1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোবর ফেস্টের উপর বিমান ওড়া নিষেধ

২৭ সেপ্টেম্বর ২০০৯

সংসদীয় নির্বাচনের আগে একটির পর একটি সন্ত্রাসী ভিডিও’তে জার্মানিতে হামলা চালানোর হুমকি দেওয়া হচ্ছে৷ কর্তৃপক্ষ সজাগ, কিন্তু সন্ত্রস্ত নন৷ ওদিকে সাবধানতাবশত কিছু কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

জার্মানির বিরুদ্ধে আল কায়দার ভিডিও হুমকিছবি: picture alliance / dpa

যেমন মিউনিখের প্রখ্যাত অক্টোবর ফেস্ট নামধারী হৈমন্তী মেলার উপর দিয়ে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা৷ বস্তুত বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণের উপর দিয়ে একটি বড় আকারের বিজ্ঞাপনী বিমান বেশ কিছুক্ষণ ধরে চক্কর দেওয়ায় মেলায় আগতরা চঞ্চল হয়ে পড়েন৷ সেই কারণেই নিষেধাজ্ঞা৷ কিন্তু এ’ও ঠিক যে জার্মানিকে লক্ষ্য করে তালেবানের একটি হুমকির ভিডিও’তে জার্মানির অপরাপর বড় শহরের পরিচিত স্থানগুলির সঙ্গে অক্টোবর ফেস্টেরও ছবি দেখানো হয়েছে৷ কাজেই ইসলামপন্থীদের একটানা হুমকি থেকে সরকারি কিংবা জনতার পর্যায়ে কোনো আতঙ্ক না থাকলেও, দুশ্চিন্তা যে একেবারে নেই, তা বলা চলে না৷ এবং সেটাই তো আল কায়দা এবং তালেবানের উদ্দেশ্য, বিশেষত জার্মানিতে এরকম গুরুত্বপূর্ণ একটি সংসদীয় নির্বাচনের প্রাক্কালে৷

একের পর এক হুমকি

শুক্রবার খোদ আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের একটি অডিও বার্তা প্রকাশিত হয়, যে বার্তায় আফগানিস্তানে তাদের উপস্থিতির জন্য ইউরোপীয়দের উপর প্রতিশোধ নেবার হুমকি দেওয়া হয়েছে৷ এছাড়া তালেবানের একটি ভিডিও আবির্ভূত হয়৷ ভিডিও’তে আইয়ুব নামধারী এক যোদ্ধা বলছে যে আফগানিস্তানে জার্মান সৈন্যদের অভিযানের ফলেই জার্মানি আক্রমণের লক্ষ্য হিসেবে মুজাহিদিনদের পক্ষে আকর্ষণীয় হয়ে উঠেছে৷ এই তালেবান ভিডিওটিকে সাচ্চা বলেই মনে করছেন জার্মান কর্তৃপক্ষ৷ এবং সেই ভিডিও’য় সম্ভাব্য সন্ত্রাসী আক্রমণের লক্ষ্য হিসেবে বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণ, হামবুর্গের মুখ্য রেলওয়ে স্টেশন, মিউনিখের অক্টোবর ফেস্ট, কোলোনের ক্যাথিড্রাল এবং ফ্রাঙ্কফুর্টের ব্যাঙ্ক এলাকার ছবি দেখানো হয়েছে৷ - এছাড়াও আছে জার্মানির বন শহরের ইসলামি সন্ত্রাসী বেক্কাই হারাশের বিগত সাতদিনে তিনটি ভিডিও-অডিও হুমকি৷ সব মিলিয়ে সংসদীয় নির্বাচনের আগে জার্মানির বিরুদ্ধে আল কায়দা এবং তালেবানের যে একটা প্রোপাগান্ডা অভিযান শুরু হয়েছে, তা’তে কোনো সন্দেহ নেই৷

সতর্কতা, কিন্তু আতঙ্ক নয়

জার্মান পুলিশকর্মীদের শ্রমিক সংগঠনের সভাপতি কনরাড ফ্রেইবের্গ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বটে, কিন্তু যুগপৎ বলেছেন, মানুষজন যেন আতঙ্কিত না হয়ে পড়ে৷ সন্ত্রাসীরা যেন হুমকির মাধ্যমেই তাদের মতলব হাসিল না করতে পারে৷ - ওদিকে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, অতীতেও এ’ সব হুমকি স্রেফ প্রোপাগান্ডা বলে প্রমাণিত হয়েছে৷ ২০০৪ সালে মাদ্রিদে ট্রেনে বোমাবাজির পরে স্পেনে সংসদীয় নির্বাচনের উপর সেই সন্ত্রাসের যে প্রভাব পড়েছিল, সেই থেকেই সন্ত্রাসীরা নির্বাচনের আগে এই হুমকির পন্থাটা আবিষ্কার করেছে৷ কিন্তু বাস্তবে কোনো বড় আকারের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রচুর প্রস্তুতি দরকার৷ সে তুলনায় হুমকির ভিডিও তৈরী এবং প্রকাশ করাটা অনেক সহজ কাজ৷

তবুও জার্মান পুলিশ পুরোমাত্রায় সজাগ৷ গত বুধবারেই জার্মানির পাঁচটি রাজ্যে সম্ভাব্য ইসলামপন্থীদের ১৯টি আস্তানায় খানাতল্লাসী চালানো হয়েছে৷ এরা সবাই দৃশ্যত জার্মান বংশোদ্ভূত এবং পরে মুসলমান ধর্ম গ্রহণ করেছে৷ এরা ইয়েমেনের একটি ইসলামপন্থী গোষ্ঠীর জন্য সদস্য সংগ্রহ করার চেষ্টা করছিল বলে সন্দেহ৷ ঐ কেন্দ্রটির নাকি আল কায়দার সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ আছে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ