1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো এলাকায় আশার আলো

২ অক্টোবর ২০১৩

জার্মানিতে সরকার গঠনে বিলম্বের ফলে ইউরোপে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থমকে গেছে৷ তবে ইউরো এলাকা সম্পর্কে একাধিক ইতিবাচক তথ্য-পরিসংখ্যান আশার আলো দেখাচ্ছে৷ অর্থাৎ, পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল বলা চলে৷

ছবি: imago/HRSchulz

ইউরো এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও তাঁর দলের বিশাল জয় সত্ত্বেও জোট গড়ার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে৷ আপাতত ম্যার্কেল যে দুই দলের সঙ্গে জোট গড়ার বিষয়ে আলোচনা করছেন৷ পর্যবেক্ষকদের মতে, কিছু ক্ষেত্রে তাদের কর্মসূচি একেবারে আলাদা হওয়ায় ঐকমত্যে আসা কঠিন হবে৷ ততদিন বিদায়ী সরকারই কাজ চালিয়ে যাবে৷ সবচেয়ে বড় সমস্যা হলো, নতুন সরকার না গড়া পর্যন্ত ইউরোপীয় স্তরে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে থাকবে৷ তবে ইউরোপ সংক্রান্ত নীতির ক্ষেত্রে নতুন জোট সরকারও ধারাবাহিকতা বজায় রাখবে বলে ধরে নেয়া হচ্ছে৷

এদিকে ইটালি সহ ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলির অবস্থার কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে৷ কড়া সংস্কারের ধাক্কা সামলাতে ইটালির সরকার বিক্রয় কর বাড়ানোর যে লক্ষ্য স্থির করেছে, ব্যার্লুস্কোনির দল সরকার থেকে সরে গেলে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে৷ তাছাড়া গোটা সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে, সেটাও বড় প্রশ্ন৷ বুধবারই সংসদে আস্থা ভোটের মুখে পড়তে হবে প্রধানমন্ত্রী এনরিকো লেটাকে৷

ইটালিসহ ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলির অবস্থার কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছেছবি: Fotolia/Comugnero Silvana

এদিকে আন্তর্জাতিক চাপে সংস্কার চালিয়ে স্পেনের ব্যাংকিং ক্ষেত্র সংকট কাটিয়ে উঠছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন ও ইসিবি৷ তবে ঝুঁকি একেবারে কেটে যায়নি৷ তাছাড়া অর্থনীতির অবস্থা দুর্বল থাকার ফলেও স্পেনে উন্নতির সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না৷ পর্তুগালে সরকারি বাজেটের ঘাটতি কমছে, অর্থাৎ সেখানেও সংস্কারের সুফল দেখা যাচ্ছে৷ গ্রিসের সংস্কারের উপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক দাতারা৷ জনবিক্ষোভ সত্ত্বেও সরকারকে একের পর এক অপ্রিয় পদক্ষেপ নিতে হচ্ছে৷

মার্কিন বাজেট নিয়ে অচলাবস্থা ও ইটালির সরকারে সংকটের কারণে ইউরোপের পুঁজিবাজারও কিছুটা আশঙ্কায় ভুগছে৷ নির্বাচনের পর জার্মানিতে সরকার গঠনের প্রক্রিয়া আগামী জানুয়ারি মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে, এই খবরও বাজারকে কিছুটা হতাশ করছে৷ তবে কিছু সুখবরও আছে৷ ইউরো এলাকার অর্থনৈতিক সূচক গত দুই বছরে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছে৷ মূল্যস্ফীতির হারও গত সাড়ে তিন বছরে সবচেয়ে নীচু মাত্রায় পৌঁছে গেছে৷ বুধবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ০ দশমিক ৫ শতাংশই বজায় রাখবে বলে ধরে নেয়া হচ্ছে৷ এমনকি বেকারত্বের মাত্রাও আর নতুন করে বাড়ছে না৷ ফলে সব মিলিয়ে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল বলা চলে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ