অঞ্চলভেদে জার্মানদের গড় আয়ুর পার্থক্য
২১ জুলাই ২০২০জার্মানির পূর্বাঞ্চলের স্যাক্সোনি-আনহাল্ট রাজ্যের নারীদের গড় আয়ু ৮১ দশমিক আট বছর আর দক্ষিণে বাভারিয়া রাজ্যে ৮৫ দশমিক সাত৷ পুরুষদের গড় আয়ু উত্তর-দক্ষিণের ব্রেমারহাফেন অঞ্চলে ৭৫ দশমিক আট আর দক্ষিণাঞ্চলের মিউনিখে ৮১ দশমিক দুই৷ গত সোমবার ‘ডেমোগ্রাফিক রিসার্চ'-এর এই ফলাফল প্রকাশ করে রস্টকের মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট৷
জার্মানিতে অঞ্চল ভেদে পুরুষদের গড় আয়ুর পার্থক্য পাঁচ বছর আর নারীদের ক্ষেত্রে তা প্রায় চার বছর৷ মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী রোনাল্ড রাউ জানান, জার্মানির দক্ষিণাঞ্চল বা বাভারিয়া এবং বাডেমবর্টেমবুর্গ-এ বসবাসকারী জনগণ দীর্ঘজীবি হয়ে থাকেন৷
জার্মানির পূর্ব ও পশ্চিমাঞ্চলের মানুষের গড় আয়ুর মধ্যেও পার্থক্য রয়েছে৷ ডর্টমুন্ড, গেলজেনকির্শেন কিংবা এসেন অর্থাৎ রুয়্যুর অঞ্চলে বসবাসকারী মানুষের গড় আয়ু কম৷ বিজ্ঞানীরা এই গবেষণায় পার্থক্যের কারণ খোঁজার চেষ্টা করেছেন৷ তারা বলছেন, দারিদ্র্য বা সরকারি ভাতার ওপর নির্ভরশীলতা ও বেকারত্বই এর মূল কারণ৷ জার্মানিতে গড় আয়ুর পার্থক্য কমাতে হলে সবচেয়ে আগে জনসংখ্যার দরিদ্রতম অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং মানুষের গড় আয় বাড়াতে হবে৷ তাছাড়া জনসংখ্যার হিসেব অনুযায়ী চিকিৎসক নিশ্চিত করাও জরুরি৷
এনএস/এফএস (ডিপিএ,ইপিডি)