1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘জার্মান ট্রেড শো’

৪ অক্টোবর ২০১১

চলতি মাসে জার্মানি সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর জার্মানির রাষ্ট্রপতি বাংলাদেশে আসছেন নভেম্বরে৷ জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল এ তথ্য দিয়ে বলেন, বাংলাদেশ-জার্মানির সম্পর্ক এখন অনেক সৌহার্দ্যপূর্ণ৷

জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েলছবি: DW/ Harun Ur Rashid Swapan

সোমবার ছিল দুই জার্মানি এক হওয়ার ২১ বছর পূর্তি ৷ আর এমন দিনে ‘জার্মান ট্রেড শো'-কে সামনে রেখে ঢাকায় আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের৷ সেখানে জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল ছিলেন বেশ আবেগ আপ্লুত৷ তিনি জানান, বাংলাদেশ ও জার্মানির সম্পর্কের একটি মাহেন্দ্রক্ষণ এখন৷ ঢাকায় আগামী ২৭ থেকে ২৯শে অক্টোবর দ্বিতীয় বারের মতো অনুষ্টিত হবে ‘জার্মান ট্রেড শো'৷ তাছাড়া, এই মাসেই জার্মানি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ আর জার্মানির রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করবেন আসছে নভেম্বরে৷ যা এই দুই দেশের মধ্যকার সম্পর্কে নতুন দুয়ার খুলে দেবে, জানান হলগার মিশায়েল৷

সংবাদ সম্মেলনে বাংলাদেশ-জার্মান চেম্বারের সভাপতি সাইফুল ইসলাম বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ছে৷ এখন দু'দেশের মধ্যে ব্যবসার পরিমান প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে৷

জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এবারের ট্রেড শো-তে জার্মান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মনোভাব বোঝা সহজ হবে৷ তাঁরা চান বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য ব্যবসা করতে৷ আর তার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য৷

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ‘জর্মান ট্রেড শো'-তে ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে৷ এছাড়া, ৩ দিনে অনুষ্ঠিত হবে ২৫টি সেমিনার ও আলোচনা-সভা৷ এতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে জার্মানির বিশেষজ্ঞ ভল্ফগাং ক্রামার অংশ নেবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ