ফ্রান্সের সীমান্ত-শহর স্ট্রাসবুর্গে এক কনসার্টে দেখা ফ্রান্স ও জার্মানির প্রেসিডেন্টের৷ প্রথম বিশ্বযুদ্ধের সময় এই দু'টি দেশ একে অপরের বিরুদ্ধে লড়লেও যুদ্ধের একশ' বছর পরের এই সাক্ষাৎ শান্তির ও বন্ধুত্বের বার্তা বয়ে আনে৷
বিজ্ঞাপন
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়া উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বর্তমানে ছয় দিনের ইউরোপ সফরে রয়েছেন৷ এই সফরে তিনি সেই সময়ের গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রগুলি ঘুরে দেখবেন৷
কিন্তু সফর শুরুর আগেই প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ‘শত্রু-রাষ্ট্র' জার্মানির বর্তমান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সাথে এক কনসার্টে দেখা করেন মাক্রোঁ৷ বন্ধুত্ব উদযাপনের এই কনসার্ট ফ্রান্সের সীমান্তে অবস্থিত স্ট্রাসবুর্গ শহরে আয়োজিত হয়৷ ইউরোপের দুই বিখ্যাত সুরস্রষ্টা জার্মান লুডভিগ ফন বেটোফেন ও ফরাসি ক্লদ ডেবুসি'র সুরে সাজানো হয় শান্তির প্রতীক এই কনসার্ট৷
প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে শুরু হয়ে শেষ হয় ১৯১৮ সালে৷ চার বছর ধরে চলা এই যুদ্ধে নিহত হন ১৪ লক্ষ ফরাসি ও ২০ লক্ষ জার্মান সৈনিক৷
প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে শান্তি আলোচনা এখনো গুরুত্বপূর্ণ৷ যুদ্ধ যখন ১৯১৮ সালে শেষ হয়, তখন শান্তির বদলে নেমে এসেছিল বিদ্রোহ, চরম ডান-বাম বিরোধ ও বহু বছর ধরে চলা দুর্ভিক্ষ ও দারিদ্র্যের পরিস্থিতি৷ এমন অবস্থার সুযোগ নিয়েই পরবর্তীতে উত্থান ঘটে নাৎসি শক্তির ও বিশ্বজুড়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি৷
সে কারণেই প্রথম বিশ্বযুদ্ধের অনেক পরে জন্মালেওযুদ্ধের ক্ষতিকর দিকগুলিভালো করেই জানেন মাক্রোঁ৷ গত সপ্তাহে একটি ফরাসি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয়তাবাদকে কুষ্ঠরোগের সঙ্গে তুলনা করেন৷ যেভাবে শরীরের একটি অংশ থেকে এই রোগ ধীরে ধীরে গোটা শরীরে ছড়িয়ে পড়ে, সেভাবেই বর্তমান বিশ্বে যুদ্ধের প্রবণতাকে ব্যাখ্যা করে মাক্রোঁ আরো বলেন, ‘‘দুটি বিশ্বযুদ্ধের মাঝের বছরগুলির সাথে বর্তমান সময়ের প্রচুর মিল আছে৷''
সীমাহীন যুদ্ধ: যুদ্ধাস্ত্রের জন্য উন্মত্ততার শুরু যেভাবে
কখন থেকে যুদ্ধ শুরু করেছে মানুষ? যুদ্ধ কি মানব প্রকৃতির অংশ, নাকি তা অবশ্যাম্ভাবী? সভ্যতার আদি এই প্রশ্নের জবাবের প্রত্নতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি উঠে এসেছে ভিয়েনার একটি প্রদর্শনীতে৷
ছবি: NHM/K. Kracher
তরবারির শক্তি এবং নির্বুদ্ধিতা
মানুষের নির্বুদ্ধিতা সীমাহীন বলে মনে করেন যুদ্ধাস্ত্রের বিবর্তনের গবেষক ভিয়েনার ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের প্রাগৈতিহাসিক বিভাগের পরিচালক অ্যান্টন কার্ন৷ এর ব্যাখ্যায় তিনি বলেন, প্রস্তর যুগ থেকে আরো ভালো অস্ত্রের জন্য তাদের আকাঙ্ক্ষাই এই নির্বুদ্ধিতার প্রমাণ দেয়৷ প্রাগৈতিহাসিক যুগের ধারালো পাথরখণ্ড থেকে পরের ক্ষুরধার তরবারির আগমণ তুলে ধরা হয়েছে এই ছবিতে৷
ছবি: NHM/K. Kracher
প্রাণঘাতী কুড়াল
নব্য প্রস্তরযুগে কুড়ালের মতো নিত্যব্যবহার্য অনেক সরঞ্জাম সংঘাতকালে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত হতে থাকে৷ ধারণা করা হয়, পাথরের গদা, মুগুর, কুড়ালই মানুষের আত্মরক্ষা বা আক্রমণের সবচেয়ে পুরাতন অস্ত্র৷ খ্রীষ্টপূর্ব ৫ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৩০০ অব্দের এসব যুদ্ধাস্ত্রের ছবি অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্র থেকে তোলা৷
ছবি: NHM/A. Schumacher
মাথায় গর্ত
সম্মুখভাগে গর্ত থাকা এই কঙ্কাল ২০-৩০ বছরের এক ব্যক্তির৷ ইউরোপের সবচেয়ে প্রাচীন যুদ্ধক্ষেত্র জার্মানির উত্তরাঞ্চলের টলেনসি নদীর এলাকা থেকে এটা সংগ্রহ করা হয়েছে৷ এটি প্রায় ৩ হাজার ২০০ বছর আগের৷ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ব্রোঞ্জ যুগে হাজার হাজার যোদ্ধা অসংখ্য বর্শা, তরবারি এবং পাথর, ব্রোঞ্জ ও অন্যান্য ধাতুর কুড়াল নিয়ে যুদ্ধে লিপ্ত হতেন৷
ছবি: NHM/A. Schumacher
দ্য থার্টি ইয়ার্স ওয়ার
শিল্পী মেরিয়ানের ক্যানভাসে সাক্সনির লুৎসেনে ১৬৩২ সালের যুদ্ধের যে চিত্র অঙ্কিত হয়েছে, তাতে প্রায় ৪০০ বছর আগের আগ্নেয়াস্ত্র মোতায়েন দেখা যাচ্ছে সামনের কাতারে৷ নির্মম এই বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে সুইডেনের রাজা গুস্তাভ অ্যাডোলফাসও ছিলেন, যদিও তাঁর প্রোটেস্ট্যান্ট পক্ষ শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হয়৷ এই ধর্মযুদ্ধে প্রায় ৮০ লাখ মানুষের মৃত্যু হয়, যাদের অধিকাংশই বর্তমান জার্মানির৷
ছবি: NHM/K. Kracher
প্রাক আধুনিক গোলাবারুদ
ছবিতে দুই হাজার ৭০০ সীসার বুলেট দেখা যাচ্ছে, যেগুলো প্রাথমিক পর্বের পিস্তল, অশ্বারোহীদের ব্যবহৃত বন্দুক ও গাদাবন্দুক থেকে বর্ষিত হয়েছিল লুৎসেন যুদ্ধক্ষেত্রে৷ থার্টি ইয়ার্স ওয়ার-এর সবচেয়ে বড় এই যুদ্ধে ২২ হাজারের মতো মানুষ নিহত হয়৷ তাঁদের অনেকেরই গুলিতে মৃত্যু হয় এবং মাথার খুলি উড়ে যায়৷ এই যুদ্ধে প্রধান লক্ষ্যবস্তুই হয় মাথা, শরীরের অন্যান্য অংশে আঘাতের ঘটনা ছিল তুলনামূলক কম৷
ছবি: NHM/K. Kracher
অজানা সৈনিকেরা
লুৎসেন যুদ্ধক্ষেত্রে এসব দেহাবশেষ পাওয়া যায়, এগুলো সেই নাম না জানা সৈনিকদের কথা মনে করিয়ে দেয়, যাঁদের কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গণকবরে রাখা হয়েছিল৷ এখানে ৪৭ জন সৈনিকের দেহাবশেষ রাখা হয়েছে৷ ২০১১ সালে পাওয়া এসব দেহাবশেষ নতুন ফরেনসিক টেকনিক প্রয়োগ করে বিশ্লেষণ করা হয়, যাতে যতটা সম্ভব তাঁদের বৃত্তান্ত এবং মৃত্যুর কারণ বের করা যায়৷ ১৫ থেকে ৫০ বছর বয়সি এই ব্যক্তিদের অর্ধেকেরই মৃত্যু হয় গুলিতে৷
ছবি: NHM/K. Kracher
6 ছবি1 | 6
রবিবারের এই কনসার্টের হাত ধরেই সূচনা হলো মাক্রোঁর নানা কূটনৈতিক সাক্ষাতের ধারা৷ আগামী শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে'র সাথে ইংল্যান্ডের যুদ্ধক্ষেত্রগুলি পরিদর্শন করবেন মাক্রোঁ৷ শনিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সাথেও তাঁর দেখা হওয়ার কথা৷১১ই নভেম্বর, যুদ্ধ শেষ হবার ঠিক একশ' বছর পর প্যারিসে অবস্থিতপ্রথম বিশ্বযুদ্ধের প্রতীক‘আর্ক দ্য ট্রিয়োম্পফ'-এ ব্যাপক উদযাপনের আয়োজন করা হয়েছে৷ এই উদযাপনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যোগ দিতে পারেন৷
এরপর, তিনদিনব্যাপী একটি ‘শান্তি অধিবেশন'-এর আয়োজন করা হয়েছে, যেখানে উদ্বোধনী বক্তব্য পেশ করবেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷