1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব নেবেন রাহুল গান্ধী

২৯ জুলাই ২০২৫

ভারত পাকিস্তান সংঘাতে বাবা-মাকে হারিয়েছে তারা, জম্মু ও কাশ্মীরের এমন অনাথ শিশুদের লেখাপড়ার যাবতীয় ব্যয়ভার বহন করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী৷

ভারতের সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধী৷
হামলার পরে পুঞ্চে গিয়েছিলেন রাহুল৷ তখনই তিনি বাবা-মা হারানো শিশুদের নামের তালিকা তৈরি করতে বলেন৷ছবি: Rahul Singh

জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেসের সভাপতি হামিদ কাররা জানিয়েছেন, ২২টি অনাথ শিশুর লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেবেন তিনি৷ যতদিন না এই শিশুরা স্নাতক স্তরের লেখাপড়া শেষ করে, ততদিন তাদের খরচ দেবেন রাহুল৷ 

জানা গিয়েছে, এই ২২ জন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা৷ ভারত পাকিস্তান সামরিক সংঘাতে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছিল পুঞ্চে৷ এই জেলার সীমান্তবর্তী গ্রামগুলিতে টানা গোলাবর্ষণ করেছে পাকবাহিনী৷ চার দিনের ওই সংঘাতে জম্মু ও কাশ্মীরে যে ক‘জনের মৃত্যু হয়েছিল, তার মধ্যে ১৩ জনই পুঞ্চের বাসিন্দা৷

এখনো আতঙ্কে ভারত-পাকিস্তান সীমান্তের গ্রামবাসীরা

03:35

This browser does not support the video element.

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, হামলার পরে পুঞ্চে গিয়েছিলেন রাহুল৷ তখনই তিনি বাবা-মা হারানো শিশুদের নামের তালিকা তৈরি করতে বলেন৷  পাক হামলায় যাদের বাবা-মা দুজনেই নিহত, বা পরিবারের যিনি একমাত্র রোজগার করতেন তার মৃত্যু হয়েছে, তাদের নামই তালিকায় রাখা হয়৷  জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, বুধবারই প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে ওই শিশুদের কাছে।

পাশাপাশি মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, পহেলগাম হামলায়জড়িত সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে৷ 

এসটি/এসিবি

কাশ্মীরে হামলা : স্থানীয়রা যা বলছেন

04:41

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ