1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোবরফেস্টে নিশ্ছিদ্র নিরাপত্তা

১৯ সেপ্টেম্বর ২০১৬

অন্যান্যবার রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই হৈ হৈ করে শুরু হয়ে যেত বিশ্বখ্যাত বিয়ার ফেস্টিভাল ‘অক্টোবারফেস্ট'৷ কিন্তু কোথায় কী? প্যারিস-ব্রাসেলস-নিসের পর ভ্যুয়র্ৎসবুর্গ ও আন্সবাখের হামলা যেন নাড়িয়ে দিয়েছে বাভেরিয়ার ভিত৷

অক্টোবরফেস্ট
ছবি: Reuters

এ বছর ১৮৩ বছরে পা দিয়েছে বিশ্বের বৃহত্তম এই বিয়ার উৎসব৷ তাই সাজগোজ, আলোর রোশনাই আরেকটু বেশিই আশা করেছিল সবাই৷ কিন্তু ইউরোপে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় ভীত-সন্ত্রস্ত বাভেরিয়া৷ পর্যটকদের সুরক্ষার কথা চিন্তা করে এবার তাই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে মিউনিখ, গোটা মেলাপ্রাঙ্গণ জুড়ে৷

বিশাল এই তাঁবুর প্রতিটি দরজায় বসানো হয়েছে পুলিশ-পোস্ট৷ মেট্রোতে ওঠা-নামার সিঁড়ির সামনে চলছে নজরদারি৷ শুধু তাই নয়, পথে-ঘাটে, তাঁবুর সর্বত্র বসানো হয়েছে সিসিটিভি-ক্যামেরা, চলছে যত্রতত্র তল্লাসিও৷ পর্যটকদের বলা হচ্ছে, বড় ব্যাকপ্যাক আনা যাবে না, ট্রলি তো দূরের কথা৷ এর ফলে মানুষের মনে একটা ত্রাসের যেমন সৃষ্টি হলেও ভিড় হচ্ছে অসম্ভব৷

কিন্তু এছাড়া আর উপায়ও নেই৷ আসলে অক্টোবরফেস্ট বিয়ার পান করার উৎসব বলে পরিচিত হলেও, বিয়ার পানের পাশাপাশি বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখাসাক্ষাৎ, আড্ডা, হৈ চৈ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন আমোদপ্রিয় মানুষ৷ তাছাড়া যে কোনো মেলার চরিত্র যেমন হয়, তেমনি রঙ্গব্যঙ্গ থেকে নাগরদোলা, নানারকম খাবার-দাবার, জাদুর আসর – সবকিছুরই ব্যবস্থা থাকে অক্টোবরফেস্টে৷ তাই এমন ভিড়ে জঙ্গি হামলার আশঙ্কা থাকাটাই স্বাভাবিক৷

For the love of beer

00:49

This browser does not support the video element.

তারপরও শুধুমাত্র বিয়ারের প্রেমে প্রতিবারের মতো এবারো অক্টোবরফেস্টে যোগ দিয়েছে দেশ-বিদেশের প্রায় ৬ মিলিয়ন মানুষ৷ রঙিন পোশাক পরে, হাতে হাতে বিয়ারের গ্লাস নিয়ে মেতেছে উৎসবে৷

ডিজি/এসিবি

বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ