1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অনিচ্ছাকৃতভাবে’ ছোড়া মিসাইলে বিমান ভূপাতিত: ইরান

১১ জানুয়ারি ২০২০

ইউক্রেনের যাত্রীবাহী বিমানে ‘অনিচ্ছাকৃতভাবে' মিসাইল ছুড়েছিল ইরান৷ যার আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে বলে স্বীকার করেছে দেশটি৷ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তারা৷

Iran Flugzeugabsturz Ukraine International Airlines | Wrackteile bei Teheran
ছবি: Reuters/Wana/N. Tabatabaee

রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সেনাবিহিনীকে উদ্ধৃত করে বলা হয় বিমানটি ইরানের রেভ্যুলেশনারি গার্ডের স্থাপনার উপর দিয়ে যাওয়ার সময় তারা এটিকে শত্রুপক্ষ ভেবে ভুলবশত মিসাইল ছুড়ে ভূপাতিত করে৷

ইরানের সেনাবাহিনী জানায় এঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে৷ নিজেদের মনিটরিং সিস্টেম আরো শক্তিশালী করার কথাও জানানো হয় বিবৃতিতে৷

গত বুধবার রাতে ইউক্রেনের কিয়েভগামী বিমানটি ইরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছক্ষণ পরেই কাছাকাছি স্থানে আছড়ে পড়ে৷ এ ঘটনায় ১৭৬ জন আরোহীর সবাই নিহত হন৷

নিহতদের মধ্যে ৮২ জন ইরানের, ৫৭ জন ক্যানাডার এবং ইউক্রেনের ১১ জন নাগরিক ছিলেন৷

ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানিকে হত্যার জেরে ইরান ও অ্যামেরিকার মধ্যে তখন উত্তেজনা বিরাজ করছিল৷ হত্যার জবাবে  সেই রাতে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান৷

বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সেসময় যেকোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত ছিল৷ ‘‘এমন অবস্থায় ভুলবশত এবং অনিচ্ছাকৃতভাবে বিমানটিতে আঘাত হানা হয়৷''

তবে বিমানটি মিসাইলের আঘাতে ভূপাতিত হয়ে থাকতে পারে বলে আগে থেকে সন্দেহ করছিল ক্যানাডা, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন৷

এ অভিযোগ অস্বীকার করে আসছিল ইরান৷

বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন ‘‘ইরানের পক্ষ থেকে আমি এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি৷'' এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সংশ্লিষ্ট পরিবারের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দেন তিনি৷ 

পূর্ণ তদন্ত চায় ইউক্রেন

বিমান বিধ্বস্তের ঘটনা স্বীকারের পর, ইরানের কাছে ঘটনার পূর্ণ তদন্ত, দোষীদের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ের জিয়েলইয়েনস্কি, জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো৷     

বিমান ভূপাতিত করার কথা স্বীকার করার ফলেই ঘটনাটি শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী অলেক্সি হোনচারুক৷ এক ফেসবুক পোস্টে তিনি বলেন ‘‘ঘটনা স্বীকার করে নেওয়া তদন্ত কাজের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষপ৷ ঘটনার বিস্তারিত ও প্রকৃত কারণ জানতে আমাদের বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন৷''

আরআর/এফএস (এএফপি)

  

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ