1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনলাইন ঘৃণা ঠেকাতে প্রাথমিক সাফল্য এসেছে: জাসিন্ডা আর্ডার্ন

২৬ নভেম্বর ২০২১

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় ৫১ জন প্রাণ হারিয়েছিলেন৷ হামলাকারী ঘটনাটি ফেসবুকে সরাসরি প্রচারও করছিলেন৷

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় ৫১ জন প্রাণ হারিয়েছিলেন৷ হামলাকারী ঘটনাটি ফেসবুকে সরাসরি প্রচারও করছিলেন৷
ছবি: PEC CEO Summit/ Xinhua/picture alliance

ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সেই সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ‘ক্রাইস্টচার্চ কল’ এক বৈশ্বিক কর্মসূচি শুরু করেছিলেন৷ এর উদ্দেশ্য ছিল অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করা৷ ৫০টির বেশি দেশ, আন্তর্জাতিক সংস্থা ও ফেসবুক, গুগল, টুইটার ও ফেসবুকের মতো প্রযুক্তি কোম্পানিগুলো এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে৷

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন শুক্রবার বলেন, ক্রাইস্টচার্চ কলের প্রথম লক্ষ্য সফল হয়েছে৷ ক্রাইস্টচার্চের মতো ঘটনার সরাসরি সম্প্রচার দ্রুত মুছে ফেলতে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিনরাত ২৪ ঘণ্টার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা গেছে৷ ‘‘এই ব্যবস্থা পরীক্ষা করার মতো বাস্তবে অনেক ঘটনা ঘটেছে এবং সেগুলো কার্যকরভাবে ঠেকানো গেছে,’’ রয়টার্সকে বলেন তিনি৷ আর্ডার্ন বলেন, ‘‘আমরা আগের চেয়ে আরো কার্যকরভাবে কাজ করতে পারছি বলে আমি বিশ্বাস করি৷’’

এই কর্মসূচিকে এগিয়ে নিতে চান তিনি৷ আর্ডার্ন বলেন, পরের ধাপ হচ্ছে প্রতিরোধে মনোযোগ দেয়া৷ মানুষ কীভাবে অনলাইনে ঘৃণাপূর্ণ ও সন্ত্রাসবাদে আগ্রহী করে তোলা কন্টেন্ট পাচ্ছে, সেটা দেখতে হবে৷ ‘‘অনলাইন প্ল্যাটফর্মগুলো যেন মৌলবাদ ছড়ানোর জায়গা হয়ে না ওঠে সেটা নিশ্চিত করতে আমরা সবাই ভূমিকা রাখতে পারি,’’ বলেন তিনি৷ এ ব্যাপারে প্রযুক্তি কোম্পানি ও বিশ্ব নেতৃবৃন্দকে ‘আরো অনেককিছু’ করতে হবে বলে মন্তব্য করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ