1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অজগরের শিকার

১ ফেব্রুয়ারি ২০১৮

আস্ত একটা জন্তুকে গিলে ফেলছে অজগর৷ ভয়াবহ সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে ইউটিউবে ছাড়লেন এক অস্ট্রেলীয়৷ আর পরক্ষণেই সেই ভিডিওটি হয়ে গেল ‘ভাইরাল'!

Schlange
ছবি: andyastbury - Fotolia.com

শিকারকে আস্ত গিলে ফেলে অজগর৷ লোক মুখে এমন গল্প অনেকেই শুনেছেন৷ কিন্তু দেখেছেন ক'জন? যাঁরা দেখেছেন, তাঁরা ভাগ্যবান৷ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট অঞ্চলের বাসিন্দা গ্রেগ হসকিং৷ গত কয়েকদিন ধরে তিনি দেখছিলেন, তাঁর ঘরের পিছনের উঠোনে একটি বিশাল অজগর ঘোরাঘুরি করছে৷ প্রাথমিক ভাবে সামান্য ভয় পেলেও সাপটিকে মারেননি হসকিং৷ বনকর্মীদেরও খবর দেননি৷ কয়েকদিন বাদে তিনি দেখেন, সাপটি উধাও হয়ে গেছে৷ আশপাশের গাছে খোঁজাখুঁজি করলেও সাপটিকে দেখতে পাননি তিনি৷

মঙ্গলবার রান্না করতে গিয়ে আচমকাই তিনি শুনতে পান, উঠোনের বিশাল গাছটায় পাখিরা অস্বাভাবিক চ্যাঁচামেচি করছে৷ দৌড়ে উঠোনে এসে খানিক খোঁজার পর তিনি দেখতে পান, অনেকটা পাণ্ডার মতো দেখতে অস্ট্রেলীয় জন্তু পোসাম গাছ থেকে ঝুলছে৷ আরেকটু কাছে গিয়ে দেখেন, পোসামটিকে ধীরে ধীরে গিলে ফেলছে বিশালাকার অজগরটি৷ সঙ্গে সঙ্গে দৃশ্যটি ক্যামেরা বন্দি করতে শুরু করেন হসকিং৷ পুরো জন্তুটাকে সাবার করতে অজগরটির সময় লাগে প্রায় ৪৫ মিনিট৷ একসময় অজগরটি নেমে আসে একেবারে তাঁর গায়ের কাছে৷ তবে তখন পশুটিকে গিলতেই ব্যস্ত ছিল সে৷ খাওয়াদাওয়া হয়ে গেলে সাপটি ফের গাছের ডালে গিয়ে বিশ্রাম নিতে শুরু করে৷ পরদিন সকালে উঠে হসকিং দেখেন, সাপটি আর নেই৷

ভয়ংকর সেই দৃশ্য ইউটিউবে শেয়ার করেছেন হসকিং৷ নিমেষের মধ্যে যা ভাইরাল হয়ে যায়৷

এসজি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ