‘‘অনাদরে, অবহেলায় মরতে বসেছে লোকগান’’22.11.2013২২ নভেম্বর ২০১৩বাবা কিংবদন্তি আব্বাস উদ্দিন৷ নিজে শিল্পী এবং গবেষক৷ তাই মুস্তাফা জামান আব্বাসীর কাছে লোকসংগীতের ভবিষ্যত জানতে চাওয়া৷ সাক্ষাৎকারে একটা কথাই উঠে এলো – অনাদরে, অবহেলায় মরতে বসেছে লোকগান৷লিংক কপিছবি: picture-alliance/dpaবিজ্ঞাপন