1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অজানা স্কটল্যান্ড

কির্স্টিন শ্যুমান/এসি২ জুন ২০১৬

স্কটল্যান্ডের নর্থ সি উপকূলে ষোড়শ শতাব্দীর জেলেদের মাছ ধরার জাল রাখার একটি কুটির কি যাবতীয় আধুনিক কমফর্ট যুক্ত একটি ভিলা হয়ে উঠতে পারে?

Euromaxx Fadenkünstler ambiente Schottland
ছবি: DW

সেলারডাইক একেবারে নর্থ সি-র লাগোয়া৷ ষোড়শ শতাব্দীতে জেলেরা এখানে ছোট ছোট কুটির বেঁধে সেখানে তাদের মাছ ধরার জাল রাখতেন৷ পরে সেই সব কুটিরের জায়গায় বাড়ি তৈরি হয়৷ আয়ান হার্ডিং-এর বাড়িটা সেরকম একটি পুরনো স্কটিশ জেলের বাড়ি৷ চারশ বছরের পুরনো৷ ২০১০ সালে ঐতিহাসিক বাড়িটির সঙ্গে একটি আধুনিক বর্ধিত অংশ যুক্ত হয়৷ বাড়ির প্রবেশপথ একটি ছোট রাস্তায়৷

আয়ান হার্ডিং বললেন, ‘‘স্বাগতম৷ ঘুরে দেখুন, বাড়ির দরজা থেকেই সমুদ্র দেখতে পাবেন – অ্যানেক্স তৈরি করার সময় আমরা যা চেয়েছিলাম৷ সেই সঙ্গে দেখতে পাবেন যে, সামনের দরজা থেকে সোজা তীর পর্যন্ত যাওয়ার পথ আছে, যেটা আমাদের কাছে জরুরি ছিল৷ বাড়ির পুরনো অংশ, নতুন অংশ আর উপকূলের মধ্যে একটা সংযোগ রাখতে চেয়েছিলাম আমরা৷''

মাটি পর্যন্ত বড় বড় জানালা দিয়ে ঘেরা একতলা৷ বর্ধিত অংশ তৈরির ফলে বাড়ির আবাসিক এলাকা হয়ে দাঁড়িয়েছে ১৩৫ বর্গমিটার৷ এখানে ডাইনিং টেবল আর একটা বড় মাপের কিচেনের জায়গা আছে৷ কিচেনের কাপবোর্ডটা রিসাইকল করা ফরাসি ওক কাঠের৷ গ্রিপগুলো পুরনো তামার পাইপ থেকে তৈরি করা হয়েছে৷ কিচেন ছাড়া বাড়ির অধিকাংশ অংশের ডিজাইন গৃহকর্তার৷ হার্ডিং বললেন, ‘‘এটা হতো বাড়ির বাইরের দেয়াল, সাগরের দিকে মুখ করে৷ অথচ আপনি দেখছেন, আমরা এটাকে খোলা রেখেছি, কেননা আমরা এই পুরনো পাথরগুলোকে দেখাতে চেয়েছিলাম৷'' হার্ডিং জানালেন, ‘‘এখান থেকে আমরা রিল্যাক্স করার এরিয়ায় ঢুকছি৷ এটা সম্ভবত বাড়ির সবচেয়ে পুরনো অংশ৷ সুন্দর গরম; আরাম করার মতো জায়গা৷''

স্কটল্যান্ডকে জানুন...

02:15

This browser does not support the video element.

লিভিং রুম থেকে এই দু'শ বছরের পুরনো সিঁড়িতে পৌঁছানো যায়, যা আগে বাড়ির বাইরে ছিল৷ এখন সেটা একতলা থেকে ওপরতলায় চলে গেছে৷ এখান থেকে ছাদে যাওয়া যায়৷ ছাদটা অ্যানেক্স তৈরির সময় সৃষ্টি হয়েছে৷ এটা হার্ডিং দম্পতির প্রিয় জায়গা, ‘‘এখান থেকে দেখতে পাবেন, আমরা সাগর পেরিয়ে আইল অফ মে অবধি দেখতে পাই৷''

স্কটল্যান্ডের নর্থ সি উপকূলে যাবতীয় আধুনিক আরাম যুক্ত একটি ফিশারম্যান্স হাউস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ