1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিকৃত এলাকায় বসতি নয়, ইসরায়েলকে পাঁচ দেশ

৭ মে ২০২১

ইসরায়েলকে অনুরোধ করল ইউরোপের পাঁচ দেশ। তারা যেন ফিলিস্তিনের অধিকৃত এলাকায় বসতি বিস্তার না করে।

অধিকৃত এলাকায় বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনি।ছবি: Hazem Bader/AFP

জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইটালির বিদেশমন্ত্রীদের অনুরোধ, ইসরায়েল যেন অধিকৃত ফিলিস্তিনি এলাকায় বসতি বিস্তার না করে।

যৌথ বিবৃতিতে বিদেশমন্ত্রীরা বলেছেন, ''আমরা ইসরায়েল সরকারের কাছে আবেদন করছি, তারা যেন সিদ্ধান্ত বদল করে। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে ৫৪০টি বাড়ি বানানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। অধিকৃত ফিলিস্তিনি এলাকায় বসতি বিস্তারের পরিকল্পনার রূপায়ণ না করে।''

পাঁচ বিদেশমন্ত্রীর মতে, ''আন্তর্জাতিক আইন অনুসারে এই ধরনের বসতি বিস্তার বেআইনি এবং এর ফলে ইসরায়েল ও ফিলিস্তিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথে বাধা আসবে। দুই পক্ষকেই আমরা একতরফা কোনো কাজ না করার জন্য বলছি। কারণ, তাতে সমাধানের চেষ্টা বাধাপ্রাপ্ত হবে। বিরোধ বাড়বে। এভা্বে ফিলিস্তিনিদের তাড়িয়ে ইসরায়েল যদি বসতি স্থাপন করে, তা হলে আস্থা গড়ে তোলার প্রয়াস বানচাল হবে।''

গত সোমবার জেরুসালেমের জেলা কমিটি জানায়, তারা ৫৪০টি বাড়ি তৈরির সিদ্ধান্ত অনুমোদন করেছে। পূর্ব জেরুসালেম ও বেথেলহেমের মধ্যে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে এই বাড়িগুলি হবে। 

নতুন সরকার

ইসরায়েলে এখন নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, তিনি সরকার গঠন করতে পারছেন না।  প্রেসিডেন্ট এবার অন্য দলের নেতাদের সুযোগ দেবেন। তারা পারলে ভালো, না হলে, ইসরায়েলে আবার নির্বাচন হবে। নেতানিয়াহুই ফিলিস্তিনের বিরুদ্ধে আগ্রাসী নীতি নিয়েছিলেন।

জিএইচ/এসজি (রয়টার্স, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ