1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনলাইন নয় ক্রেতাদের পছন্দ সরাসরি কেনাকাটা

১৪ জুন ২০২১

জার্মানিসহ ইউরোপ, অ্যামেরিকা ও এশিয়ার বেশিরভাগ মানুষই পছন্দের জিনিস সরাসরি দোকান থেকে কিনতে আগ্রহী৷ ইউগোভ-এর করা এক আন্তর্জাতিক সমীক্ষার ফলে এমনই দেখা যাচ্ছে৷

ফাইল ফটোছবি: Rupert Oberhäuser/picture alliance

মার্কেট রিসার্চ ইনস্টিটিউট ইউগোভ এর করা আন্তর্জাতিক এই সমীক্ষায় অংশ নিয়েছেন অ্যামেরিকা, ইউরোপ  ও এশিয়ার ১৭টি দেশ থেকে  মোট ১৯ হাজার জন৷ জরিপে অংশগ্রহণকারীদের ৬২ শতাংশই জানিয়েছেন, দোকানে পণ্য দেখার পরই তার আসল মূল্যায়ণ করা সম্ভব৷ সে কারণেই তারা অনলাইনে নয়, সরাসরি দোকান ঘুরে জিনিস দেখতে আগ্রহী ৷ জার্মানি থেকে অংশ নেয়া শতকরা ৬৩ ভাগ মানুষ এই মত  প্রকাশ করেছেন৷ তাড়াতাড়ি এবং খুচরা ক্রয়ের জন্য সরাসরি দোকানই সুবিধাজনক বলে জানিয়েছেন শতকরা ৪৫ জন অংশগ্রহণকারী৷ বিষয়টি নিয়ে ভোক্তাদের কাছে চাওয়া হয়েছিল এ বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে৷ 

সোমবার প্রকাশিত ইউগোভের জরিপে দেখা যায়, কেনাকাটার জন্য দোকানির সাথে মুখোমুখি কথা বলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন শতকরা ৩৮ভাগ জার্মান৷ 

 এনএস/কেএম(ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ