1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোবরফেস্টে বিয়ার পান কমছে

৭ অক্টোবর ২০১৯

অক্টোবরফেস্টে গত বছরের তুলনায় এবার বিয়ার পানের পরিমাণ কমেছে৷ তবে এবারও মেলায় প্রায় ৬৫ লাখ দর্শনার্থী হাজির হয়েছিলেন৷ রবিবার শেষ হওয়া জার্মানির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিতে গিয়ে বেশ কয়েকজন গাড়িচালক লাইসেন্স হারিয়েছেন৷

Deutschland | Oktoberfest 2019
ছবি: DW/V. Dirmaier

জার্মানির বিশ্বখ্যাত বিয়ার পানের উৎসব অক্টোবরফেস্ট রবিবার শেষ হয়েছে৷ পুলিশ বলছে, এবারের উৎসব শান্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে৷ অর্থাৎ, শাস্তিযোগ্য অপরাধ আগের তুলনায় কম ছিল৷

ষোলদিনব্যাপী উৎসবে পুলিশ ডাকার ঘটনা অবশ্য আগের তুলনায় বেড়েছে৷ তবে সেটাকে ইতিবাচকভাবেই দেখছে কর্তৃপক্ষ, কেননা, অনেকক্ষত্রে আগেভাবে পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি৷

তবে চলতি বছর সবচেয়ে বড় বিড়ম্বনার শিকার হয়েছেন গাড়ি চালকরা৷ জার্মানিতে মাসকয়েক আগে চালু হওয়া দুই চাকার ই-স্কুটার চালাতে গিয়ে অনেকে লাইসেন্স হারিয়েছেন, কারণ, তারা তখন মাতাল ছিলেন৷ জার্মানিতে মাতাল অবস্থায় গাড়ি চালানো নিষিদ্ধ৷ পুলিশ জানিয়েছে, মোট ৪১৪ জনকে মদ্যপ অবস্থায় ই-স্কুটার চালানোর সময় ধরা হয়েছে৷ তাদের মধ্যে ২৫৪ জনের গাড়ি চালানোর লাইসেন্স তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে৷

মিউনিখ পুলিশ জানিয়েছে যে, অনেকে স্কুটারকে একটি লাইফস্টাইল পণ্য বা খেলনা হিসেবে বিবেচনা করেছেন, এবং সেই অনুযায়ী সেটিকে ব্যবহার করতে চেয়েছেন৷

আদতে ই-স্কুটার কোনো খেলনা নয়৷ বরং পুলিশ সেটিকে একটি বাহন হিসেবেই বিবেচনা করছে৷ ফলে মদ্যপ অবস্থায় সেটি চালানোকেও অপরাধ হিসেবেই বিবেচনা করা হয়েছে৷

শুধু ই-স্কুটারই নয়, মদ্যপ অবস্থায় সাধারণ গাড়ি চালানোর সময়ও বেশ কয়েকজনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাদের মধ্যে ২১৫ জনের লাইসেন্স জব্দ করা হয়েছে৷

এবছর অবশ্য গতবারের তুলনায় বিয়ার বিক্রি কম হয়েছে৷ কমেছে পকেটমারের ঘটনাও৷ পুলিশ মনে করছে, উৎসবস্থলে সিসিটিভি ক্যামেরা থাকায় চুরির মতো অপরাধ আগের চেয়ে কমে গেছে৷ এছাড়া যৌন হয়রানির ঘটনাও বেশি প্রকট আকার ধারণ করতে পারেনি ইউনিফর্ম এবং সাদা পোশাকের পুলিশের সার্বক্ষণিক নজরদারির কারণে৷

টিমোথি জোনস /এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ