1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য বব্স’-এ পিপীলিকা

আরাফাতুল ইসলাম৩ মে ২০১৪

ডয়চে ভেলের ‘দ্য বব্স’ প্রতিযোগিতায় অনলাইন ভোটাভুটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপীলিকা৷ বাংলাদেশের এই ওয়েব সার্চ ইঞ্জিনটি দ্য বব্স এর ‘মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনাল’ বিভাগে আরো ১৩টি ভাষার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ছে৷

Screenshot der Internetseite www.pipilika.com
ছবি: pipilika.com

ডয়চে ভেলের ‘দ্য বব্স‘ প্রতিযোগিতায় ভোট দেয়া যায় খুব সহজেই৷ এজন্য ভিজিট করুন www.thebobs.com/bengali ঠিকানা৷ এরপর সাইটটিতে ‘লগ-ইন' করুন ফেসবুক, টুইটার, ওপেন আইডি, ভিকন্টাক্ট কিংবা ডয়চে ভেলের আইডি ব্যবহার করে৷ ‘লগ-ইন' এর পর বিভিন্ন বিভাগে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেয়া যায়৷

২ মে পর্যন্ত ভোটের যে ফলাফল তাতে ‘মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনাল' বিভাগে পিপীলিকা ডটকম রয়েছে দ্বিতীয় অবস্থানে৷ প্রথম অবস্থানে থাকা ইউক্রেনীয় ফেসবুক পাতার সঙ্গে ভোটের ব্যবধানও অনেক৷ তাই আগামী কয়েকদিন ব্যাপক ভোট না পেলে পিপীলিকার পক্ষে ‘পিপলস চয়েস' অ্যাওয়ার্ড জয় দুরূহ হয়ে পড়বে৷ পিপীলিকাসহ প্রতিযোগিতায় থাকা অন্যান্য বাংলা ওয়েবসাইট, ফেসবুক পাতা বা অনলাইন উদ্যোগে ভোট দেয়া যাবে ৭ মে অবধি৷

পিপীলিকা কী?

পিপীলিকা ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘‘পিপীলিকা বাংলাদেশের প্রথম এবং একমাত্র অনুসন্ধান ইঞ্জিন যা বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কাজ করতে সক্ষম৷ এই উন্মুক্ত ওয়েব সার্ভিসটি সারা দেশের সাম্প্রতিক গ্রহণসাধ্য তথ্য অনুসন্ধান করতে সহায়তা করে৷ এটি দেশের প্রধান বাংলা ও ইংরেজী পত্রিকার সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে৷ পিপীলিকাতে বাংলা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের উপর গুরুত্ব দেয়ার চেষ্টা করা হয়েছে৷''

আরো যারা পিছিয়ে আছে

দ্য বব্স প্রতিযোগিতার অনলাইন ভোটাভুটিতে ২ মে পর্যন্ত ‘সেরা ব্লগ' বিভাগে মুক্ত-মনা ব্লগ দ্বিতীয় অবস্থানে, ‘সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম' বিভাগে গণজাগরণ মঞ্চ পঞ্চম অবস্থানে, ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' বিভাগে রাসেল-এর ব্লগ পঞ্চম অবস্থানে এবং গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে ‘উইমেন চ্যাপ্টার' তৃতীয় অবস্থানে রয়েছে৷ তবে ‘সেরা উদ্ভাবন' বিভাগে ভোটে প্রথম অবস্থানে রয়েছে বাংলাব্রেইল প্রকল্প৷ বাংলা ভাষার এসব প্রতিযোগীকে এগিয়ে নিতে প্রয়োজন নিয়মিত ভোট৷ ভোট দিতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য, ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতা শুরু হয় ২০০৪ সালে৷ এরপর ২০০৯ সালে এই প্রতিযোগিতায় বাংলা ভাষা যোগ হয়৷ বাংলা ভাষার বিভিন্ন ব্লগ, অনলাইন উদ্যোগ ইতোমধ্যে দ্য বব্স প্রতিযোগিতায় সাড়া জাগিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ