1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনশনে প্রেমিকা ফেরত

৬ জুন ২০১৯

আট বছরের প্রেম ফিরে পেতে টানা দু'দিন অনশন-ধর্নায় বসেছিল পশ্চিমবঙ্গের ধূপগুড়ি শহরের তরুণ অনন্ত ৷ অবশেষে তার প্রেমিকা, লিপিকা'র সাথে সম্পন্ন হয়েছে বিয়ে৷ প্রেমিকা ফিরে পাওয়ার সেই ভিডিও এখন ভাইরাল৷

Symbolbild Paar Pärchen Liebe Beziehung Jugend
ছবি: picture-alliance/maxppp/

টানা দু'দিন অনশন করে অনন্ত ফিরে পেল প্রেমিকা লিপিকাকে, বিয়েতে শেষ এই মিলনাত্মক নাটক৷  

ধর্নায় বসা অনন্ত'র দু‘হাতে ধরা দু‘টি প্ল্যাকার্ড৷

একটি প্ল্যাকার্ডে লেখা ‘আমার আট বছর ফিরিয়ে দাও', আরেকটিতে লেখা ‘আমার ভালোবাসার দাম দাও'৷

এই দুই প্ল্যাকার্ড আর সোশাল মিডিয়ার জোরে বর্তমানে ভাইরাল হয়েছে অনন্ত-লিপিকা'র গল্প৷

শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও পরিবারের চাপে পড়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাদের বিয়েও! সেই বিয়ের ভিডিও নিয়ে ফেসবুক থেকে ভারতের বাংলা সংবাদমাধ্যম তোলপাড়!

(ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে)

এর সাথে, একাধিক সংবাদমাধ্যমে চলছে এই প্রেম ও বিয়েতে লিপিকা'র মত থাকা বিষয়ে নানা আলোচনা৷ ভিডিওতে অনন্তকে দেখা যাচ্ছে পরিবার-প্রতিবেশিদের উপস্থিতিতে লিপিকাকে সিঁদুর পরাতে৷ কিন্তু লিপিকার চেহারায় নেই কোনো হাসি বা আনন্দের ছাপ৷

ধর্নায় বসে সামাজিক চাপ সৃষ্টি করে একরকম জোর করে বিয়ে করা হয়েছে, বলে অনেকের ধারণা৷ অন্যদিকে বেশ কিছু সংবাদমাধ্যমে এই বিয়েকে দেখানো হচ্ছে প্রেমের নৈতিক জয় হিসাবে৷

নানা তর্ক-বিতর্কের মাঝেই ফেসবুকের বিভিন্ন প্রোফাইলে অনন্ত-লিপিকার সিঁদুরদানের এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১০ লাখবারের কাছাকাছি৷ শেয়ারও হয়েছে কয়েক হাজারবার৷

সত্যিই কি এক্ষেত্রে হয়েছে প্রেমের জয়? 

এসএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ