1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিচারিকাদের কথা

আরাফাতুল ইসলাম৬ অক্টোবর ২০১৪

অক্টোবরফেস্ট শেষ হয়ে গেছে৷ বরাবরের মতো এবারও ৬ মিলিয়নের বেশি মানুষ মিউনিখে বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবে অংশ নিয়েছেন৷ তাদের বিয়ার পরিবেশনের দায়িত্বে পুরুষদের পাশাপাশি ছিলেন নারীরাও৷

Deutschland Oktoberfest in München Bier im Hofbräuhaus
ছবি: dapd

মিউনিখের অক্টোবরফেস্টে প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা করে কাজ করেছেন একেকজন নারী ওয়েট্রেস৷ এই পুরোটা সময় বলতে গেলে দাঁড়িয়ে কিংবা হেঁটে কাটিয়েছেন তারা৷ আর বহন করেছেন অগুনতি বড় বড় বিয়ারের গ্লাস

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অক্টোবরফেস্টের ওয়েট্রেস বা পরিচারিকাদের ছবি প্রকাশ করেছেন অনেকে৷ ইংরেজিতে #অক্টোবরফেস্ট হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা এসব ছবির সঙ্গে রয়েছে অনেকের অভিজ্ঞতার কথাও৷

টুইটার ব্যবহারকারী ক্রিস্টিয়েন কিরন টুইটারে পোস্ট করেছেন ওয়েট্রেস বালি এবং আনিকার ছবি৷ অক্টোবরফেস্টের ১৮১তম আয়োজনের শুরুর দিন তোলা হয়েছে ছবিটি৷

এএফপি ফটো সাংবাদিক ফ্রিডেরিক জেফার টুইটারে অক্টোবরফেস্টের একটি ছবি পোস্ট করেছেন৷ ছবিতে অক্টোবরফেস্টে বিয়ার পরিবেশনরত এক নারীকে দেখা যাচ্ছে৷

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবের এক বিশেষ পোশাক হচ্ছে ডিয়র্নন্ডেল৷ তাই অক্টোবরফেস্টে উপস্থিত ওয়েট্রেসরা যেমন এই পোশাক পরেন, তেমনি যেসব নারী সেখানে যান তাদের পরনেও থাকে জার্মানির ঐতিহ্যবাহী এই পোশাক৷

পুরুষের পাশাপাশি অক্টোবরফেস্টে অংশ নেয়া অনেক নারীও টুইটারে ছবি পোস্ট করেছেন৷ এদেরই একজন এমি টেলর৷ ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আমার মাথার চেয়েও বড় গ্লাস৷''

আর পশুপ্রেমী অ্যাঞ্জেলা লরেন তাঁর সঙ্গিনীর সঙ্গে এই ছবিটি শেয়ার করেছেন #অক্টোবরফেস্ট হ্যাশট্যাগ ব্যবহার করে৷

ডাবলিনের বাসিন্দা ফে মার্সিডিজ মোরান নিজের বিয়ার পানের সক্ষমতা আবিষ্কার করেছেন অক্টোবরফেস্টে৷ টুইটারে সে কথা অকপটে স্বীকারও করেছেন তিনি৷

উল্লেখ্য, অক্টোবরফেস্টের জন্ম জার্মানির বাভেরিয়া রাজ্যের মিউনিখে হলেও এটি এখন আর শুধু জার্মানিতে সীমাবদ্ধ নেই৷ বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব ছড়িয়ে পড়েছে৷ বাংলাদেশ এবং ভারতেও অক্টোবরফেস্ট আয়োজন করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ