1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় অগ্নিকাণ্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ নভেম্বর ২০১২

বাংলাদেশে প্রতিবছর গড়ে ১৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ কিন্তু ফায়ার সার্ভিসের জনবল মাত্র সাড়ে ৬ হাজার৷ আর যানজট, সরু গলি এবং পানির অভাবে ফায়ার সার্ভিসের টিম ঠিকমতো কাজ করতে পারে না৷

ছবি: AP

এদিকে আইন থাকলেও রাজধানী ঢাকার ৯৫ ভাগ বহুতল ভবনেই নেই সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা৷

বাংলাদেশে প্রতি বছর গড়ে ছোট বড় মিলিয়ে ১৫ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ তবে এবছর অক্টোবর মাসের মধ্যেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে৷ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহীদুল্লাহ ডয়চে ভেলেকে জানান, মানুষের সচেতনতার অভাবে অনেক সময় সাধারণ আগুনও বড় আকারে ছড়িয়ে পড়ে৷ তিনি বলেন, ঢাকা শহরে যানজট, সরু রাস্তা ও পানির অভাবে অনেক সময়ই তারা সঠিক সময়ে ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিভাতে পারে না৷ সাধারণ মানুষ কোন কোন সময় না বুঝে তাদের সঙ্গে অসহযোগিতা করে৷ ফলে পরিস্থিতি আরো খারাপ হয়৷

তিনি বলেন, বস্তি বা ঘনবসতি এলাকা ছাড়াও রাজধানীর বহুতল ভবনগুলোও অগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে রয়েছে৷ কারণ ভবন নির্মাণের নীতিমালা তারা মানছে না৷ নীতিমালায় বহুতল ভবনে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার কথা থাকলেও শতকরা ৯৫ ভাগ ভবনে তা ঠিকমতো নাই৷

শাহীদুল্লাহ জানান, তাদের জনবল, যানবাহন এবং ফায়ার স্টেশনও পর্যাপ্ত নয়৷ তাদের জনবল আছে সাড়ে ৬ হাজারের মতো৷ ফায়ার স্টেশন আড়াইশ'৷ তবে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে তাদের পরিকল্পনা আছে৷ অর্থ পেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে৷ আর ওয়াসার সঙ্গে চুক্তি হয়েছে যে তারা ফায়ার সার্ভিসের জন্য আলদাভাবে পানির পয়েন্ট তৈরি করবে রাজধানীর বিভিন্ন এলাকায়৷

তিনি জানান, তবে নগরিকদের সচেতনতা অগ্নিকাণ্ডের ঘটনা অনেক কমিয়ে আনতে পারে৷ আর হা- হুতাশ না করে ঠান্ডা মাথায় এগুলে অগুনের শুরুতেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব৷ তাহলে হয়তো আগুনে নিমতলী বা বউবাজার বস্তির এই বিশাল ক্ষতি অনেক কমিয়ে আনা যেতো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ