1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনার্স বোর্ডে সাকিব, মুশফিক

১৩ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে চলমান টেস্টটি হচ্ছে বেসিন রিজার্ভ মাঠে৷ ওয়েলিংটনের এই মাঠটিই নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো মাঠ৷ এছাড়া এটিই একমাত্র খেলার মাঠ, যা দেশটির জাতীয় ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে৷

Bangladesh - Cricketspieler Shakib Al Hasan & Mushfiqur Rahim
দ্বিশতক করার পর সাকিবছবি: Getty Images/H. Hopkins

সেই মাঠেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়লেন সাকিব আর মুশফিক৷ তাঁদের পার্টনারশিপটি ছিল ৩৫৯ রানের৷

বেসিন রিজার্ভের নাম আরও একটি কারণে টাইগার সমর্থকদের মনে থাকবে৷ কারণ এই মাঠেই সাকিব ২১৭ রান করে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা ক্রিকেটারে পরিণত হয়েছেন৷ এর আগে সেই স্থানটি ছিল তামিমের (২০৬ রান)৷ এর বাইরে টেস্টে বাংলাদেশের আরেকটি দ্বিশতক আছে৷ সেটা মুশফিকের (২০০ রান)৷

টাইগারদের অন্তত দু'টি রেকর্ডের সাক্ষী বেসিন রিজার্ভ মাঠের অনার্স বোর্ডে নাম উঠেছে সাকিব আর মুশফিকের৷ এক টুইটে সেটি জানিয়েছে কর্তৃপক্ষ৷

এদিকে, প্রথম টেস্টে টাইগারদের, বিশেষ করে সাকিব আর মুশফিকের পারফরমেন্সের প্রশংসা করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও এতে যোগ দিয়েছে৷ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে সাকিবের দ্বিশতকের বিষয়টি উঠে এসেছে৷

সাকিব আর মুশফিক জুটির করা ৩৫৯ রান টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেটে করা সর্বোচ্চ রানের তালিকায় চার নম্বরে আছে৷ আইসিসি তাদের টুইটে বিষয়টি উল্লেখ করেছে৷

সাকিব আর মুশফিকের প্রশংসা করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডও৷

‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেন সাকিব৷ তাই তার পারফরমেন্সে খুশি কেকেআর পরিবার৷

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীও সাকিব, মুশফিকের পারফরমেন্সে বেশ সন্তুষ্ট৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ