1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনশন করে গুরুতর অসুস্থ আরো এক জুনিয়র ডাক্তার

১৪ অক্টোবর ২০২৪

রোববার রাতে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয় পুলস্ত্যকে। মোট চারজন অনশনকারী সিসিইউতে।

অসুস্থ আরো এক চিকিৎসক
অনশনরত চার ডাক্তার হাসপাতালেছবি: Subrata Goswami/DW

সাতদিন টানা অনশন করার পর রোববার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যকে। কার্যত অচেতন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে।

মেডিসিনের প্রধান জয়দীপ দেব তাকে পরীক্ষা করে প্রাথমিক ওষুধ দেন। আরো কিছু টেস্ট করা হবে বলে জানিয়েছেন তিনি। জয়দীপ জানিয়েছেন, টানা সাতদিন অনশন করার ফলে পুলস্ত অচেতন হয়ে পড়েছেন। তার পেটে ব্যথা হচ্ছিল। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, তার শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যাসিডের মাত্রায় তারতম্য হয়েছে। হাসপাতালে এনে দ্রুত সেলাইন চালানো হলেও তার অবস্থা এখনো সংকটজনক বলে জানিয়েছেন জয়দীপ।

পুলস্তের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি বোর্ড তৈরি করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন। এর আগে শনিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় আরেক অনশনরত জুনিয়র ডাক্তার অনুষ্টুপকে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সংকট কাটেনি। আরজি করে এখনো ভর্তি অনিকেত মাহাতো। তার অবস্থা কিছুটা স্থিতিশীল। অন্যদিকে উত্তরবঙ্গে অনশন করছিলেন অলোক বর্মা। তাকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিলেও অলোকের সংকট এখনো কাটেনি।

আংশিক কর্মবিরতিতে বহু হাসপাতাল

এদিকে জুনিয়র ডাক্তারদের সংহতি জানাতে সরকারি হাসপাতালের পাশাপাশি বহু বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও সোমবার থেকে আংশিক কর্মবিরতি শুরু করছেন। অ্যাপোলো, উডল্যান্ড, পিয়ারলেস-সহ প্রায় ৩০টি হাসপাতালের কনসালট্যান্ট চিকিৎসকেরা চিঠি দিয়ে জানিয়েছেন, ৪৮ ঘণ্টা তারা শুধুমাত্র জরুরি বিভাগে চিকিৎসা করবেন। ওপিডি-সহ সমস্ত নন-এমার্জেন্সি পরিষেবা বন্ধ থাকবে। এরপরেও যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলন আরো তীব্র হবে। বস্তুত, সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে সোমবার থেকে এই আন্দোলন শুরু হলে স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

চিকিৎসক পুণ্যব্রত গুণ ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''এরপরেও যদি রাজ্য সরকার সমাধানসূত্র খুঁজতে আলোচনায় না বসে, তাহলে পরিস্থিতি আরো কঠিন হবে।''

মুখ্যসচিবের বৈঠক প্রস্তাব

সোমবার বেলা ১২টায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ একাধিক চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বেলা ১২টায় স্বাস্থ্যভবনে তাদের বৈঠকে ডাকা হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, প্রতিটি সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি এই বৈঠকে যোগ দিতে পারবেন। তবে তাদের নাম আগে থেকে ইমেল করে জানিয়ে দিতে হবে।

সিনিয়র চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির সঙ্গে তারা সহমত। সরকার যত দ্রুত সেই দাবিগুলি মেনে নেবেন, তত দ্রুত স্বাস্থ্য ব্যবস্থায় সংস্কার আনা সম্ভব হবে। বস্তুত, আইএমএ-এর সর্বভারতীয় প্রধান আগেই অনশন মঞ্চে এসে কথা বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। তিনিও সম্পূর্ণ সমর্থন জানিয়ে গেছেন আন্দোলনকারীদের।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ