1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পর্নোগ্রাফি’ বন্ধের দাবি

২ জুন ২০১৪

অনলাইন সংবাদপত্রের নামে ‘পর্নোগ্রাফি’ বন্ধের দাবি জানিয়ে একটি ফেসবুক ইভেন্ট চালু করেছেন একদল অনলাইন অ্যাক্টিভিস্ট৷ তাঁরা মনে করেন, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে গুগল বাংলা সার্চে প্রদর্শিত অশ্লীল পাতাগুলো বন্ধ করে দেয়া উচিত৷

Symbolbild Online Konsum von Pornographie im Internet
প্রতীকী ছবিছবি: Fotolia/morrbyte

ফেসবুক ইভেন্টের শিরোনাম, ‘‘অনলাইন সংবাদপত্রের নামে পর্ণগ্রাফি বন্ধ করুন - দয়া করে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচান!'' ইতোমধ্যে চার হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকে এই ইভেন্টে অংশ নিতে আহ্বান জানিয়েছেন একদল অনলাইন অ্যাক্টিভিস্ট৷ আগামী ১৩ জুন তাঁরা শাহবাগে ‘পর্নোগ্রাফি' বন্ধের দাবিতে সমবেত হতে চান৷

ফেসবুক ইভেন্টটির সঙ্গে সম্পৃক্তরা কিছু করণীয়ও নির্ধারণ করেছেন৷ ‘গুগল ডক' ব্যবহার করে তাঁরা বিভিন্ন অনলাইন সংবাদপত্রে প্রকাশিত ‘অশ্লীল নিউজের' তালিকা তৈরি শুরু করেছেন৷ উদ্দেশ্য হচ্ছে ‘‘সমস্ত অশ্লীল পাতাগুলোর একটা তালিকা করে, বিটিআরসি অথবা বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় নির্দিষ্ট পাতাগুলো অথবা পুরো অশ্লীল পত্রিকাটা বন্ধ করে দেয়া৷''

এই ফেসবুক ইভেন্ট বেশ সাড়া জাগিয়েছে৷ শামিম এইচ চৌধুরী ইভেন্ট পাতায় লিখেছেন, ‘‘তথ্য নির্ভর, দেশ ও জাতির সম্মান ও উন্নয়নের কথা মাথায় রেখে সংবাদ উপস্থাপন করার জন্য, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি অনুরোধ রইলো৷''

অনিরুদ্ধ অধিকারী নামক অপর এক ফেসবুক ব্যবহারকারী এই উদ্যোগ আরো বিস্তৃত করার অনুরোধ করেছেন৷ ইভেন্ট পাতায় তিনি লিখেছেন, ‘‘আমি মনে করি কেবল সাংবাদিকতা বা সংবাদপত্রেই নয়, আইআইজি লেভেল ফিল্টার বসিয়ে পর্নো নিয়ন্ত্রণ করা উচিত৷ নচেৎ এই প্রজন্ম পুরোপুরি অন্ধকারময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করতে বাধ্য হবে৷''

তিনি লিখেছেন, ‘‘পর্নো দেখার চেয়ে পর্নের সাইড ইফেক্ট নিয়ে কথা বলতে আমরা বেশি লজ্জাবোধ করি, সেটাই সমস্যা৷ একটু বদলাতে হবে নিজেকে৷''

প্রসঙ্গত, অনলাইন পর্নোগ্রাফির বিস্তৃতি প্রতিরোধের দাবি নিয়ে বাংলা ব্লগেও বিভিন্ন নিবন্ধ রয়েছে৷ সামহয়্যার ইন ব্লগে আবু উযাইর এই বিষয়ে লিখেছেন, ‘‘পেপারে, খবরে দেখছি ছোট ছোট কিশোর কিশোরীর দল পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে৷ আমরা ভাবছি, আমার সন্তানটা নিশ্চয়ই এতোটা খারাপ হবেনা৷''

আমারব্লগে মনিরুজ্জামান পর্নোগ্রাফি বন্ধে ‘ফ্যামিলি ফিল্টারিং ব্যবস্থার' দাবি জানিয়েছেন৷ এক নিবন্ধে তিনি লিখেছেন, ‘‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে দেখলাম আমেরিকায় যৌনতা বা পর্নোগ্রাফি বন্ধে ফ্যামিলি ফিল্টারিং ব্যবস্থা হচ্ছে অর্থাৎ আইপি অ্যাড্রেস দিয়ে তা বন্ধ করা হবে যেমনটি আছে সিংগাপুর বা সৌদি আরবে৷ ওখানে কেউ চাইলেও পর্নোগ্রাফি দেখতে পারবে না৷ আমাদের দেশে তা চালু করা হোক৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ