1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মঘট শেষ

১৩ জুলাই ২০১২

পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশে অটোরিকশা এবং ট্রাক ড্রাইভারদের ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষ হয়েছে৷ তারা বলেছেন এরপরও তাদের দাবি পূরণ না হলে ঈদের পর আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

Rckshaw, Autorickshaw und verkehrsmittel für Kürzstrecke in Bangladesch Text:   Rckshaw, Autorickshaw und verkehrsmittel für Kürzstrecke in Bangladesch Datum: 16.10.2011 Eigentumsrecht: A H M Abdul Hai, Freelance Editor, Bengali Redaktion, Deutsche Welle
ছবি: DW

এই ধর্মঘটের কারণে সারা দেশে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়েছে৷ সাধারণ যাত্রীরা শিকার হয়েছেন চরম ভোগান্তির৷ পুলিশের আইজি বলেছেন, হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে৷

সিএনজি অটোরিকশার ড্রাইভাররা পুলিশি হয়রানি বন্ধ, মালিকের জমা টাকার পরিমাণ কমানোসহ ১০ দফা দাবি আদায়ে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু করেন বুধবার সকাল থেকে৷ আর শেষ হয়েছে আজ সকালে৷ ধর্মঘটের শেষ দিনে পুলিশ অটোরিকশার ড্রাইভারদের প্রতি ছিল মারমুখী৷ তারা ঢাকায় সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের ওপর চড়াও হয়ে তাদের আটক করে৷ তবে পুলিশ দাবি করেছে ড্রাইভাররা সড়ক অবরোধ করলে তারা সড়ক অবরোধমুক্ত করেন৷

আর এই ধর্মঘটের কারণে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে৷ অটোরিকশা না থাকায় পাবালিক বাসের ওপর চাপ পড়ে৷ ফলে পরিস্থিতি আরো চরমে ওঠে৷

একই সময়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের ড্রাইভাররা ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘন্টার ধর্মঘট পালন করেন৷ এতে সারাদেশে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়৷ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতির সভাপতি রুস্তম আলি জানান, পুলিশি হয়রানি বন্ধ এবং মহাসড়কে নিরাপত্তার দাবিতে তারা এই ধর্মঘট পালন করেছেন৷ এরপরও দাবি পূরণ না হলে ঈদের পরে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন৷

এদিকে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পুলিশি হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে৷ তাহলে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন৷

আর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এইসব সমস্যা নিয়ে বিআরটিএ পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেবে৷ আর ভুয়া ড্রাইভার এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ