1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অগমেন্টেড রিয়ালিটির জাদুময় জগত

গাবেল্ট/ভিনৎসেন/এসবি ১৭ আগস্ট ২০১৫

এককালে যা কল্পবিজ্ঞান ছিল, আজ তা বাস্তব হয়ে উঠেছে৷ এমন উদাহরণের অভাব নেই৷ যেমন অগমেন্টেড রিয়ালিটি৷ চারিপাশের বাস্তব জগতের উপর কম্পিউটারে সৃষ্ট একটা স্তর অনেক কাজে লাগতে পারে৷

Augmented Reality
ছবি: Monier/AFP/Getty Images

অগমেন্টেড রিয়ালিটি বা এআর আসলে কম্পিউটার-নিয়ন্ত্রিত এক অলীক জগত৷ ১৯৬৮ সালে এমআইটি-র বিজ্ঞানী আইভান সাদারল্যান্ড এমন একটি ডিসপ্লে ইউনিট তৈরি করেছিলেন, যেটা মাথায় বসানো যায়৷ তখন চোখের সামনে সহজ কিছু নকশা ফুটে ওঠে৷ সেটাই ছিল প্রথম প্রচেষ্টা৷ সে যুগের বিশালাকার কম্পিউটারের পক্ষে এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা ছিল না৷

আজকের স্মার্টফোনের ক্ষমতা সে তুলনায় অনেক বেশি৷ সেটি ব্যবহারকারীর অবস্থান ও দৃষ্টিভঙ্গি জানতে পারে৷ ‘উইকিটিউড' বা ‘লেয়ার'-এর মতো অ্যাপ তার ভিত্তিতে ইন্টারনেট থেকে বাড়তি তথ্য সংগ্রহ করে সেই ‘ভার্চুয়াল' তথ্য থেকে একটা ইমেজ তৈরি করে ফোনেই সেটা ফুটিয়ে তোলে৷ এআর বিশেষজ্ঞ মার্ক মাউরার বলেন, ‘‘ধরুন আমি কোথাও গেছি৷ আমার মোবাইল ফোন জানে, যে আমি সেখানে আছি এবং আগেও গেছি৷ ক্যামেরা দিয়ে ফোন আমাকে হয়ত আইফেল টাওয়ার এবং উইকিপিডিয়া থেকে সংশ্লিষ্ট তথ্য দেখিয়ে দিলো৷''

‘এনহ্যান্সড রিয়ালিটি' সাধারণ মোবাইল গাইডের তুলনায় আরও অনেক কিছু দেখায়ছবি: picture alliance / Photoshot

তবে ‘এনহ্যান্সড রিয়ালিটি' সাধারণ মোবাইল গাইডের তুলনায় আরও অনেক কিছু দেখায়৷ বাস্তব জগতের নানা জায়গার সঙ্গে আরও নানা সংশ্লিষ্ট তথ্য জুড়ে দেওয়া হচ্ছে৷ ইন্টারনেট হয়ে উঠছে ‘আউটারনেট'৷ এআর গবেষক উলরিশ বকহল্ট বলেন, ‘‘আমার বিশ্বাস, ডিজিটাল জগত আরও বেশি করে থ্রিডি তথ্যের জায়গা হয়ে উঠছে৷ সেখানে বাস্তব জগতের মতো স্পেস ডিজাইন করা যায়৷''

অর্থাৎ যে কোনো লোকেশন সম্পর্কে তথ্য খোঁজা যায়, পাওয়া যায় এবং এভাবে ফুটিয়ে তোলা যায়৷ এই প্রযুক্তির লক্ষ্য, সব ঐতিহাসিক ও সাম্প্রতিক তথ্য ঠিক জায়গায়, ঠিক সময়ে তুলে ধরা৷ এআর বিশেষজ্ঞ ক্লেয়ার বোনস্ট্রা বলেন, ‘‘অগমেন্টেড রিয়ালিটি বিটলস টুর-এর একটা ভালো উদাহরণ৷ লন্ডনের এক ডেভেলাপার সেই শহরে বিটলস ব্যান্ড সম্পর্কিত ৪২টি জায়গা নিয়ে একটি থ্রিডি প্রোগ্রাম তৈরি করেছেন, যেমন অ্যাবে রোডে৷ একই নামের বিখ্যাত অ্যালবামের মলাটে বিটলস গ্রুপকে সেই রাস্তার উপর জেব্রা ক্রসিং পেরোতে দেখা যাচ্ছে৷ আপনি অ্যাবে রোডের কাছে গিয়ে ফোন তুলে ধরলে রাস্তায় বিটলস-দের দেখতে পাবেন৷''

অগমেন্টেড রিয়ালিটি কম্পিউটার নিয়ন্ত্রিত বাস্তব অবস্থা৷ স্মার্টফোনের মাধ্যমে চারিপাশের পরিবেশের মধ্যে তা ফুটে ওঠে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ