1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিকার আদায়ে গান

১৫ ডিসেম্বর ২০১৭

নিজের অধিকারের লড়াইয়ে গানকে হাতিয়ার হিসেবে ব্যবহার নতুন কিছু নয়৷ সে ধারাতে নতুন মাত্রা যোগ করলো সৌদি নারীদের এই ভিডিও৷

Saudi Arabien Frau in einem Park in Jeddah
ছবি: Reuters/R. Baeshen

পুরুষ অভিভাবকের অধীনে নারীদের পথ চলার ইঙ্গিত দিয়ে শুরু হয় মিউজিক ভিডিওটি৷ তবে এর পরই নেকাবে মুখ ঢাকা থাকলেও, রঙীন পোষাক পরা নারীদের দেখা যায় স্কেটিং করছে, বাস্কেটবল খেলছে, পার্টিতে মজা করছে৷

আরবি ভাষায় এ গানের মূল ভাষ্য, ছেলেরা নিশ্চিহ্ন হোক, তারা আমাদের মন ভাঙে/তারা কেউই স্বাভাবিক নয়, তারা অসুস্থ৷ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাজেদ আল-ইসা৷ এ বছরের শুরুর দিকে মিউজিক ভিডিও আপলোড করা হয়৷ দারুণ উপভোগ্যভাবে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় সৌদি নারীদের হতাশার বিষয়টি তুলে আনা এ গানটি সাথে সাথেই পায় বিপুল জনপ্রিয়তা৷ লক্ষ লক্ষ ‘লাইক' আর ‘কমেন্ট' নিয়ে বছর শেষেও মিউজিক ভিডিওটি সমানভাবে আলোচিত সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ সম্প্রতি নারীরা গাড়ি চালানোর অধিকার পেলেও রক্ষণশীল মুসলিম সমাজে এখনো তা দেখা হয় নিন্দার চোখে৷

আরএন/ডিজি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ