ্য জানানোর জন্য একটি অ্যাপ তৈরি করে নির্বাচন কমিশন৷ কিন্তু অ্যাপটিতে বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্তও ভোটের ফলের কোনো আপডেট দেখা যাচ্ছে না৷
বিজ্ঞাপন
সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা ২টা এবং বিকেল ৪টায় কেন্দ্রের তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে জানানোর কথা প্রিসাইডিং অফিসারদের৷ কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সকাল ১০টায় তথ্য দেওয়ার পর আর অ্যাপে তথ্য দিতে পারছেন না প্রিসাইডিং অফিসাররা৷
৪ জানুয়ারি নির্বাচন কমিশনের জারি করা একটি পরিপত্রে ভোটের দিন প্রতি দুই ঘণ্টার ব্যবধানে প্রদত্ত ভোটের শতকরা হার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দল ও আসনভিত্তিক ফলাফল 'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি' অ্যাপের মাধ্যমে জানানোর কথা৷ কিন্তু ভোটার উপস্থিতি তো দূরের কথা, ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পরও ফলাফলের কোনো তথ্য দেখা যাচ্ছে না অ্যাপটিতে৷
ইসির সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেন ও জার্মানিসহ তিনটি দেশ থেকে নির্বাচন কমিশনের "স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি” নামের অ্যাপে সাইবার হামলা চালানো হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ইসি সচিবকে উদ্ধৃত করেছে এইভাবে, "ইউক্রেন, জার্মানিসহ আরেকটি দেশ থেকে এই অ্যাপটিকে স্লো করে দেওয়া হয়৷ আমাদের টিম সারা রাত কাজ করেছে, এখনও করতেছে এটি সচল রাখতে৷ একটু স্লো থাকলেও এখন এটা চলছে৷”
৬ জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে সাইবার হামলা হতে পারে, এমন আশঙ্কায় সব কর্মকর্তাকে সতর্ক করে দিয়েছিল ইসি৷
নির্বাচনে দেশজুড়ে সংঘর্ষ-সহিংসতা
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি জেলায় সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ নৌকার একজন সমর্থক নিহত হয়েছেন৷ ঘটেছে গুলিবিদ্ধ, আহত হওয়ার ঘটনা৷ ছবিঘরে থাকছে বিস্তারিত...
ছবি: AFP
মুন্সিগঞ্জ: নৌকার সমর্থককে হত্যা
মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি৷ মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের৷ ছবিতে মরদেহ ঘিরে থাকা মানুষের জটলা দেখা যাচ্ছে৷
ছবি: Raihan Sakib
টাঙ্গাইল-২: ব্যালট বাক্সে আগুন মারামারি
টাঙ্গাইল-২ আসনের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ এ সময় তাদের হামলায় দুই আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে মারামারির ঘটনাও ঘটেছে৷
ছবি: S. A. Mamun
পটুয়াখালী-৪: নৌকার উপর ঈগলের হামলা
পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট গ্রহণ চলাকালে টিয়াখালীর দুটি ভোটকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে৷ দ্বীন ই ইলাহী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর নৌকার সমর্থকেরা ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়৷
ছবি: Jakaria Hridoy
চট্টগ্রাম-১০: পিস্তল নিয়ে ভোটকেন্দ্রে
চট্টগ্রামে ভোটকেন্দ্রে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে দেখা গেছে এক যুবককে৷ সকাল ১১টার দিকে খুলশী এলাকায় পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে৷ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম৷ তিনি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত৷
ছবি: Jamshed Chowdhury
চট্টগ্রাম-১০: সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ
খুলশী-পাহাড়তলী আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে দুইজন গুলিবিদ্ধ হন৷
ছবি: Jamshed Chowdhury
চট্টগ্রাম-৮: সংঘর্ষ
চট্টগ্রাম-৮ আসনে ভোট বর্জনকারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে৷ চান্দগাঁও মৌলভী পুকুর পাড়ে এই ঘটনা ঘটে৷