অক্টোবরফেস্ট শেষ হয়ে গেছে৷ বরাবরের মতো এবারও ৬ মিলিয়নের বেশি মানুষ মিউনিখে বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবে অংশ নিয়েছেন৷ তাদের বিয়ার পরিবেশনের দায়িত্বে পুরুষদের পাশাপাশি ছিলেন নারীরাও৷
বিজ্ঞাপন
মিউনিখের অক্টোবরফেস্টে প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা করে কাজ করেছেন একেকজন নারী ওয়েট্রেস৷ এই পুরোটা সময় বলতে গেলে দাঁড়িয়ে কিংবা হেঁটে কাটিয়েছেন তারা৷ আর বহন করেছেন অগুনতি বড় বড় বিয়ারের গ্লাস৷
মাইক্রোব্লগিং সাইট টুইটারে অক্টোবরফেস্টের ওয়েট্রেস বা পরিচারিকাদের ছবি প্রকাশ করেছেন অনেকে৷ ইংরেজিতে #অক্টোবরফেস্ট হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা এসব ছবির সঙ্গে রয়েছে অনেকের অভিজ্ঞতার কথাও৷
টুইটার ব্যবহারকারী ক্রিস্টিয়েন কিরন টুইটারে পোস্ট করেছেন ওয়েট্রেস বালি এবং আনিকার ছবি৷ অক্টোবরফেস্টের ১৮১তম আয়োজনের শুরুর দিন তোলা হয়েছে ছবিটি৷
এএফপি ফটো সাংবাদিক ফ্রিডেরিক জেফার টুইটারে অক্টোবরফেস্টের একটি ছবি পোস্ট করেছেন৷ ছবিতে অক্টোবরফেস্টে বিয়ার পরিবেশনরত এক নারীকে দেখা যাচ্ছে৷
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবের এক বিশেষ পোশাক হচ্ছে ডিয়র্নন্ডেল৷ তাই অক্টোবরফেস্টে উপস্থিত ওয়েট্রেসরা যেমন এই পোশাক পরেন, তেমনি যেসব নারী সেখানে যান তাদের পরনেও থাকে জার্মানির ঐতিহ্যবাহী এই পোশাক৷
‘অক্টোবরফেস্ট’-এ নজর কাড়বেন যেভাবে
অক্টোবরফেস্ট এখন এক বৈশ্বিক উৎসব৷ তবে মূল আয়জনটা হয় জার্মানির মিউনিখে৷ বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবের রয়েছে বিশেষ পোশাক, রীতিনীতি৷ চলুন এই উৎসবে নজর কাড়ার কিছু উপায় জেনে নেই৷
ছবি: dapd
ঐতিহ্যবাহী পোশাক
‘ড্রিন্ডেল’ এবং ‘লেডারহোসে’ জার্মান পোশাক হিসেবে গোটা বিশ্বেই পরিচিত৷ তবে অক্টোবরফেস্টে শুধু জার্মানরাই তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরে না৷ ছবির এই দলটিতে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স এবং চেক প্রজাতন্ত্রের নাগরিকরা৷ তবে পোশাকে তাঁরা জার্মানই বটে!
ছবি: DW/I. Moog
পুরনো স্টাইলে ফেরা
কয়েক বছর আগে কাউকে ড্রিন্ডেল পরতে দেখলে বাকিরা ভ্রুকুটি করতেন৷ এখন আবার ড্রিন্ডেল গুরুত্ব পেতে শুরু করেছে৷ বিশেষ করে অক্টোবরফেস্ট চলাকালে বিভিন্ন রং, সুতার এবং স্টাইলের ড্রিন্ডেল সব জায়গায় কিনতে পাওয়া যায়৷
ছবি: cc - Florian Schott
ক্ল্যাসিক সংস্করণ
আপনি ঐতিহ্যবাহী, আধুনিক কিংবা কালো রংয়ের ড্রিন্ডেল কিনতে পারেন৷ তবে এগুলোর সঙ্গে মানানসই রঙিন ‘অ্যাপ্রন’ বেছে নিতে হবে৷ আর তখনই পোশাকটি পূর্ণতা পায়৷
ছবি: Getty Images
খরচ আছে
ড্রিন্ডেল যে শুধু দেখতে সুন্দর তা নয়, দামিও৷ মোটামুটি মানের একটি ড্রিন্ডেল কিনতে খরচ হয় ৮০ থেকে ১০০ ইউরো৷ চাইলে আরো দামি পোশাকও কিনতে পারেন৷ এমনকি সিল্কের এবং আসল ‘সোয়ারভস্কি’ পাথর দিয়ে সাজানো ড্রিন্ডেলও রয়েছে৷ তবে সেগুলোর দাম এক লাখ ইউরোর মতো৷
ছবি: Getty Images
আফ্রিকান ড্রিন্ডেল
এই পোশাক জার্মানির দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী হতে পারে৷ তবে ডিজাইনাররা এটির একটি আন্তর্জাতিক রূপ দেয়ার চেষ্টা করছেন৷ মিউনিখের ‘নো নি’ কোম্পানি ছবির এ সব ড্রিন্ডেলে ব্যবহার করেছেন আফ্রিকার কাপড়৷
ছবি: Dirndl à l´Africaine
দৃষ্টি আকর্ষক
ড্রিন্ডেল বাছাইয়ের পর এর সঙ্গে মানানসই অন্তর্বাস ঠিক করতে হবে আপনার৷ অক্টোবরফেস্টের মৌসুমে বিভিন্ন দোকানে ড্রিন্ডেলের সঙ্গে পরার বিশেষ অন্তর্বাস পাওয়া যায়৷ ড্রিন্ডেল কার্যত যে কারণে বিখ্যাত, সেটা ফুটিয়ে তুলতে এ সব অন্তর্বাস বিশেষ গুরুত্বপূর্ণ৷
ছবি: dapd
এটাও কি দরকার?
শুধু পোশাক নয়, অক্টোবরফেস্টের সাজে সাজতে চাইলে এর সঙ্গে মানানসই অনুসঙ্গও জরুরি৷ যেমন এই কানের দুলটি দেখুন৷ বিখ্যাত হৃদয়াকৃতির ‘জিঞ্জারব্রেড’-এর আদলে তৈরি এই রিং অনেকেই পরেন৷
ছবি: picture-alliance/dpa/F. Leonhardt
মোবাইল জিঞ্জারব্রেড
নিজে এত সুন্দর করে সাজবেন আর সঙ্গের মোবাইলটিকে নগ্ন রাখবেন – তা কি হয়? বরং মোবাইলের জন্য বেছে নিতে পারেন জিঞ্জারব্রেড পোশাক৷ তবে অক্টোবর ফেস্টে মোবাইল ব্যবহার খুব একটা সহজ নয়৷ অনেক মানুষের ভিড়ের কারণে সেখানে সহজে ‘সিগনাল’ পাওয়া যায় না৷
ছবি: Prag Agency
চর্চাটা আগেভাগেই শুরু হোক
এমনকি অক্টোবরফেস্টের সবচেয়ে কম বয়সি দর্শনার্থীও পোশাক সম্পর্কে সচেতন৷ ছবির ছেলেটি ঐতিহ্যবাহী পোশাকের প্যারেডে অংশ নিয়েছে, যা অক্টোবর ফেস্টের একটি অংশ৷ প্রতিবছর গড়ে ৬০ লাখ মানুষ মিউনিখের এই উৎসবে হাজির হন৷
ছবি: picture-alliance/dpa
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
পোশাক নিয়ে তো অনেক কথাই হলো৷ অক্টোবরফেস্টে যে কারণে যাবেন, সেটার কথা আবার ভুলে যাবেন না যেন৷ সেটা হলো ‘বিয়ার’৷ মিউনিখের অক্টোবরফেস্টে গিয়ে ‘ওয়েট্রেসকে’ সংক্ষেপে ‘কোল্ড লাইট ওয়ান’ বললেই তিনি বুঝে যাবেন যে, আপনি কী চাচ্ছেন৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
পুরুষের পাশাপাশি অক্টোবরফেস্টে অংশ নেয়া অনেক নারীও টুইটারে ছবি পোস্ট করেছেন৷ এদেরই একজন এমি টেলর৷ ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আমার মাথার চেয়েও বড় গ্লাস৷''
আর পশুপ্রেমী অ্যাঞ্জেলা লরেন তাঁর সঙ্গিনীর সঙ্গে এই ছবিটি শেয়ার করেছেন #অক্টোবরফেস্ট হ্যাশট্যাগ ব্যবহার করে৷
ডাবলিনের বাসিন্দা ফে মার্সিডিজ মোরান নিজের বিয়ার পানের সক্ষমতা আবিষ্কার করেছেন অক্টোবরফেস্টে৷ টুইটারে সে কথা অকপটে স্বীকারও করেছেন তিনি৷
উল্লেখ্য, অক্টোবরফেস্টের জন্ম জার্মানির বাভেরিয়া রাজ্যের মিউনিখে হলেও এটি এখন আর শুধু জার্মানিতে সীমাবদ্ধ নেই৷ বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব ছড়িয়ে পড়েছে৷ বাংলাদেশ এবং ভারতেও অক্টোবরফেস্ট আয়োজন করা হয়৷