1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অচেনা লোকের কাছে যেয়ো না’

১ জুন ২০১৭

মা হাতি বলছে অবোধ বাচ্চা হাতিকে৷ তা-ও আবার দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের একটি হাইওয়ের মাঝখানে৷ বেচারা খোকা হাতি ভালো মনে টুরিস্টদের কাছে যাবার চেষ্টা করছিল...৷

Sambia Elefant Mutter Kind
ছবি: picture-alliance/Robert Harding

এই হলো মুশকিল৷ একে তো রাস্তাঘাট, হাইওয়ে, যে কোনো সময় গাড়ি এসে পড়তে পারে৷ তা যদি না হলো, তো সাফারি টুরিস্টদের ল্যান্ডরোভারদের ভিড়; সকলের হাতে আবার ক্যামেরা, নয়তো মোবাইল৷ এতগুলো আজগুবি ‘জন্তুজানোয়ার’ দেখে খোকা বা খুকি হাতির কৌতুহল হওয়ায় আশ্চর্যের কিছু নেই৷ কিন্তু মা'কে তো দেখতে হবে, দুধের বাচ্চা যার-তার কাছে গিয়ে যা খুশি খায় কিনা...

মা-র সাইজ দেখলে অবশ্য অধিকাংশ দু’পেয়ে জীবের সাত হাত দূরে থাকার কথা৷ কিন্তু ক্রুগার ন্যাশনাল পার্কের হাতিরাও চোরাশিকারিদের কথা জানে; জানে, মানুষকে বিশ্বাস করা চলে না৷ তাই তিন টন ওজনের মা হাতি তার শুঁড় বাড়িয়ে বাচ্চাকে কখনো থামাচ্ছে, কখনো পিছনে ফিরিয়ে এনে নিজের থামের মতো দু'পায়ের ফাঁকে সামলে রাখছে৷

২০১৬ সালের জানুয়ারি মাসে আপলোড করা এই এক মিনিটের ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২৫ লাখ বার৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ