1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অটিজম রোগ

৯ এপ্রিল ২০১২

অটিজম একটি রোগ৷ এই রোগটি সাধারণত শিশুদের মধ্যেই বেশি দেখা যায়৷ তবে ছেলেদের মধ্যে এই রোগের প্রভাব বেশি থাকে৷ দশ বছর আগেও বাংলাদেশে মানুষের মধ্যে এই রোগটি সম্পর্কে তেমন কোন স্বচ্ছ ধারণা ছিল না৷

ছবি: Rownak Hafiz

সম্প্রতি এই রোগটি নিয়ে কাজ হচ্ছে, অটিজমে আক্রান্ত শিশুদের সাহায্যে এগিয়ে এসেছে বেশ কিছু সংস্থা৷ অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের মধ্যে একটি৷ সংস্থার চেয়ারপার্সন রওনক হাফিজ জানালেন অটিজম আসলে কী৷ অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশগত একটি সমস্যা৷ রোগের লক্ষণগুলো একটি শিশুর জন্মের তিন বছরের মধ্যেই প্রকাশ পায়৷ অন্যান্য মানুষের সঙ্গে, যেমন বাবা-মায়ের সঙ্গে যোগাযোগে এসব শিশুরা পিছিয়ে থাকে৷ মায়েদের চোখে তা আগে পড়ে৷ কারণ তারা খেয়াল করেন যে, যে বয়সে একটি শিশুর শব্দ করার কথা বা কথা বলার চেষ্টা করার কথা শিশুটি তা করছে না৷ তখনই মায়েরা খুব চিন্তিত হয়ে পড়েন৷ এছাড়া একটি অটিস্টিক শিশু যখন বড় হতে থাকে তখন তারা সামাজিক আচরণে পিছিয়ে পড়তে থাকে৷ একই ধরণের আচার-আচরণ তারা বার বার করে৷ ঘুরে ফিরে একই কথা বার বার বলে৷ উপলব্ধি করার ক্ষমতা এদের মধ্যে থাকে ভীষণভাবে কম৷

এই রোগে আক্রান্ত হওয়ার কারণগুলো কী কী? এটা কি বংশগত কোন সমস্যা? এই প্রশ্নের উত্তরে রওনক হাফিজ বললেন, ‘‘অটিজমের কারণগুলো সুস্পষ্টভাবে এখনো কিন্তু ধরা পড়েনি৷ তবে এতটুকু প্রমাণিত হয়েছে যে এটা কোন মানসিক রোগ না৷ এটা হচ্ছে মস্তিষ্কের বিকাশগত সমস্যা৷ অনেকগুলো কারণ সন্দেহ করা হচ্ছে তার মধ্যে একটি কারণ হল জেনেটিক বা বংশগত সমস্যা৷ দেখা গেছে যে একটি পরিবারে মাত্র একটি অটিস্টিক শিশু নেই৷ আরো কয়েকটি শিশু রয়েছে৷ এমনও দেখা গেছে যে যমজ দুটি শিশুই অটিস্টিক৷ এই থেকে বোঝা যেতে পারে যে জেনেটিক কারণে একটি শিশু অটিস্টিক হতে পারে৷ ''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ