1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনশন চালিয়ে যাবেন বাবা রামদেব, যোগ দেবেন আন্নাও

২ জুন ২০১১

দুর্নীতি এবং কালো টাকা কাণ্ডে ৪ঠা জুন পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় যোগগুরু বাবা রামদেব৷ আর রামদেব’এর এই অনশনে এবার যোগ দিচ্ছেন সমাজসেবী আন্না হাজারেও৷

Baba, Ramdev, Yoga, Indien
যোগগুরু বাবা রামদেবছবি: DW

হ্যাঁ, খবরটা এরকমই৷ তাই বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়েছে উচ্চ পর্যায়ের এক বৈঠক৷ সাধারণত এই ধরণের বৈঠক ডাকা হয়ে থাকে শুক্রবারে৷ কিন্তু, ব্যাপারটায় জড়িয়ে আছেন স্বয়ং রামদেব৷ তাও এই তো ক'দিন আগেই, দুর্নীতি দমনে আন্না হাজারের অনশনে, দুর্নীতি নিয়ে নানা প্রশ্নকে ঘিরে উত্তাল হয়েছে সারা দেশ৷ তাই নতুন আতঙ্কেই তড়িঘড়ি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ উপস্থিত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রণব মুখোপাধ্যায়, এ.কে অ্যান্টনি, পি চিদম্বরম এবং আহমেদ পটেল৷

সমাজসেবক আন্না হাজারেছবি: UNI

গতকাল, অর্থাৎ বুধবারও রামদেব'কে বোঝাতে চার মন্ত্রী গিয়েছিলেন দিল্লি বিমানবন্দরে৷ ফল হয় নি৷ আর আজ জানা গেল, আগামী শনিবার পর্যন্ত অনশন চলবে বাবা'র৷ ৫ই জুন থেকে সেই অনশনে সামিল হবেন সমাজসেবক আন্না হাজারে৷

এই সেই হাজারে, যিনি সরকারকে সরাসরি দুষেছিলেন৷ তাঁর বক্তব্য, লোকপাল বিল ইস্যুতে সরকার পরিস্কার ভাবেই তাদেরকে ঠকিয়েছে৷ তাই রামদেব'কে তাঁর পূর্ণ সমর্থন জানিয়েছেন আন্না৷ ইঙ্গিত দিয়েছেন অনশনে সামিল হওয়ার৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ