ইটালির মনসা শহরে নিকো আকাম্পোরা নামে এক বাবা, যাঁর ছেলে অটিজমে আক্রান্ত। নিকো সমাজের ভ্রান্ত ধারণা ভাঙতে এবং বিশেষভাবে সক্ষমদের কর্মসংস্থান তৈরি করতে খুলেছেন এক ব্যতিক্রমী পিৎজা রেস্তোরাঁ। এখানে ৪১ জন অটিজম আক্রান্ত ব্যক্তি হাসিমুখে তৈরি করছেন সুস্বাদু পিৎজা।