1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে অগাস্ট

২৮ মার্চ ২০১২

একুশে অগাস্টের গ্রেনেড হামলার মামলায়, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৫২ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে বুধবার৷ বিশেষ ট্রাইবুনালের এই মামলায় ৯ই এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে৷

ছবি: AP

একুশে অগাস্টের গ্রেনেড হামলা মামলার বিচার শুরু হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ ট্রাইবুনালে৷ এই মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানসহ ২২ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছিল৷ এবং আদালত ৬১ জন সাক্ষীর জবানবন্দি নিয়েছিলেন৷

এরপর বর্তমান সরকার ক্ষমতায় এলে মামলার অধিকতর তদন্তে আরো ৩০ জনকে আসামি করা হয়৷ ট্রাইবুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন বুধবার নতুন সাক্ষী মহিউদ্দিন খান আলমগীরের সাক্ষ্য গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন৷ কিন্তু তার আগেই আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন৷ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় যে ৬১ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে, তাদের আগে জেরা করার সুযোগ দেয়া হোক৷ তারপর নতুন সাক্ষীর জবানবন্দি নিতে হবে৷

কিন্তু আসামিপক্ষের এই আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান৷ তিনি বলেন, সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার আগে সাক্ষীদের জেরা করার কোনো বিধান নেই৷ তিনি দাবি করেন, সময়ক্ষেপণের জন্য আসামিপক্ষ এধরনের আবেদন করছে৷

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান (ফাইল ফটো)ছবি: AP

আদালত দু’পক্ষের শুনানি শেষে বুধবার মহিউদ্দিন খান আলমগীরের সাক্ষ্য না নিয়ে ৯ই এপ্রিল এবিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছন৷ ট্রাইবুনাল ঐদিন পর্যন্ত মুলতুবি করা হয়েছে৷

এদিকে এই মামলার পলাতক আসামি তারেক রহমানের পক্ষে আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া৷ আদালত তাঁর আবেদন খারিজ করে দেন৷ এই খারিজ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন সানাউল্লাহ মিয়া৷

২০০৪ সালের ২১শে অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালিয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়৷ শেখ হাসিনা আহত হলেও প্রাণে বেঁচে যান৷ কিন্তু হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হন৷ আহত হন ৩ শতাধিক ব্যক্তি৷ এই মামলায় দুই দফা তদন্তে মোট ৫২ জনকে আসামি করা হয়৷ তারেক রহমানসহ ১৯ জন আসামি পলাতক আছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ