1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অতিরিক্ত ওজন ক্যানসারের ঝুঁকি বাড়ায়

২ ডিসেম্বর ২০১৪

যাঁরা মনে করেন অতিরিক্ত ওজন কোনো বিষয় না, যত পারো খেয়ে নাও৷ তাঁদের জন্য অশনিসংকেত৷ কারণ গবেষণা বলছে, অতিরিক্ত ওজন বা ‘ওবিসিটি’ ক্যানসারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়৷

Adipositas in Deutschland
ছবি: picture-alliance/dpa

প্রতি বছর যাঁরা ক্যানসারে আক্রান্ত হন, দেখা যায় তাঁদের মধ্যে অন্তত ৫ লাখ মানুষ নয় অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন অথবা স্হূলকায়৷ এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার গবেষণা সংস্থা৷

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা আইএআরসি সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিখ্যাত ‘দ্য ল্যাসেন্ট' অনকোলজি জার্নালে৷ এতে বলা হয়েছে, ‘হাই বডি মাস ইনডেক্স' বা বিএমআই এখন ক্যানসারের ঝুঁকির অন্যতম কারণ৷ ক্যানসার রোগীদের মোট ৩.৬ ভাগের ক্ষেত্রেই দেখা গেছে যে, অতিরিক্ত ওজনই প্রধান কারণ৷ ২০১২ সালে ৪ লাখ ৮১ হাজার মানুষ অতিরিক্ত ওজনের কারণে ক্যানসার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিবেদনটি৷

আইএআরসি-র পরিচালক ক্রিস্টোফার ওয়াইল্ড বলেন, ‘‘অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে স্হূলকায় বা ওবিসিটি এবং অতিরিক্ত ওজনের কারণে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে৷ গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে, তাতে এটাই স্পষ্ট যে স্বাস্থ্য সচেতনতা এবং ওজন সঠিক রাখাটা সত্যিই জরুরি৷ অর্থাৎ এ প্রতিবেদন থেকে এটাই বোঝা যাচ্ছে যে, অতিরিক্ত ওজনের সাথে ক্যানসারের একটা সম্পর্ক রয়েছে৷''

গবেষণায় আরো দেখা গেছে যে, উত্তর অ্যামেরিকা এ ধরনের সমস্যা সবচেয়ে বেশি৷ সেখানে ২০১২ সালে ওবিসিটিতে আক্রান্ত মানুষদের মধ্যে ১ লাখ ১১ হাজার মানুষ এখন ক্যানসারে আক্রান্ত৷

ইউরোপের দেশগুলোতে প্রতি বছর ওবিসিটির কারণে ক্যানসারে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ৬.৫ শতাংশ, অর্থাৎ বছরে প্রায় ৬৫ হাজার৷ তবে এশিয়ার দেশগুলোতে এই হার অনেক কম৷ চীনে স্হূলকায় ব্যক্তিদের ক্যানসার আক্রান্ত হওয়ার সংখ্যা বছরে ৫০ হাজার৷ অতিরিক্ত ওজনের কোনো ব্যক্তির ক্যানসারের ঝুঁকি সাধারণ ব্যক্তির তুলনায় ৩০ ভাগ বেশি বলে আইএআরসি-র গবেষণায় জানা গেছে৷ অতিরিক্ত ওজনের কারণে মেনোপজের পর নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি অনেক বেড়ে যায়, প্রায় ১০ ভাগ৷

অতিরিক্ত ওজন কিডনি, গলব্লাডার, খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দেয়৷ শুধু তাই নয়, অতিরিক্ত মোটা মহিলাদের শরীরের মেদের কারণে খুব সহজে জরায়ু ক্যানসার হতে পারে৷

যাঁরা সারাক্ষণ শুয়ে বসে থাকেন, অর্থাৎ হাঁটা-চলা কম করেন, তাঁদের ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি৷ দীর্ঘমেয়াদি গবেষণার ফলাফলে দেখা গেছে, ব্যায়াম বা খেলাধুলা টিউমার হওয়ার পথে বাধার সৃষ্টি করে৷ শারীরিক কার্যকলাপ ইনসুলিনের মাত্রা কমায় এবং পাশাপাশি মোটা হওয়াও রোধ করে৷

এপিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ