অ্যামেরিকার মতো জার্মানিতেও এখন অনলাইন ভিডিও দেখে নিজের ফ্ল্যাটে বসেই এক্সারসাইজ করার প্রবণতা বাড়ছে – বিশেষ করে মহিলাদের মধ্যে৷ তবে এর যে শুধু ভালোর দিকটাই আছে, এমন নয়৷
বিজ্ঞাপন
বসবার ঘরেই ঘাম-ঝরানো এক্সারসাইজ! ট্রেন্ডটা এসেছে অ্যামেরিকা থেকে, জার্মানিতেও তার ভালোই চল৷ ‘ইউজার'-দের মধ্যে একজন হলেন ২৭ বছর বয়সি সারা ব্যোডেন – থাকেন বার্লিনে৷ সারার ফিগারটা মন্দ নয়, কিন্তু তিনি আরো কিছু ওজন কমাতে চান৷ তাই গত এগারো মাস ধরে তিনি অনলাইন ফিটনেস কোর্স ফলো করছেন৷
সারা পেশায় বিউটিশিয়ান৷ সপ্তাহে পাঁচদিন করে ট্রেনিং করেন, গড়ে ৩০ থেকে ৩৫ মিনিট৷ তাঁর ল্যাপটপেই ট্রেনিং ভিডিওগুলো চলে৷ তিনি বলেন: ‘‘আমি যে বিশেষ করে অনলাইন ফিটনেস সম্পর্কে আগ্রহী ছিলাম, এমন নয়৷ বরং ভিডিওটা দেখার সময় যে সব এক্সারইজগুলো নজরে পড়েছিল, সেগুলো বেশ ভালো লেগেছিল৷ সেই সঙ্গে নিজের মর্জি মতো এক্সারসাইজ করার সুযোগ৷''
সারা যে ফিটনেস প্রোগ্রামটি ব্যবহার করছেন, সেটির স্রষ্টা হলেন ইউলিয়ান সিটলভ এবং আলিনা শুল্টে ইম হফ৷ প্রোগ্রামটির ইউজার বা ব্যবহারকারীরা সপ্তাহে পাঁচটি করে ভিডিও পান৷ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ইউজাররা সরাসরি তাদের ট্রেনারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ আলিনা বললেন:
‘‘আমাদের পক্ষে এই ধারণাটা, অথবা এই গোটা কর্মসূচি সোশ্যাল মিডিয়া ছাড়া কাজই করত না, ইউজারদের সঙ্গে ‘ইন্টারঅ্যাক্ট' করতে আসলে আমাদের খুব ভালো লাগে – প্রত্যেকটা দিন তাদের সঙ্গে শেয়ার করতে, আবার সাথে সাথে একটা উত্তর পেতে৷ আজকাল সব কিছু এত বেশি দ্রুত হয়ে উঠেছে যে, কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর পাওয়া যায়৷ ইউজারদের এভাবে প্রোগ্রামের অঙ্গ করে তুলতে ভালো লাগে, ওদের কাছ থেকে খবর পেতে ভালো লাগে কিনা৷''
‘সাইজ জিরো'
ইউলিয়ান আর আলিনা প্রথমে পুরুষদের জন্য একটি ‘দশ সপ্তাহের কর্মসূচি' সৃষ্টি করেন৷ ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে তাঁরা মহিলাদের জন্য ‘সাইজ জিরো' ভিডিওটি বাজারে এনেছেন৷ এ যাবৎ ভিডিওটির ফলোয়ারের সংখ্যা দশ হাজার৷ নামটাই তো ‘ইন্টারেস্টিং'৷ আলিনা বললেন: ‘‘নামটার সাথে অ্যানোরেক্সি, মানে অতি রোগা হওয়ার কোনো সম্পর্ক নাই, বরং স্বাস্থ্যকর, নিয়মিত খাবার-দাবার এবং ওয়েট ট্রেনিং-এর সঙ্গে সম্পর্ক আছে৷'' তা সত্ত্বেও: আড়াই মাসের মধ্যে ৩০ কিলো ওজন কমানোর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে৷
প্রোগ্রামটির ভিডিও ফলো করার খরচ পড়বে মাসে ১৪০ ইউরো – যা কিনা ফিটনেস স্টুডিও-র মাসিক ফি-র অনুরূপ৷ বলতে কি, অধিকাংশ অনলাইন অফারগুলোও এর চেয়ে অনেক বেশি সস্তা৷ জার্মানিতে যে ধরনের অফার পাওয়া যায়, তার মধ্যে ‘নিউ মুভ'-এর জন্যে মাসে মাত্র দশ ইউরো দিতে হয়৷ ওদিকে ফিটনেস স্টুডিওরাও জানে যে, তাদের অনলাইন প্রতিদ্বন্দ্বী রয়েছে, এমনকি কয়েকটা ফিটনেস স্টুডিও অনলাইন ফিটনেস সংস্থাগুলিকে কিনে নিতে শুরু করেছে৷
আকর্ষণীয় ফিগার পেতে সহজ ১১ উপায়
আজকের যুগে মেদহীন আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে কে না চায়? সে জন্য স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অবশ্যই দরকার শরীর চর্চা৷ আর সেটা ঘরের কাজের মাধ্যমেই কিন্তু করা সম্ভব৷ জেনে নিন কীভাবে, দেখুন এই ছবিঘর৷
ছবি: Fotolia/Franz Pfluegl
আকর্ষণীয় ফিগার
আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ৷ যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে৷ আজকাল সুস্বাস্থ্য মানে সুস্থ, ফিট আর টান টান শরীরের কোনো মানুষ, যাঁকে যে কোনো পোশাকে মানায় এবং সবার মাঝে আকর্ষণীয় করে তোলে৷
ছবি: Fotolia/mars
ফিটনেস সেন্টার
শরীর চর্চা বা ব্যায়াম বললেই, অনেকে বোঝেন ফিটনেস সেন্টারে গিয়ে বিভিন্ন যন্ত্র বা প্রশিক্ষকের সাহায্যে দৈহিক সৌন্দর্য বাড়ানোর কিছু নিয়মকানুন৷ কিন্তু ফিটনেস সেন্টারে যাতায়াত এবং ব্যায়াম করার জন্য যে সময়ের প্রয়োজন৷ তাই সুন্দর ফিগার চাইলেও চাকরি, সংসার, ঘরের নানা কাজ ফেলে নিয়ম করে ফিটনেস সেন্টারের জন্য সময় খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না৷
ছবি: AP
ঘরের মেঝে মোছা
অথচ ঘরের কাজগুলো যদি নিজেই নিয়ম করে ঠিকমতো করে ফেলা যায়, তাহলে কিন্তু দুটোই সম্ভব৷ অর্থাৎ বাড়ি-ঘর পরিষ্কারের সঙ্গে সঙ্গে তা একই সঙ্গে স্বাস্থ্যকরও হলো, আবার শরীরও সুন্দর হলো৷ বিশেষ করে মেঝে বা সিঁড়ি মুছতে গেলে স্বাভাবিকভাবেই পেটে প্রচণ্ড চাপ পড়ে, ফলে পেটের মেদ সহজেই কমে যায়৷ নিয়ম করে মেঝে মুছলে পেট মসৃণ হয় আর কোমরের আকারও হয় সুন্দর৷
ছবি: picture alliance/dpa
জানালা পরিষ্কার
জানালার গ্লাস পরিষ্কার করতে গেলে হাত বার বার ওপরে-নীচে নামাতে তো হয়ই, এতে শরীরের অন্যান্য অঙ্গেরও নাড়াচাড়া হয়৷ কাজেই জানালা পরিষ্কার হওয়ার পাশাপাশি হাতের মাংসপেশী শক্ত হয় ও শরীরের বাড়তি মেদ কমে৷ বয়স বাড়ার সাথে সাথে অনেকের হাতের মাংসপেশী খানিকটা ঝুলে পড়ে, যা হাতের এই ব্যায়ামের মাধ্যমে কমানো সম্ভব৷
ছবি: Picture-Factory - Fotolia.com
দাড়িয়ে ঘরের কাজ
আগেকার দিনে মেয়েরা রান্না ঘরের সব কাজ বসে বসেই করতো৷ বসে কাজ করলে কেবল একটি কাজই করা যায়৷ কিন্তু দাড়িয়ে কাজ করলে একই সাথে রান্না, বাসন ধোয়া, কাটাকুটি এবং রান্নাঘরের অন্যান্য কাজও করা সম্ভব৷ এতে খানিকটা হাঁটাহাটির ফলে পায়েরও কিছুটা ব্যায়াম হয় এবং হাড় শক্ত থাকে৷ সঙ্গে সঙ্গে শরীরের মেদও জমতে পারে না সহজে৷
ছবি: Costa Pelechas
যন্ত্রপাতি পরিষ্কার রাখা
শরীরের সৌন্দর্যে সবচেয়ে বড় সমস্যা বা বাধা মোটা পেট বা ভুড়ি, যা খুবই দ্রুতগতিতে বাড়ে৷ মেঝেতে বসে কাপড় কাঁচলে বা আধা বসা অবস্থায় কাপড় ধোয়ার মেসিন ব্যবহার করলে বা সেটা পরিষ্কার করলে পেটে চাপ পড়ে৷ নিয়মিত এ ধরনের কাজ করলে পেটে চর্বি জমে কম৷ এতে নিজেকে মেদহীন দেখতে যেমন সুন্দর লাগে, অন্যদিকে যন্ত্রপাতি পরিষ্কার রাখার ফলে সেগুলোর আয়ুও বাড়ে৷
ছবি: Hansgrohe Bilderdienst
গাড়ি নিজেই পরিষ্কার করুন
আজকের ব্যস্ত জীবনে গাড়ির প্রয়োজন যেমন অনেক, তেমনি অনেকের আবার গাড়ির সখও কম নয়! তাই সখের মূল্যবান জিনিসটিকে ‘কারওয়াশ’-এ না দিয়ে বা ড্রাইভারকে ধুতে না বলে নিজেই ধুয়ে ফেলুন! এতে গাড়িটাও ঝকঝকে সুন্দর হবে, আবার নিজের শরীরটাও ফিট থাকবে৷ তখন দেখবেন যে কোনো আধুনিক পোশাকে নিজেকে কেমন স্মার্ট আর আকর্ষণীয় লাগছে!
ছবি: Fotolia/photoiron
বাগান করা
বাগান করা একটি সখের ব্যাপার৷ এ কাজটি ভালোভাবে করতে, অর্থাৎ শাক-সবজি, ফল আর সুন্দর ফুল ফোটাতে শরীরের বেশ পরিশ্রম হয়৷ বাগানপ্রেমীদের মেদহীন সুন্দর শরীর দেখেও অবশ্য তা বোঝা যায়৷ তাছাড়া বাগানপ্রেমীদের প্রকৃতির সাথেও থাকে নিবিড় সম্পর্ক৷ ফলে শরীর এবং মন দুটোই ভালো রাখতে সাহায্য করে বাগান৷
ছবি: Rido - Fotolia.com
পরিবেশবান্ধব বাগান
জার্মানিতে বহুদিন থেকেই বাগান কেনা বা ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে৷ যাঁরা ফ্ল্যাট বাড়িতে থাকেন, তাঁদের অনেকেই ফ্ল্যাটের কাছাকাছি কোথাও এ রকম বাগান করে থাকেন৷ ইদানীং কোনো কোনো অঞ্চলে পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে বিনে পয়সায়ও কিছু জমির খানিকটা অংশ কিছুদিনের জন্য দেওয়া হয়৷ এতে অবশ্য শর্ত থাকে যে, সেখানে শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য প্রাকৃতিক উপায়ে শাক-সবজি বা ফলের চাষ করতে যেতে পারে৷
ছবি: picture alliance / dpa
ছোট থেকেই অভ্যাস গড়ে তোলা
এশিয়ার দেশগুলোতে গৃহিনীরা ‘কাজের লোক’ বা গৃহক্রমী দিয়ে ঘরের কাজ করাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন৷ যদিও এ কাজটি করানোও সবসময় একেবারে সহজ নয়৷ তবে যাঁরা কাজের লোক না রেখে ছোটবেলা থেকে ঘরের কাজ বা নিজের কাজ নিজে করায় অভ্যস্ত হন, তাঁদের শরীরের গঠন ছোট থেকেই হয়ে ওঠে সুন্দর৷
ছবি: Getty Images
কাজের পর বিশ্রামও চাই
উপুড় হয়ে বাথটবটি নিজে হাতে ভালো করে পরিষ্কার করতে যে বেশ কিছুটা ক্যালোরি খরচ হবে, এতে কোনো সন্দেহ নেই৷ স্বাভাবিকভাবেই তারপর যে কেউ কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন, তাই না? ঝকঝকে সুন্দর বাথটবে পানি ভর্তি করে এতে ঢেলে দিন সুগন্ধী তরল সাবান৷ এবার নেমে পড়ুন পানিতে৷ আধঘণ্টা পর পানি থেকে উঠে শরীরটাকে মনে হবে একেবারে হালকা আর মনটা দারুণ ফুরফুরে!
ছবি: picture-alliance / Creasource
ঘরের কাজ করুন, সুন্দর থাকুন!
নিয়মিত যে কোনোভাবে শরীরচর্চা করলে অবশ্যই তার ফল পাওয়া যায়৷ আর তাই সুন্দর ফিগারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না৷ স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু সচেতনতা আর পাশাপশি কিছুটা হাঁটাহাটি বা বাড়ির কাজই করে দেবে যে কেউকে সুন্দর ফিগারের অধিকারী৷