1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনর্থক কথা বলবেন না: নরসুন্দরদের বললেন পোপ

৩০ এপ্রিল ২০১৯

নাপিত বা নরসুন্দরদের প্রতি পোপ ফ্রান্সিসের আহ্বান, ‘‘অনর্থক কথা বলার উত্তেজনা প্রশমন করুন৷'' ষোড়শ শতকের এক সেইন্টের উদাহরণ টেনে তিনি তাঁকে অনুসরণ করার পরামর্শ দেন৷

Vatikan Papst Franziskus
ছবি: picture-alliance/ZUMA Wire/E. Inetti

সোমবার হেয়ারড্রেসার, হেয়ার স্টাইলিস্ট ও বিউটিশিয়ানদের সামনে বক্তব্য রাখছিলেন পোপ ফ্রান্সিস৷ এ সময় তিনি তাঁদের কাজের সময় অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করার পরামর্শ দেন৷

‘‘খ্রিস্টীয় পদ্ধতি অনুসরণ করুন৷ গ্রাহকদের দয়া ও সৌজন্য প্রদর্শন করুন৷ সু্ন্দর ও উৎসাহব্যঞ্জক বাক্য ব্যবহার করুন,'' বলেন তিনি৷ 

‘‘আর খোশগল্পের উত্তেজনা প্রশমন করুন, যা আপনাদের পেশায় প্রায়ই দেখা যায়,'' যোগ করেন তিনি৷

ভ্যাটিকানে এই সভায় তিনি উপস্থিত ২৩০ জনের এই দলটিকে সেইন্ট মার্টিনো দ্য পোরেস (১৫৭৯-১৬৩৯)-কে অনুসরণ করার আহ্বান জানান৷

তিনি চুল কাটতেন এবং শল্য চিকিৎসকও ছিলেন৷ বলা হয়, তিনি শূন্যে ভাসতে পারতেন, একসঙ্গে দুই জায়গায় থাকতে পারতেন, তড়িৎ রোগ সারাতে পারতেন এবং পশুপাখির ভাষা বুঝতেন৷ তিনি মিশ্রজাতির মানুষকে সহযোগিতা করতেন৷

সেই সেইন্টের জীবন থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘‘আপনারা প্রত্যেকে পেশাগত জীবনে ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারেন৷ এতে সমাজের সবার ভালো হবে৷''

২০১৫ সালে পোপ ভ্যাটিকানে গৃহহীনদের জন্য একটি চুল কাটার সেলুন খোলেন৷ সোমবার অন্য সব সেলুন বন্ধ থাকলেও এটি খোলা থাকে৷ স্বেচ্ছাসেবীরা সেখানে কাজ করেন৷

জেডএ/এসিবি (এএফপি, কেএনএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ