1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অজগরের আস্ত নীলগাই ভক্ষণের ভিডিও ভাইরাল

২১ সেপ্টেম্বর ২০১৬

অজগর সাপ একটা আস্ত প্রাণী খেয়ে ফেলতে পারে৷ এমনটা সিনেমাতে দেখা গেছে বা বইয়ে পড়েছেন অনেকেই৷ কিন্তু বাস্তবে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না৷ অথচ ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে ভারতে৷ আর সেই ভিডিও এখন ভাইরাল৷

Schlange
ছবি: andyastbury - Fotolia.com

‘অ-অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে...৷' অ-আ-ক-খ শেখার সেই দিনগুলোতেই অজগর সাপের সঙ্গে আমাদের পরিচয়৷ চোখের দেখা অবশ্য আরো পরে, চিড়িয়াখানায়, টেলিভিশনের পর্দায় বা ‘অ্যানাকন্ডা'-র মতো কোনো সিনেমায়৷ কিন্তু এই ভিডিওতে যে অজগরটিকে দেখা যাচ্ছে, এমন কোনো সাপ দেখেছেন কখনও?

এ যে চার-পাঁচ ফুট নয়, একেবারে ২০ ফুট লম্বা অজগর৷ তাই ক্যামেরায় ধরা পড়া এই অজগরটা দেখলে মনে হতে পারে পেটে কয়েক ডজন অজগর লুকিয়ে আছে৷ কিন্তু আসলে তা নয়৷

ব্যাপার হলো, অজগরটি আসলে একটি আস্ত নীলগাই খেয়ে ফেলেছে৷ ফলে তার আর নড়াচড়ার ক্ষমতা নেই৷ ভারতের গুজরাট রাজ্যের জুনাগড়ে এই অজগরটির সন্ধান পাওয়া গেছে৷ আর সন্ধান পাওয়ার পরই সাপটাকে ক্যামেরাবন্দি করা হয়েছে৷ জুনাগড়ের গিরনার ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারিতে এমন একটা ঘটনা দেখেই খবর দেয় এক কৃষক৷ তারপরই সেখানকার কর্তৃপক্ষ এসে আজগরটির ছবি তোলে৷ বর্তমানে তাকে খাঁচায় বন্দি করেছে অভয়ারণ্যের কর্তৃপক্ষ৷ বলা বাহুল্য, গণমাধ্যমে ভিডিওটি আসার পরই তা ভাইরাল হয়ে যায়৷ মাত্র ২৪ ঘণ্টায় এনডিটিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩০ হাজার বার৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ