1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনিদ্রার দাওয়াই স্বমেহন

৩০ জুলাই ২০১৯

সারারাত এদিক সেদিক করে কাটছে৷ তবুও ঘুমের দেখা নেই৷ এটা সেটা করেও বাগে আনা যাচ্ছে না ঘুমকে৷ এমন সংকটে যাঁরা, তাঁদের জন্য দাওয়াই দিয়েছে জার্মানির এক ইন্স্যুরেন্স কোম্পানি৷ প্রতিষ্ঠানটি বলছে স্বমেহনে মিলবে মুক্তি৷

Symbolbild Wasserglas und medikamente
ছবি: picture alliance/chromorange/Media for Medical

সম্প্রতি নিজেদের ফেসবুকে পেজে একটি বিজ্ঞাপন দিয়েছে জার্মান স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান বারমের ক্রানকেনকাসে৷ বিজ্ঞাপনে ব্যবহার করা ছবিতে দেখা যাচ্ছে, এক নারীর হাতে ধরে রাখা একটি সেক্সটয়৷ আর জার্মান ভাষায় লেখা ক্যাপশনের আভিধানিক অর্থ দাঁড়ায়, ‘স্পন্দনশীল রাতের জন্য৷'

বারমের ক্রানকেরকাসে বলছে, ঘুমুতে সাহায্য করে স্বমেহন৷ যাঁরা ঘুম নিয়ে যন্ত্রণায় আছে, তাঁদেরকে স্বমেহনের পরামর্শও দিয়েছে স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানটি৷ বলছে, প্রয়োজন হলে সঙ্গে নিতে পারেন একটি সেক্সটয়৷

বৃহস্পতিবার বিজ্ঞাপনটি পোস্ট করা হলে নেটিজেনদের কাছে ব্যাপক আলোচিত হয়৷ হাজারো লাইকের পাশাপাশি কমেন্টের ঘরও সরগরম৷ পাঁচ হাজারের বেশি মন্তব্য করেছেন নেটিজেনরা৷ বেশিরভাগই বিমা প্রতিষ্ঠানটির পরামর্শকে ইতিবাচক হিসেবেই দেখছেন৷ আবার কেউ কেউ মজাও করছেন, মজাদার কমেন্টও লিখছেন, আবার কেউ বলছেন বিজ্ঞাপনটি ‘ভেরি কুল' বা কেতাদুরস্ত৷

প্রতিষ্ঠানটির মুখপাত্র ডানিয়েল ফ্রয়েডেনরাইশ স্বীকার করেছেন, বিজ্ঞাপনটি তারাই দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, ‘‘কিছু কিছু বিষয় আছে, যার সঙ্গে অসংখ্য মানুষের সম্পৃক্ততা থাকে৷ কিন্তু বেশিরভাগই সময় তা আড়ালে রাখা হয়৷'' তাই এক পলকে, এমন একটা ট্যাবুর দিকে আলো ফেলতে চেয়েছে প্রতিষ্ঠানটি, বললেন ফ্রয়েডেনরাইশ৷

হাজারো কমেন্টের ভিড়ে দেখা গেছে, কোন ধরণের সেক্সটয় কেনা উচিত তা নিয়ে খুব আগ্রহী মানুষ৷ কিন্তু প্রতিষ্ঠানটি বলছে, তাঁরা একটি স্বাস্থ্য টিপস দিয়েছে৷ কে কোন ধরনের পণ্য কিনবে-তা যাঁর যাঁর ইচ্ছের ওপর নির্ভর করবে৷

জার্মানিতে বারমের ক্রানকেনকাসের ভোক্তার সংখ্যা ৯২ লক্ষাধিক৷ বলা হয়, টেকনিকের ক্রানকেনকাসের পর বারমের-ই জার্মানির দ্বিতীয় বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান৷

(দ্য লোকাল)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ