1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইস বাকেট চ্যালেঞ্জ

আরাফাতুল ইসলাম২০ আগস্ট ২০১৪

উদ্দেশ্য মহৎ৷ অ্যামিওট্রপিক ল্যাটেরাল সক্লেরোসিস বা এএলএস নামক এক স্নায়ুবিক রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি৷ আর সে লক্ষ্যে শরীরে বরফ পানি ঢেলেছেন অসংখ্য মানুষ৷ তাঁদের মধ্যে রয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিও৷

ALS Ice Bucket Challenge (Facebook-Gründer Mark Zuckerberg)
ছবি: picture alliance/dpa

ইদানীং ফেসবুক বা টুইটার চালু করলেই পাওয়া যাচ্ছে শরীরে পানি ঢালার বিভিন্ন ছবি বা ভিডিও৷ মার্ক সাকারবার্গ থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্যন্ত সবাই এতে অংশ নিচ্ছেন৷ উদ্দেশ্য এএলএস অ্যাসোসিয়েশনের জন্য অর্থ সংগ্রহ৷ আর এ সংক্রান্ত ছবি বা ভিডিও অনলাইনে দেয়ার হ্যাশট্যাগ হচ্ছে #icebucketchallenge৷ এখন পর্যন্ত ঠিক কতজন মানুষ এভাবে শরীরে বরফ ঠান্ডা পানি ঢেলেছেন জানা যায়নি৷ তবে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গ মনোনয়ন দেয়ায় খোদ মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটসও তাতে সাড়া দিয়েছেন৷

শরীরে বরফ পানি ঢালার ক্ষেত্রে নিয়মটা বেশ সহজ৷ এতে অংশগ্রহণকারী তাঁর শরীরে বরফ পানি ঢালেন৷ এরপর তিনি তাঁর তিনজন বন্ধুকে একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানান৷ এই চ্যালেঞ্জ আবার ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে হবে৷ নতুবা ১০০ মার্কিন ডলার দান করতে হবে এএলএস ফাউন্ডেশনকে৷ তবে পানি ঢাললেও দান থেকে রেহাই নেই৷ সেক্ষেত্রে দিতে হবে দশ মার্কিন ডলার৷ পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন৷

বাদ নেই সংগীত শিল্পী লেডি গাগাও৷ তিনি আবার বেশ আয়েশ করে পানি ঢেলেছেন৷

তবে বাংলাদেশের সমাজকর্মী করভি রাকসান্দ আইস বাকেট চ্যালেঞ্জের একটি ভিন্ন দিক তুলে ধরেছেন৷ তাঁর মতে, এভাবে অনেক পানি অপচয়ও করা হচ্ছে৷ বিশেষ করে যেখানে কোটি কোটি শিশু সুপেয় পানির সংকটে রয়েছে, সেখানে এভাবে পানি অপচয় ঠিক নয় বলেও মত করভি'র৷ তাঁর পোস্ট করা ভিডিওটি রয়েছে এখানে:

তবে আলোচনা, সমালোচনা যাই থাক ‘আইস বাকেট চ্যালেঞ্জ' থেকে এএলএস ফাউন্ডেশনের অর্থ আয়ের পরিমান কিন্তু কম নয়৷ এনবিসি নিউজকে ফাউন্ডেশনটি জানিয়েছে, গত তিন সপ্তাহে এই অনলাইন হুজুগ থেকে তাদের আয় হয়েছে প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ