1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনলাইনে ‘নিউ ইয়র্ক টাইমস’ পড়তে টাকা দিতে হবে

১৮ মার্চ ২০১১

প্রথমবার সফলতা না এলেও চার বছর পর আবার সেটা শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস৷ ফলে অনলাইনে তাদের কিছু নির্দিষ্ট প্রতিবেদন ও প্রবন্ধ পড়তে চাইলে পাঠকদের অর্থ খরচ করতে হবে৷

ছবি: picture-alliance/ dpa/dpaweb

প্রথম শুরু হয়েছিল ২০০৫ সালে৷ চলে দুই বছর৷ এরপর বন্ধ হয়ে যায়৷ এবার আবার শুরু হচ্ছে৷ প্রথমে ক্যানাডার পাঠকদের জন্য৷ এরপর এ মাসের ২৮ তারিখ থেকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের পাঠকদের জন্য৷

তবে পত্রিকার প্রিন্ট সংস্করণের যারা নিয়মিত গ্রাহক, তারা এই সিদ্ধান্তের বাইরে থাকবেন৷ মানে অনলাইনে পড়তে তাদের কোনো বাড়তি অর্থ লাগবে না৷

এদিকে যারা স্মার্টফোনে পত্রিকা পড়তে চান তাদের জন্য মাসিক চার্জ ১৫ ডলার৷ আর যারা ট্যাবলেট কম্পিউটারে পড়তে চান তাদের দিতে হবে মাসে ২০ ডলার৷ আর যারা দুটো মাধ্যমই ব্যবহার করতে চান তাদের জন্য চার্জ ধরা হয়েছে ৩৫ ডলার৷

নিউ ইয়র্ক টাইমস আশা করছে, এর ফলে তাদের আয় কিছুটা বাড়বে৷ উল্লেখ্য, বর্তমানে খবর পাওয়ার অনেক মাধ্যম হয়ে যাওয়ায় পত্রিকা বিক্রি কমে গেছে৷ তাই কমেছে বিজ্ঞাপনও৷ ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পত্রিকার আয়৷ এছাড়া ইদানিং অনলাইনে বিনামূল্যের বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে খবর পাওয়া যায়৷

যুক্তরাষ্ট্রের বড় সংবাদপত্রগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু ‘ওয়াল স্ট্রিট জার্নাল'ই অনলাইন প্রতিবেদন পড়ার জন্য তার পাঠকদের কাছ থেকে মাশুল নিয়ে থাকে৷ ব্রিটেনের ‘ফিন্যান্সিয়াল টাইমস'ও একই কাজ করেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ