কখনো রাশিয়ার মূল ভূখণ্ড, কখনো রুশ-অধিকৃত এলাকার উপর বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে ইউক্রেন৷ সোমবার ক্রাইমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে সে দেশ দাবি করেছে৷ ইইউ যৌথভাবে ইউক্রেনের জন্য গোলাবারুদ কিনতে চলেছে৷
বিজ্ঞাপন
পশ্চিমা বিশ্ব থেকে আরও অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের আশ্বাস পেয়ে ইউক্রেন রাশিয়ার হানাদার বাহিনীর উপর পালটা আক্রমণের পথে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷ সোমবার ইউরোপীয় ইউনিয়ন যৌথ উদ্যোগে ইউক্রেনের জন্য গোলাবারুদ কেনার সিদ্ধান্ত সেই উদ্যোগকে আরও জোরালো করেছে৷ সোমবার ইইউ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে আগামী ১২ মাসে ইউক্রেনের জন্য ১০ লাখ কামানের গোলা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল বলেন, প্রাথমিকভাবে কিয়েভের জন্য গোলাবারুদ কিনতে ২০০ কোটি ইউরো বরাদ্দ করা হয়েছে৷ এমন অভূতপূর্ব সিদ্ধান্ত সম্পর্কে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস বলেন, বৃহত্তর কাঠামোগত বোঝাপড়ার আওতায় প্রতিরক্ষা বাজারে ইউরোপের শক্তি একত্রিত করা হচ্ছে৷ ইইউ-র ১৮টি দেশ ও নরওয়ের মধ্যে এই সহযোগিতার ফলে আপাতত ইউক্রেন বেশ লাভবান হবে বলে মনে করা হচ্ছে৷
বেশ কয়েক মাস ধরে রক্ষণাত্মক প্রতিরোধ চালিয়ে আসার পর ইউক্রেন রাশিয়া-অধিকৃত এলাকার উপর হামলা চালিয়েছে৷ সে দেশের সেনাবাহিনীর সূত্র অনুযায়ী সোমবার ক্রাইমিয়া উপদ্বীপের উত্তরে জানকোই অঞ্চলে এক হামলায় রাশিয়ার ক্রুজ মিসাইলের ভাণ্ডার ধ্বংস করা হয়েছে৷ সেগুলি রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের মাধ্যমে ইউক্রেনের উপর নিক্ষেপ করার ষড়যন্ত্র করা হচ্ছিল বলে ইউক্রেন দাবি করছে৷ ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, যে রেলপথে ‘কালিবার কেএন' ক্ষেপণাস্ত্র নিয়ে যাবার সময়ে সেগুলির উপর হামলা চালানো হয়৷ এই ক্ষেপণাস্ত্র নাকি স্থলের উপর আড়াই হাজার কিলোমিটার ও সমুদ্রের উপর ৩৭৫ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে৷
রাশিয়া অবশ্য সরাসরি ইউক্রেনের দাবি স্বীকার করে নি৷ জানকোই অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত কর্মকর্তা ইহর ইভিন বলেন, শহরের উপর ড্রোন হামলায় এক ৩৩ বছর বয়সি ব্যক্তি আহত হয়েছে৷ এক স্কুল ও দোকানসহ কয়েকটি ভবনে আগুন লেগেছে বলেও তিনি দাবি করেন৷ রাশিয়া নিযুক্ত ক্রাইমিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রধান সের্গেই আকসিয়োনভ বলেন, জানকোই অঞ্চলের উপর এয়ার ডিফেন্স প্রণালী ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে৷ উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ বেআইনিভাবে দখল করে রেখেছে৷
ইউক্রেনের সেনাবাহিনীর সূত্র অনুযায়ী রাশিয়া-অধিকৃত এলাকায় রোববার গাড়ি বোমা হামলায় এক ‘বিশ্বাসঘাতক'-কেও হত্যা করা হয়েছে৷ স্যারহি মোস্কালেংকো নামের সেই ব্যক্তি কারাগারের প্রধান হিসেবে খেরসন অঞ্চলে রুশ হানাদার বাহিনীর সঙ্গে সহযোগিতার করে নিপীড়ন কেন্দ্রের আয়োজন করেন বলে সেনাবাহিনী জানিয়েছে৷ সব ‘যুদ্ধাপরাধী'-দের এমন দশা হবে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে৷
গ্রেপ্তারি পরোয়ানার পরই মারিউপোল আর ক্রাইমিয়া সফরে পুটিন
আইসিসি ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত ১৭ মার্চ ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ ঠিক পরের দিনই ইউক্রেনে রাশিয়ার দখল করা শহর মারিউপোল সফর করলেন পুটিন৷ দেখুন ছবিঘরে...
ছবি: POOL Russian TV/AP/picture alliance
ক্রাইমিয়ায় পুটিন
নয় বছর আগে ক্রাইমিয়া দখল করে নেয় রাশিয়া৷ দখলকে অবশ্য রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার পুনর্মিলনী মনে করে রাশিয়া৷ সেই পুনর্মিলনীর নবম বছর পূর্তি উপলক্ষে শনিবার ক্রাইমিয়ার সেভাস্তোপোল শহরের শিশুদের শিল্পকলা কেন্দ্র পরিদর্শন করেন পুটিন৷ এ সময় ক্রাইমিয়ার প্যাট্রিয়ার্কিয়েল কাউন্সিল ফর কালচার-এর চেয়ারম্যান তিখন শেভকুনোভও ছিলেন তার সঙ্গে৷
সেভাস্তোপোলে শিশুদের শিল্পকলা কেন্দ্র ঘুরে দেখছেন পুটিন৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে নির্মাণ করা এই কেন্দ্র পরিদর্শনের সময় ক্রাইমিয়ার প্যাট্রিয়ার্কিয়েল কাউন্সিল ফর কালচার-এর চেয়ারম্যান তিখন শেভকুনোভ তার সঙ্গে ছিলেন৷
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত শুক্রবার ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরের দিনই ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল সফরে যান রুশ প্রেসিডেন্ট৷ ছবিতে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোৎহায়েভের সঙ্গে পুটিন৷
ছবি: Russian Presidential Press Office/SNA/IMAGO
থিয়েটারে পুটিন
রাশিয়ার টিভি পুলের ভিডিও থেকে নেয়া ছবিতে মারিউপোল সফররত পুটিন৷ রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিনকে সঙ্গে নিয়ে স্থানীয় থিয়েটার ঘুরে দেখতে দেখা যাচ্ছে তাকে৷
ছবি: Pool Photo via AP/picture alliance
আলোচনায় ব্যস্ত পুটিন
মারিউপোল থিয়েটারের ভিতরে বসে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিনের সঙ্গে কথা বলছেন ভ্লাদিমির পুটিন৷
ছবি: Pool Photo via AP/picture alliance
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত শুক্রবার ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরের দিনই ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল সফরে যান রুশ প্রেসিডেন্ট৷ সফরের এক পর্যায়ে মারিউপোলের স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়ও করেন পুটিন৷ ওপরের ছবিতে মারিউপোলের এক বাসিন্দার সঙ্গে তার নতুন ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট৷
ছবি: Pool Photo via AP/picture alliance
গাড়ি চালাচ্ছেন পুটিন
রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার ‘পুনর্মিলনী’র নবম বর্ষপূর্তি উপলক্ষে ক্রাইমিয়ায় গিয়ে নিজে গাড়ি চালিয়ে মারিউপোল ঘুরে দেখার সুযোগও ছাড়েননি পুটিন৷ ওপরের ছবিতে উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিনকে সঙ্গে নিয়ে গাড়িতে মারিউপোল ঘুরে দেখার একটি মুহূর্ত৷