নাপিত বা নরসুন্দরদের প্রতি পোপ ফ্রান্সিসের আহ্বান, ‘‘অনর্থক কথা বলার উত্তেজনা প্রশমন করুন৷'' ষোড়শ শতকের এক সেইন্টের উদাহরণ টেনে তিনি তাঁকে অনুসরণ করার পরামর্শ দেন৷
বিজ্ঞাপন
সোমবার হেয়ারড্রেসার, হেয়ার স্টাইলিস্ট ও বিউটিশিয়ানদের সামনে বক্তব্য রাখছিলেন পোপ ফ্রান্সিস৷ এ সময় তিনি তাঁদের কাজের সময় অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করার পরামর্শ দেন৷
‘‘খ্রিস্টীয় পদ্ধতি অনুসরণ করুন৷ গ্রাহকদের দয়া ও সৌজন্য প্রদর্শন করুন৷ সু্ন্দর ও উৎসাহব্যঞ্জক বাক্য ব্যবহার করুন,'' বলেন তিনি৷
‘‘আর খোশগল্পের উত্তেজনা প্রশমন করুন, যা আপনাদের পেশায় প্রায়ই দেখা যায়,'' যোগ করেন তিনি৷
ভ্যাটিকানে এই সভায় তিনি উপস্থিত ২৩০ জনের এই দলটিকে সেইন্ট মার্টিনো দ্য পোরেস (১৫৭৯-১৬৩৯)-কে অনুসরণ করার আহ্বান জানান৷
তিনি চুল কাটতেন এবং শল্য চিকিৎসকও ছিলেন৷ বলা হয়, তিনি শূন্যে ভাসতে পারতেন, একসঙ্গে দুই জায়গায় থাকতে পারতেন, তড়িৎ রোগ সারাতে পারতেন এবং পশুপাখির ভাষা বুঝতেন৷ তিনি মিশ্রজাতির মানুষকে সহযোগিতা করতেন৷
সুদর্শন পুরুষ কেন মানুষকে কাছে টানে ?
‘গুড লুকিং’, অর্থাৎ সুদর্শন একজন পুরুষ আশেপাশের মানুষের কাছে সহজেই পছন্দনীয় হয়ে ওঠে৷ এমনটিই বলছেন একজন জার্মান বিশেষজ্ঞ৷ তাই তিনি পুরুষদের আকর্ষণীয় হয়ে ওঠার কিছু টিপসও দিয়েছেন৷
ছবি: picture-alliance/PhotoAlto/A. Minde
চুলের যত্ন
ভালো মানের শ্যাম্পু দিয়ে নিয়মিত চুল ধু’তে হবে৷ চুলে খুসকি হলে , তার উপযুক্ত বিশেষ শ্যাম্পু ব্যবহার করুন৷ বাড়তি কোনো কিছু ব্যবহারের প্রয়োজন নেই৷ শ্যাম্পু করার পর হেয়ার ড্রায়ারের হালকা তাপে চুল শুকিয়ে নিয়ে আচড়িয়ে ফেলুন৷ ব্যাস, পরিচ্ছন্ন দেখানোর বড় কাজটি কিন্তু হয়ে গেল!
ছবি: picture-alliance/dpa/M. Wuestenhagen
চোখের ঘুম ভাঙাতে...
সকালে চোখের ফোলাভাব কমাতে চোখের ওপর ঠান্ডা চোখের জেল ব্যবহার করতে পারেন৷ তাছাড়া চা পান করার পর টি-ব্যাগটি রাতে ফ্রিজে রেখে দিন৷ আর সকালে সেই ঠান্ডা কালো চায়ের ব্যাগটি কিছুক্ষণ চোখের আশেপাশে বুলিয়ে নিলেও ফোলাভাব কমে যাবে৷
ছবি: Colourbox
ত্বকের যত্ন
আমরা প্রথমেই তাকাই মানুষের মুখের দিকে৷ আর সেজন্য ত্বকের যত্ন জরুরি৷ পুরুষদের ত্বক সাধারণত একটু মোটা আর তেলতেলে হয়৷ তাই দিনে দু’বার অ্যান্টিব্যাকটেরিয়াল ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করে ফেসওয়াটার লাগিয়ে নিন৷ মাসে অন্তত দু’বার মুখে পিলিং বা স্ক্রাব ব্যবহার করাই যথেষ্ট৷
ছবি: picture alliance/dpa/C. Klose
দাড়ি ছাঁটা
আগে ‘ক্লিনশেভ’ পুরুষই ছিল সৌন্দর্যের প্রতীক৷ দিন পাল্টেছে৷ এখন তিন দিনের দাড়ি কিংবা পুরো দাড়ি রাখাটাই যেন ফ্যাশন৷ তাই দাড়ি রাখলে সবসময় সুন্দর করে ছেঁটে রাখুন৷ তা না হলে যত ফিটফাটই থাকুন না কেন,এলোমেলো লাগবে৷
ছবি: Fotolia/Kitty
পারফিউম
‘‘পুরুষের শরীরের গন্ধ নাকি নারীকে ‘উত্তেজিত’ করে তোলে- এমন একটা প্রবাদ প্রচলিত থাকলেও আজকের যুগে তা অচল’’, বলেন জার্মানির মিউনিখ শহরের বিউটিশিয়ান রোজিটা বাজটেক৷ তিনি মনে করেন, বরং ডিওডোরেন্ট বা পারফিউম পুরুষদের শরীরের অপ্রীতিকর গন্ধকে দূরে ঠেলে দেয়৷ তবে সুগন্ধি ব্যবহার করলেও তা যেন অতিরিক্ত গন্ধযুক্ত না হয়, কারণ, সুগন্ধির মাধ্যমে একজন মানুষের ব্যক্তিত্বেরও খানিকটা আঁচ পাওয়া যায়৷
পুরুষদের ত্বকও কিন্তু শুষ্ক হতে পারে, যা মাঝে মাঝে লাল হয় বা চুলকায়৷ ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে এরকম ত্বকের জন্য ইউরিক অ্যাসিড বা দুধযুক্ত ক্রিম ব্যবহার করা উচিত৷ আর হ্যাঁ, পুরুষদের জন্য তৈরি ক্রিম ব্যবহার করাই ভালো৷ কারণ, সেগুলোতে সাধারণত মেয়েলি বা ফুলের গন্ধ কম থাকে৷ পুরুষকে তো মেয়েরা পুরুষের মতোই দেখতে চায়, তাই না?
ছবি: Colourbox/YekoPhotoStudio/S. Rahunoks
আই ভ্রু
আই ভ্রু যখন এলোমেলোভাবে বেড়ে ওঠে তখন যে শুধু মেয়েদেরই দেখতে খারাপ লাগে, তা নয় কিন্তু৷ তাই বিউটিশিয়ানের পরামর্শ, মেয়েদের মতো অতটা নিয়মিত না হলেও, কিছুদিন পরপর আই ভ্রু ঠিকঠাক করে রাখা উচিত বলে জানান রোজিটা বাজটেক৷
ছবি: Fotolia/nenetus
হাতের নখ
অনেক ছেলেই হাতের নখের একদম যত্ন নেয় না৷ অথচ হাতের নখ সুন্দর করে কেটে, পরিস্কার করে খানিকটা হ্যান্ড ক্রিম লাগালেই হয়ে যায়৷ শুধু লক্ষ্য রাখতে হবে, হাতের ত্বক যেন শুষ্ক না থাকে৷ আপনার সঙ্গিনী যেন হাত ধরে আবার সাথে সাথেই ছেড়ে দিতে না চায়৷
ছবি: imago/J. Tack
পরিচ্ছন্ন থাকুন, নিজেকে সুস্থ রাখুন
দেখতে পরিস্কার-পরিচ্ছন্ন একজন পুরুষ শুধু অন্যদের আকর্ষণই করে না, সেই পুরুষ নিজেও তখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করে৷
ছবি: picture-alliance/blickwinkel/K. Thomas
9 ছবি1 | 9
সেই সেইন্টের জীবন থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘‘আপনারা প্রত্যেকে পেশাগত জীবনে ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারেন৷ এতে সমাজের সবার ভালো হবে৷''
২০১৫ সালে পোপ ভ্যাটিকানে গৃহহীনদের জন্য একটি চুল কাটার সেলুন খোলেন৷ সোমবার অন্য সব সেলুন বন্ধ থাকলেও এটি খোলা থাকে৷ স্বেচ্ছাসেবীরা সেখানে কাজ করেন৷