1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঞ্চলভেদে জার্মানদের গড় আয়ুর পার্থক্য

২১ জুলাই ২০২০

এক সমীক্ষা থেকে জানা গেছে, জার্মানির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে মানুষদের গড় আয়ু সবচেয়ে বেশি৷ অঞ্চলভেদে নারী, পুরুষের গড় আয়ুতেও রয়েছে পার্থক্য৷ এর কারণ কী?

Museum | Coronavirus | Wiedereröffnung
ছবি: Getty Images/M. Rietschel

জার্মানির পূর্বাঞ্চলের স্যাক্সোনি-আনহাল্ট রাজ্যের নারীদের গড় আয়ু ৮১ দশমিক আট বছর আর দক্ষিণে বাভারিয়া রাজ্যে ৮৫ দশমিক সাত৷ পুরুষদের গড় আয়ু উত্তর-দক্ষিণের ব্রেমারহাফেন অঞ্চলে ৭৫ দশমিক আট আর দক্ষিণাঞ্চলের মিউনিখে ৮১ দশমিক দুই৷ গত সোমবার ‘ডেমোগ্রাফিক রিসার্চ'-এর এই ফলাফল প্রকাশ করে রস্টকের মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট৷

জার্মানিতে অঞ্চল ভেদে পুরুষদের গড় আয়ুর পার্থক্য পাঁচ বছর আর নারীদের ক্ষেত্রে তা প্রায় চার বছর৷ মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী রোনাল্ড রাউ জানান, জার্মানির দক্ষিণাঞ্চল বা বাভারিয়া এবং বাডেমবর্টেমবুর্গ-এ বসবাসকারী জনগণ দীর্ঘজীবি হয়ে থাকেন৷

জার্মানির পূর্ব ও পশ্চিমাঞ্চলের মানুষের গড় আয়ুর মধ্যেও পার্থক্য রয়েছে৷ ডর্টমুন্ড, গেলজেনকির্শেন কিংবা এসেন অর্থাৎ রুয়্যুর অঞ্চলে বসবাসকারী মানুষের গড় আয়ু কম৷ বিজ্ঞানীরা এই গবেষণায় পার্থক্যের কারণ খোঁজার চেষ্টা করেছেন৷ তারা বলছেন, দারিদ্র্য বা সরকারি ভাতার ওপর নির্ভরশীলতা ও বেকারত্বই এর মূল কারণ৷ জার্মানিতে গড় আয়ুর পার্থক্য কমাতে হলে সবচেয়ে আগে জনসংখ্যার দরিদ্রতম অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং মানুষের গড় আয় বাড়াতে হবে৷ তাছাড়া জনসংখ্যার হিসেব অনুযায়ী চিকিৎসক নিশ্চিত করাও জরুরি৷

এনএস/এফএস (ডিপিএ,ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ