এ বছর ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে না, সম্প্রতি ছড়িয়ে পড়া এ খবর সঠিক নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল৷ আগামী অক্টোবর-নভেম্বরেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে রয়টার্সকে জানিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার আইসিসি বোর্ডের সভায় এ বিষয়ে আরো আলোচনা হবে৷
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর টিটোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না বলে সম্প্রতি ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়৷ বলা হয়, এবারের আসরটি পিছিয়ে ২০২২-এ নিয়ে যাওয়া হচ্ছে৷
এতে ক্রিকেট অঙ্গন জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়৷ ক্রিকেটভক্তরা সামাজিক গণমাধ্যমে তাদের হতাশার কথা জানান৷
অস্ট্রেলিয়াতে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷
‘‘আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেবার কোন সিদ্ধান্ত নেয়নি৷ নির্দিষ্ট সময়ে অস্ট্রেলিয়ায় তা অনুষ্ঠিত হবার জন্য পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতিও চালু আছে,’’ সংস্থাটির একজন মুখপাত্র বলে রয়টার্সকে৷
তিনি আরো বলেন, ‘‘কাল (বৃহস্পতিবার) আইসিসির বোর্ড সভায় এটি একটি এজেন্ডা এবং সে অনুযায়ীই আমরা সিদ্ধান্ত নেব৷’’
২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই টুর্নামেন্টের আয়োজক৷ প্রতি দুই বছর পর পর এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও ২০১৮ সালের বিশ্বকাপটি পিছিয়ে ২০২১ সালে নিয়ে আসা হয়েছিল৷
জেডএ/কেএম (রয়টার্স)
গতবছরের ৪ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...
যেমন গেল বাংলাদেশের বিশ্বকাপ
বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় সেমি-ফাইনালে উঠার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে বাংলাদেশের৷ নয় ম্যাচে তিন জয় ও চার হার দিয়ে শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ মিশন৷ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে একটি খেলা৷
ছবি: Reuters/J. Sibley
পাকিস্তানের কাছে হেরে শেষ
গ্রুপ পর্যায়ের নবম ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানের বড় ব্যবধানে হেরে শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন৷ টস জিতে শুরুতে ব্যাট করে ৩১৫ রানের লক্ষ্য দেয় পাকিস্তান৷ জবাবে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে ২২১ রান তুলে শেষ হয় টাইগারদের ইনিংস৷
ছবি: Action Images via Reuters/P. Childs
সাউথ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয়
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় সাউথ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ৷ আগে ব্যাট করে ৩৩১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ৷ জবাবে ৫০ ওভারে ৩০৯ রান তুলতে পারে সাউথ আফ্রিকা৷ ব্যাট হাতে ৭৫ রান এবং বোলিংয়ে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷
ছবি: Getty Images/AFP/I. Kington
নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হার
শুরুতে ব্যাটিং করে ২৪৪ রান তোলে বাংলাদেশ৷ ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৭ ওভার ১ বলে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড৷ ব্যাট হাতে ৮৫ রান তুলে ম্যাচ সেরা হন রস টেইলর৷
ছবি: Getty Images/D. Rogers
ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের হার
৩৮৭ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড৷ জবাবে ৪৮ ওভার ৫ বলে ২৮০ রান করে অলআউট হয়ে যায় টাইগাররা৷ ১৫৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জেসন রয়৷
ছবি: Reuters/J. Sibley
বৃষ্টিতে পরিত্যক্ত
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ৷ ব্রিস্টলের ওই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের মধ্যে৷
ছবি: DW/A. Islam
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয়
গ্রুপ পর্যায়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ৷ শুরুতে ব্যাট করে ৫০ ওভারে ৩২১ রান তোলে ক্যারিবিয়ানরা৷ জবাবে ৫১ বল বাকি থাকতে ৩ উইকেটে ৩২২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ৷ ব্যাট হাতে অপরাজিত ১২৪ রান এবং বল হাতে ২ উইকেট তুলে ম্যাচ সেরা হন সাকিব আল হাসান৷
ছবি: Getty Images/AFP/S. Khan
অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হার
নটিংহামে ৫ উইকেটে ৩৮১ রান তোলে অস্ট্রেলিয়া৷ জবাবে ৮ উইকেটে ৩৩৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ৷ ১৬৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার৷
ছবি: Getty Images/AFP/P. Ellis
আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে জয়
সাউদাম্পটনে ৭ উইকেটে ২৬১ রান করে বাংলাদেশ৷ জবাবে ৪৭ ওভারেই গুটিয়ে যায় আফগানিস্তান৷ ব্যাট হাতে ৫১ রান আর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব আল হাসান৷
ছবি: Getty Images/A. Davidson
ভারতের কাছে ২৮ রানে হার
ভারতের বিপক্ষে বহু আকাঙ্ক্ষার ম্যাচে ২৮ রানে হেরে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয় বাংলাদেশের৷ শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১৪ রান তোলে ভারত৷ জবাবে ৪৮ ওভারে ২৮৬ রান তুলে গুটিয়ে যায় বাংলাদেশ৷ ১০৪ রানের একটি ইনিংস খেলায়ম্যান অব দ্য ম্যাচ হন রোহিত শর্মা৷