1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০১৯

নিজের বাসায় অগ্নিদগ্ধ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷

Symbolbild | Sterbehilfe
ছবি: Colourbox

বৃহস্পতিবার সকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তানিয়ার মৃত্যু হয় বলে উত্তরা থানার ওসি নূরে আলম জানিয়েছেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘উত্তরা ছয় নম্বর সেক্টরের চার নম্বর সড়কের বাসায় বুধবার সন্ধ্যায় আগুনে দগ্ধ হয়েছিলেন তানিয়া৷

“পরিবারের সদস্যরা বলছেন তানিয়া মানসিকভবে অসুস্থ ছিলেন, আত্মহত্যা করতেই তিনি নিজেই শরীরে আগুন দিয়েছেন৷ আগেও তিনি এরকম চেষ্টা করেছিলেন৷ তবে আমরা তদন্ত করে দেখছি৷’’

নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও পুলিশ কর্মকর্তা জানিয়েছেন৷

এসআই/ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ