1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অটিজম সত্ত্বেও আবেগ সম্ভব

১২ ডিসেম্বর ২০১৬

মানুষের মুখের দিকে তাকালেই তার আবেগ বোঝা যায়৷ তাই কথাবার্তার পাশাপাশি আমরা অভিব্যক্তিও বিশ্লেষণ করে থাকি৷ কিন্তু অটিস্টিক মানুষের জন্য এই কাজ অত্যন্ত কঠিন৷ তাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন জার্মান বিজ্ঞানীরা৷

অটিস্টিক বাচ্চারা
ছবি: Getty Images

মানুষের মুখের অভিব্যক্তি তাদের অনুভূতি ফুটিয়ে তোলে৷ সেই ভাষা সবাই বোঝে৷ কিন্তু কিছু মানুষ অন্যের মুখ দেখে তাদের অনুভুতি বুঝতে পারে না৷ কারণ তাদের অটিজম আছে৷ আশেপাশের মানুষের মুখ দেখে কিছুই বোঝে না তারা৷ ফলে আবেগের প্রতিক্রিয়াও দেখাতে তাদের সমস্যা হয়৷ নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ বোধ করে তারা৷

বার্লিনের হুমবল্ট বিশ্ববিদ্যালয়ে মানুষকে সঠিকভাবে অনুভূতি শেখানোর বিষয়ে গবেষণা চলছে৷ আবেগ বিজ্ঞানী ইসাবেল সিওবেক ও তাঁর টিম এমন পদ্ধতি তৈরি করছে, যার সাহায্যে অটিস্টিক মানুষ অন্যের অভিব্যক্তি বিশ্লেষণ করা শিখতে পারবে৷ প্রো. সিওবেক বলেন, ‘‘আমার ব্যক্তিগত লক্ষ্য হলো সব বয়সের অটিস্টিক মানুষকে সাহায্য করা, যাতে তারা আরও সহজে স্বাচ্ছন্দ বোধ করে৷ অন্যের সঙ্গে ভাবের আদানপ্রদান করা অত্যন্ত জরুরি৷ শুধু সামাজিক ক্ষেত্রেই নয়, পেশাগত জীবনেও এর বিশেষ গুরুত্ব রয়েছে৷ আমার মতে, অন্য মানুষের অভব্যক্তি বোঝা জীবনের সব ক্ষেত্রেই অত্যন্ত জরুরি৷''

সিওবেক-এর টিম এক বিশেষ সফটওয়্যার তৈরি করেছে, যার সাহায্যে অটিস্টিক মানুষ আবেগ শনাক্ত করার অনুশীলন করতে পারে৷ অভিনেতাদের দিয়ে ৪০টি বিভিন্ন আবেগ রেকর্ড করা হয়েছে৷ যেমন মুগ্ধ, হতাশ বা শুধু খুশি হলে আমাদের কেমন দেখতে লাগে, তা তুলে ধরা হয়েছে৷

অটিস্টিক মানুষদের কঠিন পরিশ্রম করে অভিব্যক্তির এই সামান্য হেরফের শিখতে হয়৷ একটি পরীক্ষায় চোখ ও মুখের অভিব্যক্তিগুলিকে সঠিকভাবে সাজাতে হয়৷ এর মাধ্যমে অটিস্টিক মানুষরা মুখের বিভিন্ন অংশের সামান্য নড়াচড়ার সঙ্গে আবেগের সম্পর্ক বুঝতে পারে৷ প্রো. ইসাবেল সিওবেক বলেন, ‘‘এর আগের গবেষণায় জানতে পেরেছিলাম, যে কেউ আবেগ প্রকাশ করলে অটিস্টিক মানুষরা তাদের চোখের দিকে কম তাকায়৷ কিন্তু আবেগ বুঝতে গেলে চোখের দিকে তাকানো জরুরি, কারণ চোখই সবচেয়ে শক্তিশালী সংকেত পাঠায়৷''

অটিস্টিক মানুষদের সাফল্যের কথা শুনুন

02:41

This browser does not support the video element.

সে কারণে বিজ্ঞানীরা অটিস্টিক মানুষদের শেখাচ্ছেন, ঠিক কোনদিকে তাকাতে হবে৷ অভিব্যক্তি বিশ্লেষণ করার জন্য সপ্তাহে মাত্র তিন ঘণ্টার প্রশিক্ষণই যথেষ্ট৷ ইসাবেল সিওবেক মনে করেন, এর মাধ্যমে মস্তিষ্কের কাজ পরিমাপ করা সম্ভব৷ মস্তিষ্কের কোন অংশে সেই কাজ চলছে, তাও জানা সম্ভব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ