1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অচেনা লোকের কাছে যেয়ো না’

১ জুন ২০১৭

মা হাতি বলছে অবোধ বাচ্চা হাতিকে৷ তা-ও আবার দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের একটি হাইওয়ের মাঝখানে৷ বেচারা খোকা হাতি ভালো মনে টুরিস্টদের কাছে যাবার চেষ্টা করছিল...৷

Sambia Elefant Mutter Kind
ছবি: picture-alliance/Robert Harding

এই হলো মুশকিল৷ একে তো রাস্তাঘাট, হাইওয়ে, যে কোনো সময় গাড়ি এসে পড়তে পারে৷ তা যদি না হলো, তো সাফারি টুরিস্টদের ল্যান্ডরোভারদের ভিড়; সকলের হাতে আবার ক্যামেরা, নয়তো মোবাইল৷ এতগুলো আজগুবি ‘জন্তুজানোয়ার’ দেখে খোকা বা খুকি হাতির কৌতুহল হওয়ায় আশ্চর্যের কিছু নেই৷ কিন্তু মা'কে তো দেখতে হবে, দুধের বাচ্চা যার-তার কাছে গিয়ে যা খুশি খায় কিনা...

মা-র সাইজ দেখলে অবশ্য অধিকাংশ দু’পেয়ে জীবের সাত হাত দূরে থাকার কথা৷ কিন্তু ক্রুগার ন্যাশনাল পার্কের হাতিরাও চোরাশিকারিদের কথা জানে; জানে, মানুষকে বিশ্বাস করা চলে না৷ তাই তিন টন ওজনের মা হাতি তার শুঁড় বাড়িয়ে বাচ্চাকে কখনো থামাচ্ছে, কখনো পিছনে ফিরিয়ে এনে নিজের থামের মতো দু'পায়ের ফাঁকে সামলে রাখছে৷

২০১৬ সালের জানুয়ারি মাসে আপলোড করা এই এক মিনিটের ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২৫ লাখ বার৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ