কোথাও ঘুরতে গিয়ে হোটেল পছন্দ করার সময় অনেকেই রিভিউ দেখে সিদ্ধান্ত নেন৷ তবে এখন থেকে তা করতে গিয়ে একটু সতর্ক থাকলে আপনারই ভালো হবে৷
বিজ্ঞাপন
কারণ ব্রিটেনের কনজিউমার সংস্থা ‘হুইচ!’ সম্প্রতি মার্কিন কোম্পানি ট্রিপ অ্যাডভাইজার নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে৷ এতে দেখা গেছে, বিশ্বের শীর্ষ একশোটি হোটেলের মধ্যে ১৫টির রিভিউ ভুয়া৷ আর বাকিগুলোর রিভিউ-এর ক্ষেত্রেও গভীর সন্দেহ দেখা গেছে৷
কায়রোর এক হোটেলের পাঁচ তারকাবিশিষ্ট রিভিউ-এর প্রায় ৮০ শতাংশ এসেছে প্রথমবার রিভিউ করা অতিথিদের কাছ থেকে৷
ইউরোপ যেভাবে সামলাচ্ছে পর্যটকের ঢল
পর্যটকবাহী জাহাজে সয়লাব নৌবন্দর, ট্যুর বাসে রাস্তায় যানজট, ইউরোপের বিভিন্ন অঞ্চলে এটিই এখন বাস্তবতা৷ এই উপচেপড়া পর্যটকের ঢল সামলাতে বিভিন্ন শহর নিয়েছে বিভিন্ন ব্যবস্থা৷ দেখুন ছবিঘরে৷
ছবি: AFP/M. Medina
বসা যাবে না
ইটালির রাজধানীর অন্যান্য অনেক আকর্ষণের একটি- স্প্যানিশ স্টেপস৷ কিন্তু সেই সিঁড়িতে বসে সেলফি তোলায় এতটাই সময় পার করেন পর্যটকরা, যে ভিড়ের কারণে হাঁটাচলাই অসম্ভব হয়ে পড়ে৷ ফলে এবার শহর কর্তৃপক্ষ এই বিখ্যাত সিঁড়িতে বসাই নিষিদ্ধ করে দিয়েছে৷ নিষেধ অমান্যে পুলিশ ৪০০ ইউরো পর্যন্ত জরিমানা করতে পারে৷
ছবি: Reuters/R. Casilli
ক্রুজ জাহাজের অত্যাচার
এই ধরনের ছবি ইটালির ভেনিসের নিত্যদিনকার চিত্র৷ শহরের মধ্যে খালগুলোতেও পর্যটকবাহী জাহাজ ঢুকে যাওয়ায় একদিকে স্থানীয়দের চলাচলের সমস্যা হয়, অন্যদিকে বাড়ে দুর্ঘটনার আশঙ্কাও৷ স্থানীয়রা দীর্ঘদিন ধরে জাহাজগুলো ঢুকতে না দেয়ার দাবি জানিয়ে আসছেন৷ কর্তৃপক্ষও এমন জাহাজের সংখ্যা নির্দিষ্ট করে দেয়ার কথা ভাবছে৷
ছবি: AFP/M. Medina
ট্যুরিজমের ধাক্কায় ধকলে স্পেন
সমুদ্রসৈকত থেকে শুরু করে শহর, ট্যুরিস্ট স্পটগুলোতে স্থানীয় মানুষেরই দেখা পাওয়া মুশকিল৷ বার্সেলোনার মতো শহরে পর্যটকদের আনাগোনা এত বেড়ে যাওয়ায়, বাড়িভাড়া ও খাবারের দামও বেড়ে যাওয়ায় স্থানীয়রাই বাধ্য হচ্ছেন শহর ছাড়তে৷ ত্যক্ত-বিরক্ত হয়ে শহরের মেয়র জাহাজ আটকে দেয়া ও বিমানবন্দর সম্প্রসারণ বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছেন৷
ছবি: Getty Images/D. Ramos
ক্রোয়েশিয়ার যন্ত্রণা ‘গেম অব থ্রোনস’
জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর শ্যুটিংস্পটগুলো পর্যটকদের জন্য হয়ে দাঁড়িয়েছে নতুন আকর্ষণ৷ ২০১৯ সালে রেকর্ড পরিমাণ পর্যটক উপস্থিত হয়েছেন দুব্রোভনিকের কিংস ল্যান্ডিং এবং অন্যান্য স্পট দেখতে৷ এরই মধ্যে সাত লাখ ছাড়িয়েছে এ সংখ্যা, যা ২০১৮ সালের চেয়ে ২০ শতাংশ বেশি৷ ক্রোয়েশিয়ার পর্যটন মন্ত্রণালয় এরই মধ্যে জাহাজের সংখ্যা সীমিত করে দিয়েছে৷ ২০২০ সালে এ সংখ্যা আরো কমিয়ে দেয়ার চিন্তা করা হচ্ছে৷
ছবি: Imago Images/Pixsell
হিমশিম নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের ভেনিসখ্যাত গিথোর্ন গ্রামে শুধু চীনা পর্যটকই আসেন বছরে সাড়ে তিন লাখ৷ ভিড় ঠেকাতে ডাচ ট্যুরিস্ট বোর্ড নিজেরা সব ধরনের প্রচার বন্ধ রেখেছে৷ আমস্টারডামে নতুন কোনো হোটেল ও স্যুভেনির শপ স্থাপনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷ উন্মুক্ত স্থানে মদ্যপানের জন্য জরিমানার ব্যবস্থাও করা হয়েছে৷
ছবি: Getty Images/AFP/R. V. Lonkhuijsen
হপ-অন, হপ-অফে নিষেধাজ্ঞা
২০১৮ সালে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় ছিল ফ্রান্সে৷ প্রায় নয় কোটি পর্যটক ভ্রমণ করেছেন দেশটিতে৷ যানজট কমাতে জুলাই মাসে প্যারিস শহরের কেন্দ্রে সব ধরনের পর্যটকবাহী বাস চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এ বছরের শেষেই কার্যকর হবে এ নিষেধাজ্ঞা৷
ছবি: picture-alliance/NurPhoto/J. Porzycki
রেকর্ড ভাঙলো ভিয়েনা
২০১৯ সালের অর্ধেক শেষ না হতেই অতীতের রেকর্ড ভেঙে পর্যটকরা ভ্রমণ করেছেন অস্ট্রিয়ার রাজধানী৷ ট্যুরিজম অফিস এতে খুব খুশি হলেও কিভাবে বাড়তি ঢল সামলানো যাবে, তা নিয়ে বেশ চিন্তিত৷ বিশেষ করে দানিয়ুব নদীতে নৌকার ভিড় বেশ ভোগাচ্ছে শহর কর্তৃপক্ষকে৷ এয়ারবিএনবির সংখ্যা সীমিত করে দেয়ার কথাও ভাবছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/Xinhua/G. Chen
7 ছবি1 | 7
হুইচ! এর কাছ থেকে এই তথ্য পাওয়ার পর ট্রিপ অ্যাডভাইজার তাদের ‘কায়রোর সেরা' তালিকা থেকে ঐ হোটেলের নাম বাদ দিয়েছে৷
এছাড়া লাস ভেগাসের দুটি হোটেলের পাঁচ তারকা রিভিউ-এর প্রায় অর্ধেক রিভিউ এসেছে প্রথমবার রিভিউকারীদের কাছ থেকে৷
হুইচ! এর নাওমি লেচ বলছেন, ‘‘ভুয়া রিভিউ ঠেকাতে ট্রিপ অ্যাডভাইজারের ব্যর্থতা এবং এসব হোটেলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে না পারার কারণে পর্যটকদের ছুটি মাটি হওয়ার আশঙ্কায় পড়েছে৷''
ট্রিপ অ্যাডভাইজারের মুখপাত্র জেমস কে বিবিসিকে বলেছেন, তারা খুব সক্রিয়ভাবে ভুয়া রিভিউ মোছার উদ্যোগ নিয়েছেন৷ ‘‘অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে আমরা এমন কাজ বেশি করছি,'' বলে জানান তিনি৷
হুইচ!-এর জরিপ এমন এক সময় প্রকাশিত হলো যখন ব্রিটেনের কম্পিটিশন অ্যান্ড মার্কেটস কর্তৃপক্ষ ভুয়া ও প্রতারণামূলক অনলাইন রিভিউ বিক্রি ঠেকানোর উদ্যোগ নিচ্ছে৷ ইতিমধ্যে তারা ফেসবুক ও ইবে-কে তাদের সাইটে ভুয়া রিভিউ বিক্রি বন্ধ করতে বলেছে৷
চট্টগ্রামের অসামান্য সুন্দর জলপ্রপাত
বাংলাদেশের প্রাকৃতিক ঝরনাগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রামের ‘খৈয়াছড়া’ আর ‘সহস্রধারা’৷ আরো কিছু ছোট ছোট পাহাড়ি ঝরনাও আছে এ এলাকায়৷ ঢাকা থেকে রাতের বাসে গিয়ে সারা দিন এ জলপ্রপাতগুলো ঘুরে দেখে আবার রাতের বাসেই ফিরে আসা যায়৷
ছবি: DW/M. Mamun
ধাপে ধাপে
পাহাড়ের গায়ে গায়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈয়াঢালা জাতীয় উদ্যান৷ উদ্যানের কাছের পাহাড় থেকে নেমে আসা অনিন্দ্য সুন্দর এই জলপ্রপাতের নাম খৈয়াছড়া৷ একে একে নয়টি বড় ধাপে এ জলপ্রপাতটি থেকে অনবরত জলের ধারা নেমে আসে৷ এছাড়া ছোট আরো অনেকগুলো ধাপ আছে এ জলপ্রপাতে৷ সারা বছর এগুলোতে পানির প্রবাহ কম থাকলেও বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে প্রবাহ খুব বেশি থাকে৷
ছবি: DW/M. Mamun
সরু পিচঢালা পথ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ছাড়িয়ে আরো কিছুটা সামনে গেলে বড় তাকিয়া বাজার৷ এর আগেই হাতের বাঁয়ে সহজেই চোখে পড়বে খৈয়াছড়া জলপ্রপাতের সাইনবোর্ড৷ এখান থেকে সরু পিচঢালা পথটি চলে গেছে ভেতরের দিকে৷ এক কিলোমিটার সামনে গেলেই চোখে পড়বে ঢাকা-চট্টগ্রামের রেল লাইন৷ সেখান থেকে মেঠো পথ ধরে সামান্য পথ হাঁটার পরে একটি ঝিরিপথ৷
ছবি: DW/M. Mamun
আরো খানিকটা নীচে
খাড়া পাহাড়ের গা বেয়ে ওঠার পরে আবারো বেশ কিছুটা নীচে নামার পরে খৈয়াছড়ার দ্বিতীয় ধাপ৷ এ ধাপটি প্রথম ধাপ থেকে একেবারেই আলাদা৷ সরু জায়গা থেকে প্রবাহিত ঝর্ণাধারা একটু নীচে এসেই প্রসারিত হয়ে গেছে এখানে৷
ছবি: DW/M. Mamun
ওঠা কঠিন নয়
দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপটি আরো বেশি স্বতন্ত্র৷ এ জায়গা থেকে তিনটি ধাপের প্রবাহ ভালোভাবে দেখা যায়৷ এ জায়গাটি গোসল করার জন্যও বেশ ভালো৷ অনেকটা বড়সড় পুকুরের মতো জলাধার আছে এখানে৷ এখান থেকে একেবারে ঝরনার পাশ থেকে খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে চতুর্থ ধাপে৷ তবে এ ধাপ থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ধাপের উচ্চতা তুলনামূলকভাবে কম৷ ওঠাও বেশ সহজ৷
ছবি: DW/M. Mamun
অন্যরকম
খৈয়াছড়ার অষ্টম ধাপটি একটু উঁচুতে৷ তবে এ ধাপটি বেশ প্রসারিত৷ এখানে বেশ উঁচু থেকে পাহাড়ের নিঃশব্দতাকে ছাপিয়ে নিচে অনবরত পড়ে হিম শীতল পানি৷
ছবি: DW/M. Mamun
এখানে ওঠা কিন্তু কষ্টসাধ্য
খৈয়াছড়ার সবশেষ ধাপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে৷ এখানেও ঝরনাধারা পতনস্থলে মাঝারি আকারের একটি জলাশয় আছে৷ খৈয়াছড়ার সর্বশেষ এ ধাপটিতে ওঠা বেশ কষ্টসাধ্য৷
ছবি: DW/M. Mamun
নষ্ট হচ্ছে পরিবেশ
খৈয়াছড়া জলপ্রপাতে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল৷ রক্ষণাবেক্ষণ ও যত্নের মারাত্মক আভাব এবং পর্যটকদের দায়িত্বহীন কার্যকলাপের কারণে সুন্দর এ পর্যটন কেন্দ্রটির পরিবেশ দিনদিন নষ্ট হচ্ছে৷
ছবি: DW/M. Mamun
সুন্দর দীর্ঘ পথ
মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহসড়কের নয়দুয়ারীর হাট এলাকায় তিন-চার কিলোমিটারের মধ্যে তিনটি অসাধারণ ঝরনা কুপিকাটাখুম, মিঠা ছড়া এবং বান্দরখুম৷ এই ঝরণাগুলোতে যাবার সুন্দর দীর্ঘ ঝিরিপথটি নাপিত্তাছড়া নামে পরিচিত৷
ছবি: DW/M. Mamun
ঝরে পড়ছে অবিরাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ড ইকোপার্কের ভেতরে দুটি সুন্দর ঝরনা ‘সুপ্তধারা’ আর ‘সহস্রধারা’৷ সুপ্তধারা ঝরনাটি স্থানীয়ভাবে ‘ছোট ঝরনা’ নামে পরিচিত৷ কিন্ত এটি মূলত ছোট কোনো ঝরনাই নয়৷ এখানে উঁচু পাহাড়ের উপর থেকে অনবরত তিনটি ধারা বহমান৷ তবে টানা কয়েকদিন বৃষ্টি না হলে তিনটি ধারার একটিতে পানি কমে যায়৷
ছবি: DW/M. Mamun
সহস্রধারা
সীতাকুণ্ড ইকো পার্কের ভেতরে পাহাড়ের উপরে উঠে আবার নীচে নেমে আসে সহস্রধারা ঝরনা৷ এটিরও নামের সাথে মিল খুঁজে পাওয়া যায় না৷ স্থানীয়দের কাছে এটির নাম ‘বড় ঝরনা’৷ একটি মাত্র ধারা পাহাড়ের গা বেয়ে প্রবাহমান এখানে৷ এ ঝরনায় যেতেও ইকোপার্ক থেকে পাহাড়ের নীচে নামতে হয়৷