1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনলাইনে জার্মান সামরিক বাহিনীর গোপন মিটিং

৬ মে ২০২৪

ভিডিও কনফারেন্সের জন্য ব্যবহার করা ওয়েবএক্স প্ল্যাটফর্মে ত্রুটি থাকার কথা শনিবার স্বীকার করেছে জার্মানির সামরিক বাহিনী বুন্ডেসভেয়ার৷ এর আগে মার্চে জার্মান বিমানবাহিনীর কর্মকর্তাদের কথোপকথন অনলাইনে প্রকাশ করেছিল রাশিয়া৷

জার্মান সামরিক বাহিনীতে যোগদানের অনুষ্ঠান
এসব মিটিংয়ে দূরপাল্লার টাউরুস মিসাইল, যেটি ইউক্রেন চাইছে, এবং অনলাইন যুদ্ধের মতো স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছেছবি: Stefan Sauer/dpa/picture alliance

জার্মানির সাপ্তাহিক সংবাদপত্র ডি সাইট-এর অনলাইন সংস্করণ ‘সাইট অনলাইন' শনিবার জানায়, ওয়েবএক্স-এ সাধারণ সার্চ টার্ম ব্যবহার করে তাদের প্রতিবেদকেরা বুন্ডেসভেয়ারের ছয় হাজারের বেশি মিটিংয়ের খোঁজ পেয়েছেন৷ এরমধ্যে কিছু মিটিং গোপন থাকার কথা ছিল বলেও জানিয়েছে পত্রিকাটি৷ এসব মিটিংয়ে দূরপাল্লার টাউরুস মিসাইল, যেটি ইউক্রেন চাইছে, এবং অনলাইন যুদ্ধের মতো স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ এসব মিটিংয়ে দুই লাখ ৪৮ হাজার জার্মান সেনার অংশ নেওয়ার কথা৷

ওয়েবএক্স-এর নিজস্ব সংস্করণ ব্যবহার করে বুন্ডেসভেয়ার, যেটি সাধারণের ব্যবহার করা ওয়েবএক্সের চেয়ে বেশি নিরাপদ হওয়ার কথা৷

সাইট অনলাইন বলছে, মন্তব্যের জন্য বুন্ডেসভেয়ারের সঙ্গে যোগাযোগ করার পর তারা নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানতে পারে৷

বুন্ডেসভেয়ার বলছে, বিষয়টি জানার ২৪ ঘণ্টার মধ্যে ত্রুটি ঠিক করা হয়েছে৷ ‘‘অনুমোদন ছাড়া বা অংশগ্রহণকারীদের অজ্ঞাতে ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব ছিল না,'' বলে বুন্ডেসভেয়ারের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন৷ ‘‘সেজন্য় গোপন কোনো কন্টেন্ট কনফারেন্সের বাইরে যাওয়া সম্ভব না,'' বলেও মন্তব্য করেন তিনি৷

ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়া নিয়ে জার্মানির বিমানবাহিনীর চার কর্মকর্তার কথোপকথন গত মার্চে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছিলেন রাশিয়ার সরকার সমর্থিত আরটি চ্যানেলের প্রধান৷ ঐ চার কর্মকর্তার একজন ছিলেন বিমানবাহিনীর প্রধান ইঙ্গো গেয়ারহার্টৎস৷ সাইট অনলাইনের সাংবাদিকেরা এবারও তার অনলাইন মিটিং রুম খুঁজে পেয়েছেন৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ