1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে অনাবৃষ্টি

৩ জুলাই ২০১২

অনাবৃষ্টির আশঙ্কায় দেশের কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কৃষিমন্ত্রী শরদ পাওয়ার৷ আজ সাংবাদিকদের তিনি বলেন, ২রা জুলাই পর্যন্ত দেশে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে ৩১ শতাংশ৷ ফলে কৃষি উৎপাদন কম হতে পারে, যার আঁচ পড়বে বাজারে৷

ছবি: AP

এবছর গোটা দেশে বর্ষা আসতে ইতিমধ্যেই দু'সপ্তাহ দেরি হয়ে গেছে৷ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পাওয়ার আজ কৃষি পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সংবাদ মাধ্যমকে জানান, গড় বৃষ্টিপাতের পরিমাণ এখনও পর্যন্ত ৩১ শতাংশ কম৷ বর্ষা বিলম্বিত হওয়ায় যেসব রাজ্যে বর্ষার গোড়াতে চাষাবাদ শুরু হয়, সেসব রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হবে৷ যেমন, মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ ও বিহারের একাংশ৷

গতমাসে বৃষ্টি কম হওয়ায় ধান ও মোটা দানা শস্যের চাষ সময় মত শুরু করা যায়নি৷ ২৯শে জুন পর্যন্ত খরিফ মরশুমে ধান চাষ হয়েছে ৩০.৭২ হেক্টরে, মোটা দানা শস্য ১০.৫২ হেক্টরে, তেলবীজ ১০.৭৭ হেক্টরে এবং ডাল ৪ হেক্টর জমিতে৷ উল্লেখ্য, ভারতীয় কৃষি উৎপাদনে বৃষ্টি অত্যাবশ্যক৷ কারণ ৬০ শতাংশ জমি এখনও বৃষ্টি-নির্ভর৷ মাত্র ৪০ শতাংশ জমিতে আছে সেচের সুবিধা৷

বর্ষার অপেক্ষায় দিন গুনছে ভারতের অনেক অঞ্চলছবি: murali krishnan

চাষ ভালো হলে কৃষি আয় বাড়ে৷ আর্থিক প্রবৃদ্ধি হয় উর্ধমুখী৷ আর ভালো ফসল না হলে ছোট চাষিদের ঋণের বোঝা বইতে হয়৷ ঋণ শোধ করতে পারেনা৷ ঘটি-বাটি বন্ধক রাখতে হয়৷ অর্ধাহার অনাহার হয়ে ওঠে নিত্যসঙ্গী৷ অবস্থা চরমে উঠলে আত্মহত্যার পথ বেছে নিতে হয়৷

পাশাপাশি কৃষিমন্ত্রী একথাও বলেছেন, আতঙ্কিত হবার কারণ নেই৷ গত বছর খাদ্যশস্যের উৎপাদন হয়েছিল ২৫ কোটি টনের বেশি৷ সরকারের হাতে খাদ্যশস্যের মজুত যথেষ্ট আছে৷ রাজ্যগুলির দরকার হলে কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমের অধীনে খোলা বাজারে তা ছাড়বে৷ তবে খাদ্যশস্য রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা৷ রাজ্যগুলিকে জরুরি পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে৷ মোটের ওপর পরিস্থিতি খুব ভালো না হলেও একেবারে খারাপ নয়৷ আবহাওয়া দপ্তরের ধারণা, জুলাই-অগাস্টে, বৃষ্টির ঘাটতি পুষিয়ে যাবে৷

অন্যদিকে, ভারতের বড় বড় জলাধারগুলিতে জলের মাত্রা নেমে গেছে৷ অবিলম্বে তা পূরণ না হলে বিদ্যুৎ, সেচের জল, পানীয় জলের ব্যাপক সমস্যা দেখা দিতে পারে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ