1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনাস্থা প্রস্তাবের জন্য এখনও সমর্থন জোটাতে পারেনি তৃণমূল

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২০ নভেম্বর ২০১২

সংসদের শীতকলীন অধিবেশনে খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি ইস্যুতে অনাস্থা প্রস্তাব আনার জন্য ৫০ জন সাংসদের সমর্থন এখনও জোগাড় করতে পারেনি তৃণমূল৷ তাই এ প্রস্তাব পাশ করানো অসম্ভব বলে মনে করছেন অনেকেই৷

ছবি: DW

সংসদে কংগ্রেস-জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে কমপক্ষে ৫০ জন সাংসদের সমর্থন দরকার৷ কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস তা জোগাড় করতে পারেনি৷ তাই এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনের মতো তৃণমূল একঘরে৷ আর সেটা কাটাতে মমতা বন্দোপাধ্যায় আজ বিজেপি এবং সিপিএম-এর মতো দলের কাছে হাত পাততেও ছাড়েন নি৷ এজন্য তিনি নাকি তাঁর জাতশত্রু সিপিএম সদরদপ্তর কলকাতার আলিমুদ্দিন অফিসে যেতেও প্রস্তুত৷ মমতার ভাষায়, রাজনীতিতে কোনো দলই অচ্ছুৎ নয়৷

সিপিএম নেতা প্রকাশ কারাত সরাসরি বলেছেন, তারা এফডিআই ইস্যুর বিরোধিতা করবে৷ তবে মমতা বন্দোপাধ্যায়ের অনাস্থা প্রস্তাব সমর্থন করবে না৷ কারণ, অনাস্থা প্রস্তাব আনলে সরকার টিকে যাবে, যেহেতু বিরোধীদের পর্যাপ্ত সংখ্যা নেই৷ অনাস্থা প্রস্তাব পরিণত হবে আস্থা ভোটে৷ নৈতিক জয় হবে সরকারেরই৷

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ বি-এর সঙ্গে মমতা বন্দোপাধ্যায়...ছবি: DW

সংসদীয়মন্ত্রী কমলনাথ কংগ্রেসের আত্মবিশ্বাস ব্যক্ত করে আজ সংবাদ মাধ্যমকে বলেন, তৃণমূল অনাস্থা প্রস্তাব আনবে, কিন্তু কোনো রাজনৈতিক দল তা সমর্থন করবে বলে জানায় নি৷

আসলে কোনো দলই অনাস্থা প্রস্তাবে রাজি নয়৷ তারা চাইছে সংসদের ১৮৪ ধারা অনুযায়ী খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে আলোচনা এবং তারপর ভোটাভুটি৷ তাতে সরকারের বিপক্ষে ভোট দিতে প্রস্তুত কংগ্রেসের জোট সরকারের বড় শরিক ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে৷ এ নিয়ে বিজেপি-র বৈঠক বসে সকালে৷ আর সন্ধ্যার দিকে বসছে বিজেপি-জোট এনডিএ-র বৈঠক৷ তাতে এনডিএ অনাস্থা প্রস্তাবে জোটের অবস্থান জানাবে৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কেন্দ্রীয় সরকারকে ফেলে দেবার মতো ক্ষমতা যে মমতা রাখেন, সেটাই তিনি দেখাতে চাইছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, অন্ধ কংগ্রেস বিরোধিতার নামে নৈতিক জ্ঞানহীন রাজনীতি করে দ্বিচারিতা করছেন মমতা৷ তাই এই অনাস্থা প্রস্তাব আনার পেছনে মমতার রাজনৈতিক চালটা এখনও অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ