ডয়চে ভেলের ‘দ্য বব্স’ প্রতিযোগিতায় অনলাইন ভোটাভুটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপীলিকা৷ বাংলাদেশের এই ওয়েব সার্চ ইঞ্জিনটি দ্য বব্স এর ‘মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনাল’ বিভাগে আরো ১৩টি ভাষার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ছে৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের ‘দ্য বব্স‘ প্রতিযোগিতায় ভোট দেয়া যায় খুব সহজেই৷ এজন্য ভিজিট করুন www.thebobs.com/bengali ঠিকানা৷ এরপর সাইটটিতে ‘লগ-ইন' করুন ফেসবুক, টুইটার, ওপেন আইডি, ভিকন্টাক্ট কিংবা ডয়চে ভেলের আইডি ব্যবহার করে৷ ‘লগ-ইন' এর পর বিভিন্ন বিভাগে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেয়া যায়৷
২ মে পর্যন্ত ভোটের যে ফলাফল তাতে ‘মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনাল' বিভাগে পিপীলিকা ডটকম রয়েছে দ্বিতীয় অবস্থানে৷ প্রথম অবস্থানে থাকা ইউক্রেনীয় ফেসবুক পাতার সঙ্গে ভোটের ব্যবধানও অনেক৷ তাই আগামী কয়েকদিন ব্যাপক ভোট না পেলে পিপীলিকার পক্ষে ‘পিপলস চয়েস' অ্যাওয়ার্ড জয় দুরূহ হয়ে পড়বে৷ পিপীলিকাসহ প্রতিযোগিতায় থাকা অন্যান্য বাংলা ওয়েবসাইট, ফেসবুক পাতা বা অনলাইন উদ্যোগে ভোট দেয়া যাবে ৭ মে অবধি৷
‘দ্য বব্স’-এ বাংলা ভাষার পক্ষে লড়ছে যারা
ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’ এর ছয়টি মিশ্র বিভাগে লড়ছে ছয়টি বাংলা ব্লগ বা অনলাইন উদ্যোগ৷ ১৪টি ভাষার মধ্যে চলা এই প্রতিযোগিতার বাংলা প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে জানতে পারেন এখানে৷
ছবি: DW
ছয়টি মিশ্র বিভাগ
ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ডের ছয়টি বিভাগে ১৪টি ভাষার ওয়েবসাইট, ব্লগ বা অনলাইন উদ্যোগের মধ্যে অনলাইন ভোটাভুটির আয়োজন করা হয়৷ ভোটে বিজয়ীরা বিবেচিত হন ‘পিপলস চয়েস’ বিজয়ী হিসেবে৷ তাই আপনার পছন্দের প্রার্থীদের ভোট দিন নিয়মিত৷
ছবি: DW
বেস্ট ব্লগ: মুক্তমনা ব্লগ
মুক্ত-মনা শব্দটি ইংরেজি ‘ফ্রিথিংকার’ শব্দটির আভিধানিক বাংলা৷ বর্তমান সমাজে প্রচলিত ধর্মীয় উগ্রবাদ, কুসংস্কার, অদৃষ্টবাদের বিপরীতে একটি বিজ্ঞানমনস্ক এবং যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে এই ব্লগ৷ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সরকারি দমনপীড়নের শিকার ব্লগারদের পাশে দাঁড়িয়েছে মুক্ত-মনা৷
ছবি: mukto-mona.com
সেরা উদ্ভাবন: বাংলাব্রেইল
বাংলা ব্রেইল প্রকল্পের মাধ্যমে অন্ধ শিক্ষার্থীদের জন্য ব্রেইল এবং অডিও টেক্সট বই তৈরি করা হচ্ছে৷ বাংলাদেশে প্রায় দশ লাখ মানুষ অন্ধ এবং তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি৷ বাংলাব্রেইল প্রকল্প একটি স্বেচ্ছাসেবী প্রকল্প যা ক্রাউডসোর্সিং-এর নীতিতে পরিচালিত৷
ছবি: banglabraille.org
সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম: গণজাগরণ মঞ্চ
২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে নিহত হন এগারোশ’র বেশি মানুষ৷ শতাব্দীর ভয়াবহ এই ভবন ধসে আহত হন আড়াই হাজারের বেশি মানুষ৷ ভয়াবহ এই দুর্ঘটনার পর আহতদের সহায়তায় দ্রুত এগিয়ে আসে গণজাগরণ মঞ্চ৷ সাভারে দুর্ঘটনাস্থলের কাছে ‘ফিল্ড হাসপাতাল’ নির্মাণ করে আহতদের দ্রুত চিকিৎসা এবং প্রয়োজনে রক্ত সরবরাহ করেন মঞ্চের কর্মীরা৷ এভাবে জীবন বাঁচানো সম্ভব হয় অনেকের৷
ছবি: gonojagoronmoncho.com
মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনাল: পিপীলিকা
‘পিপীলিকা’ একটি ওয়েব সার্চ ইঞ্জিন৷ বিশেষত্ব হচ্ছে, এটা বিশ্বের একমাত্র সার্চ ইঞ্জিন যেটি মূলত বাংলাদেশি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে৷ অর্থাৎ কেউ সাইটটিতে কোনো কিছু খুঁজলে, শুরুতে এটা বাংলাদেশি ওয়েবসাইটগুলো থেকে সংগৃহীত ফলাফল দেখাবে৷ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দল সাইটটি তৈরি করেছেন৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানেকটিকাট বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় উচ্চশিক্ষা নেয়া রাসেল পারভেজ নিজের দেশ বাংলাদেশে বিজ্ঞানের যুক্তি দিয়ে ধর্মের নানা মতবাদ খণ্ডাতে ব্যস্ত৷ তবে এসব বিষয় নিয়ে তাঁর লেখা উগ্র ইসলামপন্থিদের ক্ষেপিয়ে তুলেছে৷ ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে তিনি সহ আরো চার ব্লগার কয়েক মাস জেল খেটেছেন৷ এখন তিনি জামিনে আছেন৷
ছবি: amrabondhu.com/rasel
গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড: উইমেন চ্যাপ্টার
বাংলাদেশের নারীদের জন্য এক বিকল্প মিডিয়া প্ল্যাটফর্ম ‘উইমেন চ্যাপ্টার’৷ তবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের নারীদের সম্পর্কিত বিভিন্ন ইস্যুকে এই প্ল্যাটফর্মে উৎসাহ যোগানো হয়৷ একই সঙ্গে নারীর সাফল্যকে স্বীকৃতি দিয়ে তাকে উৎসাহিত করার উদ্যোগও রয়েছে উইমেন চ্যাপ্টার-এ৷
ছবি: womenchapter.com
ভাষা বিভাগে আরো পাঁচ প্রতিযোগী
এছাড়া দ্য বব্স প্রতিযোগিতার ‘বাংলা’ ভাষাভিত্তিক বিভাগে রয়েছে পাঁচটি বাংলা ব্লগ বা অনলাইন উদ্যোগ৷ এ সব প্রতিযোগী সম্পর্কে জানতে এবং ভোটাভুটিতে অংশ নিতে ভিজিট করুন: http://thebobs.com/bengali/ ঠিকানা৷ আগামী ৭ মে পর্যন্ত প্রতিযোগিতায় ভোট দেয়া যাবে৷
ছবি: DW
8 ছবি1 | 8
পিপীলিকা কী?
পিপীলিকা ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘‘পিপীলিকা বাংলাদেশের প্রথম এবং একমাত্র অনুসন্ধান ইঞ্জিন যা বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কাজ করতে সক্ষম৷ এই উন্মুক্ত ওয়েব সার্ভিসটি সারা দেশের সাম্প্রতিক গ্রহণসাধ্য তথ্য অনুসন্ধান করতে সহায়তা করে৷ এটি দেশের প্রধান বাংলা ও ইংরেজী পত্রিকার সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে৷ পিপীলিকাতে বাংলা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের উপর গুরুত্ব দেয়ার চেষ্টা করা হয়েছে৷''
আরো যারা পিছিয়ে আছে
দ্য বব্স প্রতিযোগিতার অনলাইন ভোটাভুটিতে ২ মে পর্যন্ত ‘সেরা ব্লগ' বিভাগে মুক্ত-মনা ব্লগ দ্বিতীয় অবস্থানে, ‘সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম' বিভাগে গণজাগরণ মঞ্চ পঞ্চম অবস্থানে, ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' বিভাগে রাসেল-এর ব্লগ পঞ্চম অবস্থানে এবং গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে ‘উইমেন চ্যাপ্টার' তৃতীয় অবস্থানে রয়েছে৷ তবে ‘সেরা উদ্ভাবন' বিভাগে ভোটে প্রথম অবস্থানে রয়েছে বাংলাব্রেইল প্রকল্প৷ বাংলা ভাষার এসব প্রতিযোগীকে এগিয়ে নিতে প্রয়োজন নিয়মিত ভোট৷ ভোট দিতে ক্লিক করুন এখানে৷
উল্লেখ্য, ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতা শুরু হয় ২০০৪ সালে৷ এরপর ২০০৯ সালে এই প্রতিযোগিতায় বাংলা ভাষা যোগ হয়৷ বাংলা ভাষার বিভিন্ন ব্লগ, অনলাইন উদ্যোগ ইতোমধ্যে দ্য বব্স প্রতিযোগিতায় সাড়া জাগিয়েছে৷