1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অটিজম-এর রকমভেদ

লিডিয়া হেলার/আরবি১১ মে ২০১৩

অটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ আউটোস থেকে৷ অর্থাৎ আত্ম বা নিজ৷ বিশেষ ধরনের স্নায়ুবিক (ডিসঅর্ডার অব নিউরাল ডেভেলপমেন্ট) সমস্যাই হলো অটিজম৷

ছবি: Getty Images

অটিস্টরা নিজস্ব একটা মনোজগতে বসবাস করে৷ চারপাশ থেকে আলাদা এক জগৎ৷ তাই তাদের আচরণও স্বাভাবিক হয় না৷

সুইস মনোবিজ্ঞানী অয়গেন ব্লয়লার প্রথম অটিজমকে এক ধরনের মনোরোগ হিসেবে চিহ্নিত করেন ১৯১১ সালে৷ কয়েক দশক পরে রোগটি নিয়ে গবেষণা বিস্তৃত হয় পশ্চিমের বহু দেশে৷

জিনগত ত্রুটির কারণে অটিজম হতে পারে৷ তবে এর সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি৷ ভাই বোনের অটিজম থাকলে কোনো শিশুর রোগটি হওয়ার আশঙ্কা ৫০ গুণ বেড়ে যায়৷ তীব্র আলো, শব্দ, গন্ধ এসব সহ্য করতে পারে না অটিস্টরা৷ মানুষের সঙ্গে, এমনকি আপন জনের সঙ্গেও ভাববিনিময় করতে পারে না ৷ তাদের নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে৷ তবে তারা কিন্তু নির্বোধ নয়৷ কেউ হিসাব নিকাশে পারদর্শী কেউ বা ভাষায়৷

জিনগত ত্রুটির কারণে অটিজম হতে পারেছবি: Topcliffe Primary School/London Knowledge Lab

অটিজমের রকম

অটিজমের কয়েকটি ধরন রয়েছে৷ এর মধ্যে ক্লাসিক অটিস্টিক ডিসঅর্ডার বা ক্যানার সিনড্রোমটাই বেশি লক্ষ্য করা যায়৷ যাকে ‘আর্লি ইনফ্যানটাইল অটিজম'-ও বলা হয়৷ সাধারণত তিন বছর বয়স হওয়ার আগেই এর লক্ষণ দেখা যায়৷ এতে বাচ্চার মধ্যে এক সাথে অনেক দিয়ে দিয়ে প্রতিবন্ধকতা দেখা দেয়৷ যেমন কথা বলার সমস্যা, যোগাযোগ ও বোঝার অসুবিধা ইত্যাদি৷

অটিজমের আর একটি ধরন অ্যাসপারজার্স সিনড্রোম৷ এ ক্ষেত্রে স্বাভাবিক কথা বলার ক্ষমতা থাকলেও কারো সঙ্গে মিশতে পছন্দ করে না আক্রান্তরা৷ বিশেষ কোনো বিষয়ে পারদর্শী হয়, অন্য দিকে আরেকটি বিষয় হয়তো বুঝতেই পারে না৷ যেমন অঙ্কে দক্ষ হলেও ভাষায় একেবারে কাঁচা৷

জন এক অটিস্ট বালক

সূর্য উঠলে বাসায় থাকতেই পছন্দ করে জন৷ প্রখর আলো তার একেবারেই পছন্দ নয়৷ জোরে শব্দ হলেও বিরক্ত হয় সে৷ একই স্কুল বাসে আরেকটি বাচ্চা তার সাথে উঠলে ভীষণ অপছন্দ করে সে৷ জন এক অটিস্ট বালক৷ বয়স ১২৷ তাঁর মা বলেন, ‘‘সে লিখতে পারে না, কথা বলতে পারে না, বুঝতেও পারে না৷ বলা যায় দুই এক বছরের শিশুর মত অনেকটা৷''

তিন বছর বয়সেই ডাক্তাররা তার রোগটি শনাক্ত করেন৷ জন ক্লাসিক অটিস্টিক ডিসঅর্ডার বা ‘আর্লি ইনফ্যানটাইল অটিজম'-এ আক্রান্ত৷ আবেগ, অনুভূতি প্রকাশ করতে পারে না৷ একই কাজ বার বার করে৷

রাইনার ড্যোলে ও আরেক অটিস্ট

রাইনার ড্যোলেও আরেক অটিস্ট৷ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই চিকিত্সকরা তাঁর মধ্যে অ্যাসপারজার্স সিনড্রোম শনাক্ত করেন৷ রাইনার বলেন, ‘‘আমার সার্টিফিকেটে লেখা থাকতো, ‘ক্লাসের অন্যান্যদের সঙ্গে সে সম্পৃক্ত হতে পারে না'৷ আমাকে শান্তিতে থাকতে দিলেই খুশি হতাম৷ কোনো কোনো বিষয়ে আমি খুব পারদর্শী ছিলাম৷ ভূগোল ও ইতিহাস ছিল আমার কাছে পানির মতো৷ বিশ্বের নানা দেশ ও রাজধানীর নাম আমি গড়গড় করে বলতে পারতাম৷''

অটিস্টরা নিজস্ব একটা মনোজগতে বসবাস করেছবি: Topcliffe Primary School/London Knowledge Lab

অটিজমে আক্রান্তদের মধ্যে কম বেশি একটা মিল দেখা যায়৷ আর তা হলো, তারা সবাই একই ধরনের আচরণ বার বার করে এবং সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না৷ হঠাৎ রেগে যায়৷

বিশ্বব্যাপী অটিজম দিবস

প্রতিবছর ২রা এপ্রিল বিশ্বব্যাপী অটিজম সচেতনতা দিবস পালন করা হয়৷ সমীক্ষায় দেখা গেছে, বিশ্বে প্রতি হাজারে এক থেকে আটজন শিশু অটিজমে আক্রান্ত৷ মেয়েদের তুলনায় ছেলেদের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় চার গুণ বেশি৷

বাংলাদেশে জাতীয় পর্যায়ে অটিজম নিয়ে তেমন কোনো সমীক্ষা হয়নি৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগে পরিচালিত এক জরিপে দেখা গেছে, শুধু মাত্র ঢাকা বিভাগেই অটিস্ট শিশুর হার শূন্য দশমিক ৮৪ শতাংশ (০.৮৪%)৷

থেরাপি

অটিজম নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে বিশেষজ্ঞদের মধ্যেও৷ অনেকের কাছে এটা স্নায়ুগত সমস্যা, কেউ কেউ বলেন এটি মানসিক বিকাশের সমস্যা৷ কারো মতে, এটা শিশুদের সাধারণ শিশুসুলভ সমস্যা৷ তবে সে যাই হোক রোগটিকে আয়ত্তে আনতে হলে কিছু কিছু বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে৷ যেমন অটিস্ট শিশুর স্বাভাবিক আচরণকে উৎসাহিত করতে হবে৷ সাধারণ শিক্ষার পাশাপাশি পেশাগত শিক্ষার ওপর জোর দিতে হবে৷ ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে৷ স্পষ্ট করে কথা বলতে হবে তার সঙ্গে৷ তাকে মনের ভাব প্রকাশ করতে দিতে সাহায্য করতে হবে৷ সমবয়সীদের সঙ্গে খেলাধুলায় উৎসাহিত করতে হবে৷ সর্বোপরি সমন্বিত চিকিত্সা ও থেরাপি দিতে হবে অটিস্ট শিশুকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ