‘অগ্নিকন্যা' মতিয়া চৌধুরীর জীবনাবসান
১৬ অক্টোবর ২০২৪তার পারিবারিক সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো৷
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর বয়স হয়েছিল ৮২ বছর৷ বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর জীবনাবসান হয়।
বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা' হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে মতিয়া চৌধুরীর রাজনীতিতে আত্মপ্রকাশ। তখন ছিলেন বামপন্থি৷ ১৯৬৫ সালে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এরপর দলের হয়ে বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় কারাবরণও করতে হয় তাকে।
আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে (১৯৯৬, ২০০৯ এবং ২০১৪) কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতার দায়িত্ব নেন।
এসিবি/ জেডএ (দৈনিক প্রথম আলো)