অজগর সাপ একটা আস্ত প্রাণী খেয়ে ফেলতে পারে৷ এমনটা সিনেমাতে দেখা গেছে বা বইয়ে পড়েছেন অনেকেই৷ কিন্তু বাস্তবে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না৷ অথচ ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে ভারতে৷ আর সেই ভিডিও এখন ভাইরাল৷
বিজ্ঞাপন
‘অ-অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে...৷' অ-আ-ক-খ শেখার সেই দিনগুলোতেই অজগর সাপের সঙ্গে আমাদের পরিচয়৷ চোখের দেখা অবশ্য আরো পরে, চিড়িয়াখানায়, টেলিভিশনের পর্দায় বা ‘অ্যানাকন্ডা'-র মতো কোনো সিনেমায়৷ কিন্তু এই ভিডিওতে যে অজগরটিকে দেখা যাচ্ছে, এমন কোনো সাপ দেখেছেন কখনও?
এ যে চার-পাঁচ ফুট নয়, একেবারে ২০ ফুট লম্বা অজগর৷ তাই ক্যামেরায় ধরা পড়া এই অজগরটা দেখলে মনে হতে পারে পেটে কয়েক ডজন অজগর লুকিয়ে আছে৷ কিন্তু আসলে তা নয়৷
ব্যাপার হলো, অজগরটি আসলে একটি আস্ত নীলগাই খেয়ে ফেলেছে৷ ফলে তার আর নড়াচড়ার ক্ষমতা নেই৷ ভারতের গুজরাট রাজ্যের জুনাগড়ে এই অজগরটির সন্ধান পাওয়া গেছে৷ আর সন্ধান পাওয়ার পরই সাপটাকে ক্যামেরাবন্দি করা হয়েছে৷ জুনাগড়ের গিরনার ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারিতে এমন একটা ঘটনা দেখেই খবর দেয় এক কৃষক৷ তারপরই সেখানকার কর্তৃপক্ষ এসে আজগরটির ছবি তোলে৷ বর্তমানে তাকে খাঁচায় বন্দি করেছে অভয়ারণ্যের কর্তৃপক্ষ৷ বলা বাহুল্য, গণমাধ্যমে ভিডিওটি আসার পরই তা ভাইরাল হয়ে যায়৷ মাত্র ২৪ ঘণ্টায় এনডিটিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩০ হাজার বার৷
ভয়ংকর সরীসৃপের পৃথিবী
সাপ আর মানুষের সম্পর্ক খুবই অদ্ভুত৷ পৃথিবীর দুই মেরু ছাড়া সব স্থানেই সাপের বসবাস৷ ছবিগুলো দেখলে বুঝবেন মানুষের জীবনের সঙ্গে এরা কীভাবে জড়িয়ে আছে৷
ছবি: Reuters/N. Chitrakar
পরিবারের সদস্য
এই ছবিটি চীনের একটি পরিবারের৷ সাপটি যেন ওই পরিবারের সদস্য৷ তাই শিশুটি স্বজনের মতোই সাপটির পাশে ঘুমিয়ে আছে৷ চার মিটার লম্বা এই অজগরটি বাড়ির মধ্যেই ঘোরাঘুরি করে৷
চীনে সাপের স্যুপ ভীষণ জনপ্রিয়৷ চীনাদের ধারণা, এই স্যুপ খেলে যে কোনো ধরণের ক্ষত খুব দ্রুত সেরে যায়৷ এছাড়া শরীরের রক্ত সঞ্চালনও ভালো হয়৷
ছবি: Getty Images/AFP/Philippe Lopez
সাপ দিয়ে মালিশ
আজকাল বাংলাদেশেও ‘ম্যাসাজ’ বা মালিশের কদর বেড়েছে৷ কিন্তু তাই বলে সাপ দিয়ে মালিশ! হ্যাঁ ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে গেলে আপনি এই মালিশের সুবিধা পেতে পারেন৷
ছবি: Getty Images
বিখ্যাত কিন্তু লুপ্তপ্রায়
জার্মানির ওষুধ কোম্পানির লোগো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পতাকায় সাপের এই প্রতীক আছে৷ এই প্রতীকটি বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ৷ এটি আসলে এসক্লেপিয়াস সাপ৷ এদের বিষ নেই৷ তবে আবাস স্থলের অভাবে এদের সংখ্যা দিন দিন কমছে৷
ছবি: picture-alliance/dpa/S. Stenzel
ভয়ংকর বিষধর, কিন্তু কাজের
বিষধর সাপকে কে না ভয় পায়? কিন্তু সাপের বিষ অনেক কাজে লাগে৷ জার্মানিতে হামবুর্গের পাশেই রয়েছে ইউরোপের সবচেয়ে বড় সাপের খামার৷ সেখানে প্রতিদিন ১৫০০ সাপের বিষ বের করা হয়৷ স্বল্প মাত্রায় এই বিষ ওষুধে ব্যবহার করা হয়, যা বেশ উপকারী৷ হাইপারটেনশনের ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক হিসেবেও তাদের বিষই ব্যবহৃত হয়৷
ছবি: Getty Images/AFP/A. Berry
টাইগার পাইথনের আক্রমণ
ফ্লোরিডার এভারগ্ল্যাডিস ন্যাশনাল পার্কে একটি অজগর হইচই ফেলে দিয়েছিল৷ সাপটি খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল৷ ফলে সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সাপটি ধরার জন্য পুরস্কার ঘোষণা করে কর্তৃপক্ষ৷ কিন্তু শুধু একটি অজগরের জন্য মেরে ফেলা হয়েছিল ৬৮টি অজগর৷
ছবি: picture alliance / AP
বীণ বাজিয়ে নাচানো
প্রাচীন কাল থেকে ভারতকে বলা হয় ‘সাপুড়েদের দেশ’৷ নানা জায়গায় বীণ বাজিয়ে সাপের নাচ দেখায় তারা৷ সত্যি কথা হলো, বীণের শব্দে সাপ নাচে না৷ আসলে বীণের নড়াচড়ার সঙ্গে সে নড়তে থাকে৷
ছবি: picture alliance / WILDLIFE
ভয়হীন
হিন্দু ধর্মে সাপ হলো শিবের বাহন৷ এছাড়া সাপের দেবী মনসারও পূজা করা হয়৷ অনেকের অন্ধবিশ্বাস, সাপ পূর্বপুরুষের দেহ ধারণ করে পৃথিবীতে আসে৷ এছাড়া অনেক পৌরাণিক গ্রন্থে ইচ্ছাধারী নাগিনের কথাও আছে৷ এজন্য ভারতের অনেক সাধুকে সাপ নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়৷